মার্চ ১০: চীনের সিছুয়ান প্রদেশের তা লিয়াং শান পাহাড়ি এলাকার গভীরে এবং ১৪০০ মিটার উঁচু খাড়া পাহাড়ের ওপর একটি ছোট গ্রাম আছে। গ্রামটির নাম আ থু লিয়ে আর গ্রাম। অতীতে ১৭টি ঝুলন্ত বেতের সিঁড়ি দিয়ে গ্রামবাসী বাইরে আসত এবং বিশ্বের সঙ্গে সংযোগ করত। সেটাই ছিল একমাত্র পথ! চীনের প্রেসিডেন্ট সি চিন পিং স্থানীয় লোকজনের জীবনের ওপর অত্যন্ত গুরুত্ব দিয়েছেন এবং তাদের সমস্যা সমাধানের নির্দেশনা দিয়েছেন। ২০১৬ সালের নভেম্বর মাসে ‘খাড়া উঁচু পাহাড়ি গ্রাম’ আ থুলিয়ে আর গ্রামের এই বেতের পথ পরিবর্তন হয়ে ইস্পাতের সিঁড়িতে রূপান্তরিত হয়েছে। ২০২০ সালের মে মাসে, ৮৪টি কৃষক পরিবার ইস্পাতের সিঁড়ি দিয়ে গ্রামের বাইরে বের হয়ে জেলার নতুন বাড়িঘরে স্থানান্তরিত হয়েছেন।
এই ছোট গ্রামের উন্নয়ন ঠিক যেন চীনের দারিদ্র্যমুক্তকরণ এবং গ্রামীণ পুনরুদ্ধারের প্রতিফলন।
(শুয়েই/তৌহিদ/লিলি)