মার্চ ৯: উষ্ণ আবহাওয়ার আগমনের সাথে সাথে, উত্তর-পশ্চিম চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের মানস জাতীয় জলাভূমি পার্কে শীতকাল কাটানো শত শত রাজহাঁস বাসা বাঁধতে এবং বাচ্চা নেওয়ার জন্য উত্তর দিকে যেতে প্রস্তুত। এসময় গবেষকরা স্থানীয় কর্মীদের সহায়তায় রাজহাঁসগুলো ঘাড়ে পরিচিতিমূলক ব্যান্ড স্থাপন করেন। এসব ব্যান্ডের মাধ্যমে একটা থেকে আরেকটা রাজহাঁস আলাদা করা যায়। এসব ব্যান্ড যেন তাদের পরিচয়পত্র! এসব ব্যান্ডের সাথে যুক্ত আছে মিনি স্যাটেলাইট ট্রান্সমিটার, যা গবেষকদের রাজহাঁসের পরিযায়ী যাত্রা পর্যবেক্ষণে সাহায্য করে। (ইয়াং/আলিম/ছাই)