শুয়েই খাইছি
2022-03-10 16:11:25

শুয়েই খাইছি বা ফিওনা ১৯৮১ সালের ১১ অগাস্ট চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলে জন্মগ্রহণ করেন। তিনি সিটি ইউনিভার্সিটি অব হংকং থেকে স্নাতক হন। তিনি হংকংয়ের গায়িকা এবং টিভি ও চলচ্চিত্র অভিনেত্রী। তিনি তাঁর পরিবারের একমাত্র মেয়ে। তাঁর বাবার একটি ডিজাইন কোম্পানি আছে এবং মায়ের একটি টিউটোরিয়াল স্কুল আছে। তিনি আন্তর্জাতিক মাধ্যমিক বিদ্যালয়ে লেখাপড়ার সময় ফরাসি ভাষা শিখেন। ২০০৪ সালের জুলাই মাসে তিনি ইউনিভার্সিটি থেকে স্নাতক হন। ১৮ বছর বয়স থেকে পরবর্তী ৩ বছর তিনি মডেল ছিলেন। ২০০৩ সালে তিনি ওয়ার্নার মিউজিক গ্রুপের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন। শুরুর দিকে তিনি কয়েকটি বিজ্ঞাপন ও ম্যাগাজিনের মডেল হয়েছিলেন। তারপর তিনি বিনোদন জগতে পা রাখেন।

 

কেমন লেগেছে গানটি? আসলে গানটি ফিওনা’র প্রথম অ্যালবাম “এফ অভিষেক” থেকে নেয়া। অ্যালবামটি ২০০৪ সালে যখন তিনি শোবিজে প্রবেশ করেছিলেন তখন প্রকাশিত হয়। গানটি তখন অনেক জনপ্রিয় ছিল এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পুরস্কার জিতেছে। ২০০৫ সালের জানুয়ারিতে তিনি “৮৮৬” নামক এভিসিডি সিঙ্গেল প্রকাশ করেন। এভিসিডি’তে “৮৮৬” ও “কুমড়া কার্ট” দু’টো গানের এমভি রয়েছে। যদিও এটি আনুষ্ঠানিক অ্যালবাম নয়, কিন্তু দু’টো গানই খুবই সুন্দর। 

 

২০০৫ সালের এপ্রিলে ফিওনা দ্বিতীয় অ্যালবাম “ফানি গার্ল” প্রকাশ করেন। “ছোট কালো আর আমি” সেই অ্যালবামের একটি গান। একই বছরের দ্বিতীয়ার্ধে ফিওনা অভিনীত প্রথম ও দ্বিতীয় চলচ্চিত্র পর পর মুক্তি পায়। বোঝা যায়, তখন তিনি কত জনপ্রিয় ছিলেন। যাই হোক, বন্ধুরা, এখন আমি আপনাদের ফিওনার “ছোট কালো আর আমি” গানটির লাইভ সংস্করণ শোনাতে চাই, আশা করি, গানটি আপনাদের ভাল লাগবে। 

 

“নিখুঁত দম্পতি” গানটি ফিওনা ও তাঁর ভাল বন্ধু, বিখ্যাত চীনা ভাষার গায়ক ও সঙ্গীতজ্ঞ খলিল ফংয়ের সঙ্গে গাওয়া একটি গান। আসলে ২০০৬, ২০০৮ ও ২০১২ সালে তাঁরা যৌথ গান গেয়েছেন। এবার ৫ বছর পর তাঁরা আবার একসাথে চতুর্থবারের মতো কাজ করেন। গানটি ম্যান্ডারিন ভাষায় গাওয়া। বলা যায়, এটি বছরের “সবচেয়ে মিষ্টি প্রেমের গান”। ফিওনা তাঁর হাল্কা কণ্ঠস্বর দিয়ে ভালোবাসার প্রতি দৃঢ়তা প্রকাশ করেছেন। খলিল ফংয়ের র‍্যাপ স্টাইল একে উষ্ণ ও দৃঢ়তা দিয়েছে। 

 

“পরের বার পরের বার” গানটি ফিওনার একটি ক্যান্টোনিজ ভাষার গান। গানটি তাঁর ২০০৭ সালের জুন মাসে প্রকাশিত “এফ বেস্ট” নামক অ্যালবাম থেকে নেয়া। “এই মুহূর্তে” গানটিও ফিওনার গাওয়া একটি গান। গানটি ২০১২ সালে প্রকাশিত এবং এটি ছিল হংকংয়ের টিভিবি’র টিভি নাটক “রূপালী চামচ, স্টার্লিং শেকল”-এর শেষ গান। বন্ধুরা, দু’টো গান সময়ের সঙ্গে সম্পর্কিত। দু’টো গানই ক্যান্টোনিজ ভাষায় গাওয়া। 

 

 গান শুনতে শুনতে বিদায়ের সময় চলে এসেছে। তাহলে আজকে ‘তোমার জন্য গান’ অনুষ্ঠানের শেষ গান হিসেবে আমি আপনাদের ফিওনা’র আরেকটি গান শোনাতে চাই। গানের নাম ‘বেটার মি’। ফিওনা গানের মাধ্যমে নিজেকে উত্সাহিত করেন। 

 

(প্রেমা/এনাম)