সংগীতদল নিউ নাই খা ফেই
2022-03-10 10:00:39

 


বন্ধুরা, আজকের অনুষ্ঠানে চীনের একটি জনপ্রিয় সংগীতদলের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো, তাদের নাম ‘নিউ নাই খা ফেই’ অর্থাত ‘দুধ কফি’। এই সংগীতদলের গায়িকা ফু ইয়ান ও কিবোর্ড প্লেয়ার ক্য ফেই গঠন করেন। আত্মপ্রকাশের পর তারা অনেক জনপ্রিয় গান তৈরি করেছে। আজকের অনুষ্ঠানে আমরা তাদের কিছু সুন্দর গান শোনাবো। বন্ধুরা, অনুষ্ঠানের শুরুতে আমরা একসঙ্গে শুনবো ‘নিউ নাই খা ফেই’র জনপ্রিয় গান ‘যে স্থান শুধু আমরা জানি’।গান ১

 

নিউ নাই খা ফেইর দুই সদস্য ফু ইয়ান ও ক্য ফেই ১৯৮২ সালে বেইজিংয়ে জন্মগ্রহণ করেন। তবে বিশ্ববিদ্যালয়ের আগে তারা পরস্পরকে চিনতেন না। ২০০০ সালে তারা ইন্টারনেটে বন্ধু হন। বিশ্ববিদ্যালয়ে তারা একটি ব্যান্ড প্রতিষ্ঠা করেন এবং নিজ গান রচনা করতে শুরু করেন। বিশ্ববিদ্যালয়ে থেকে স্নাতক হওয়ার পর তারা একটি সংগীত কোম্পানিতে যোগ দেন। ২০০৫ সালে নিউ নাই খা ফেই তাদের প্রথম গান ‘Lasia’ প্রকাশ করে আনুষ্ঠানিকভাবে শোবিজ জগতে প্রবেশ করেন। বন্ধুরা, আমরা একসঙ্গে তাদের এই সুন্দর গান ‘Lasia’ শুনবো।গান ২

 

২০০৫ সালের শেষ দিকে নিউ নাই খা ফেই প্রথম অ্যালবাম ‘জ্বলতে দাও! ছোট মহাবিশ্ব!’ মুক্তি পায়। অ্যালবামের সব গান তারা নিজে লিখেছেন ও তৈরি করেছেন। এই অ্যালবাম তৈরির সময় ফু ইয়ান ও ক্য ফেই অনেক বাধার সম্মুখীন হন। তাই যখন অ্যালবামের কাজ শেষ হয়, তখন তারা আশা করেন যে, অ্যালবামের গানগুলোর মাধ্যমে সবাইকে উত্সাহ ও শক্তি দেবেন। আর তারা সত্যি তাই করেছেন। বন্ধুরা, এখন আমরা একসঙ্গে অ্যালবামের একটি সুন্দর গান ‘একসঙ্গে আসো’ শুনবো, গানে আপনি জীবনের প্রতি গায়কের ভালোবাসা অনুভব করতে পারবেন।গান ৩

 

‘জ্বলতে দাও! ছোট মহাবিশ্ব!’ এই অ্যালবামের জন্য সবাই প্রথমে সংগীতদল নিউ নাই খা ফেইর নাম জেনেছে, তারাও এই অ্যালবামটির জন্য সেই বছরের শ্রেষ্ঠ নতুন গায়কের পুরস্কার পান। ২০০৮ সালে তারা দ্বিতীয় অ্যালবাম ‘আরো বড় হয়, আরো নিঃসঙ্গ লাগে’ প্রকাশ করে। অ্যালবামটির নাম থেকে বোঝা যায়, এটি ‘বড় হওয়া’ সম্পর্কিত একটি অ্যালবাম। এতে তারা সংগীতের মাধ্যমে মানুষের বড় হওয়ার প্রক্রিয়ায় মৈত্রী, চিন্তাভাবনা ও অনুভূতি ফুটিয়ে তুলেছেন। বন্ধুরা, এখন শুনুন জনপ্রিয় গান ‘আরো বড় হয়, আরো নিঃসঙ্গ লাগে’।গান ৪

 

সংগীতদল নিউ নাই খা ফেইর অনেক গান বড় হওয়ার অনুভূতি সম্পর্কিত। তারা কোমল সুর ও সরল কথা দিয়ে এই অনুভূতি প্রকাশ করেছেন। তাদের জনপ্রিয় গান ‘হ্যালো, কাল’। গানের কথায় লেখা হয়: বড় হওয়ার পর আমাকে দৌড়াতে হয়। অন্ধকারে পড়তে ভয় পাই, তবে শুধু সামলে নিয়ে দৌড়াতে চাই। আমরা হারাচ্ছি এবং খুঁজছি, কাঁদার পর আবার দৌড়াই। কোনো কণ্ঠ আমাকে বলে ‘হ্যাল কাল’, শব্দ হালকা হলেও আমাকে সাহস দেয়। বন্ধুরা, এখন সংগীতদল নিউ নাই খা ফেইর জনপ্রিয় গান ‘হ্যাল,কাল’ শুনুন।গান ৫

 

২০১৬ সালে নিউ নাই খা ফেই একটি সংগীত স্টুডিও প্রতিষ্ঠা করে, এর নাম হলো ‘আগ্রহ স্টুডিও’, তারার জন্য সংগীতের জন্য আগ্রহ তাদের গান রচনার উত্স, আর তারা আশা করে- এই আগ্রহ বজায় থাকবে। বন্ধুরা, এখন আমরা শুনবো নিউ নাই খা ফেইর একটি সুন্দর গান ‘যদি কাল......’।গান ৬

 

বন্ধুরা, অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা সংগীতদল নিউ নাই খা ফেইর আরেকটি সুন্দর গান ‘একজনের দৃশ্য’ শুনবো, গানটি হলো চীনের জনপ্রিয় একটি চলচ্চিত্র ‘গ্রীষ্মকাল এসেছে’-এর থিম সোং। আশা করি তাদের গানগুলো আপনারা পছন্দ করবেন।গান ৭

 

শ্, আজকের অনুষ্ঠান তাহলে এখানেই শেষ করছি। আশা করি, আমাদের অনুষ্ঠানে প্রচারিত গানগুলো আপনাদের ভালো লেগেছে। এএখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন ও সুস্থ থাকুন। আবার কথা হবে। চাই চিয়ান।