প্যারালিম্পিক গেমসের উৎপত্তি
2022-03-09 09:57:33

বেইজিং শীত্কালীন প্যারালিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠান গত শুক্রবার সন্ধ্যায় জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। চীনের প্রেসিডেন্ট সি চিন পিং তাতে উপস্থিত থেকে গেমসটি শুরুর ঘোষণা দেন।

 

এর আগে অনুষ্ঠিত হয় বেইজিং শীতকালীন প্যারালিম্পিকের শিখা প্রজ্জ্বলন অনুষ্ঠান। স্টোক ম্যান্ডেভিলেকে শিখা প্রজ্জ্বলনের স্থান হিসেবে বেছে নেয়ার কারণ হলো এটি একটি নেতৃস্থানীয় মেরুদণ্ডের আঘাতজনিত অসুখের হাসপাতাল। ১৯৪৮ সালে এই হাসপাতাল প্রথম বারের মতো শারীরিক প্রতিবন্ধীদের জন্য ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে। এই প্রতিযোগিতাকে প্যারালিম্পিক আন্দোলনের সূতিকাগার বলে বিবেচনা করা হয়। ব্রিটিশ ও আন্তর্জাতিক প্যারালিম্পিক আন্দোলনের প্রতিনিধি এবং লন্ডনে চীনের রাষ্ট্রদূত চেন চাকুয়াং অনুষ্ঠানে যোগ দেন।

 

প্যারালিম্পিক প্রথম ১৯৬০ সালে রোমে চালু হয়েছিল। তবে ২০১২ সালের লন্ডন প্যারালিম্পিকের পর থেকে স্টোক ম্যান্ডেভিলে শিখা প্রজ্জ্বলন অনুষ্ঠানের কেন্দ্র হয়ে ওঠেছে। আজকের অনুষ্ঠানে আমরা প্যারালিম্পিক গেমস নিয়ে কিছু কথা বলব।

 

শীত্কালীন প্যারালিম্পিক গেমস ও গ্রীষ্মকালীন প্যারালিম্পিক গেমসকে একসাথে ডাকা হয় প্যারালিম্পিক গেমস। তার নিয়ন্ত্রক সংস্থার নাম আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটি (আইপিসি)। এ গেমসে শারীরিকভাবে অক্ষম, দৃষ্টি প্রতিবন্ধী, এবং মানসিকভাবে অক্ষম ক্রীড়াবিদরা অংশগ্রহণ করে থাকেন। এটি বিশ্বের বৃহৎ মাল্টি-স্পোর্ট গেম। প্যারালিম্পিক গেমস ও  শ্রবণ প্রতিবন্ধী অলিম্পিক গেমস এবং বুদ্ধি প্রতিবন্ধী বিশেষ অলিম্পিক প্যারালিম্পিকের একটি অংশ।

 

প্যারালিম্পিক গেমস শুরু হয় দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর ইউরোপে। যুদ্ধের সময় অনেক সৈনিক আহত হয়ে প্রতিবন্ধী হয়েছে। বৃটেনে প্রতিষ্ঠিত হয় একটি স্পাইনাল কর্ড ইনজুরি পুনর্বাসন কেন্দ্র। ডাক্তারের পরামর্শে ক্রীড়ার মাধ্যমে স্পাইনাল কর্ড ইনজুরিতে আক্রান্ত ব্যক্তিরা পুনর্বাসন লাভ করেন। ১৯৪৮ সালে গ্রীষ্মকালে যখন লন্ডনে শুরু হয় অলিম্পিক গেমস, তখন বৃটেনের স্টোক ম্যান্ডেভিলে একটি হুইলচেয়ার তীরন্দাজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে এ প্রতিযোগিতা একটি আন্তর্জাতিক গেমসে পরিণত হয় এবং একে আন্তর্জাতিক স্টোক ম্যান্ডেভিল গেমস বলে ডাকা শুরু হয়। ১৯৬০  সালে ১৭তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস শেষ হওয়ার দু’সপ্তাহ পর, নবম আন্তর্জাতিক স্টোক ম্যান্ডেভিল গেমস ইতালির রোমে অনুষ্ঠিত হয় এবং পরে আইপিসি এ গেমসকে প্রথম প্যারিলিম্পিক গেমস হিসেবে  নির্ধাণ করে। একই সময় শীত্কালীন অলিম্পিক ইভেন্টও বৃদ্ধি পায়। দ্বিতীয় বিশ্ব যুদ্ধে আহত অনেক সৈনিক আগেও ভাল বরফ ও তুষার ক্রীড়া করত বলে তাদের শখগুলো চিকিত্সার একটি অংশে পরিণত হয়। বিংশ শতাব্দীর ৭০-এর দশকে প্রতিবন্ধীদের বিভিন্ন ধরনের স্কিইং ও স্কেটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ১৯৭৬ সালে সুইডেনের অর্নস্কোল্ডসভিকে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিবন্ধী শীত্কালীন গেমসকে পরে প্রথম শীত্কালীন প্যারালিম্পিক গেমস হিসেবে চিহ্নত করা হয়েছে। গত কয়েক দশকের উন্নয়নের পর এখন প্যারালিম্পিক গেমস বিশ্বে প্রতিবন্ধীদের সর্বোচ্চ ক্রীড়া প্রতিযোগিতা ইভেন্টের মর্যাদা পেয়েছে।

 

আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটি (আইপিসি) প্রতিবন্ধীদের জন্য প্রতিষ্ঠিত একটি অলাভজনক আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা। ১৯৮৯ সালের ২২ সেপ্টেম্বর জার্মানির বন শহরে প্রতিষ্ঠিত হয় সংস্থাটি।

 

১৯৬০ সালের প্যারালিম্পিক গেমসে যারা অংশগ্রহণ করেছিলেন, তাদের সবাই ছিলেন শারীরিক প্রতিবন্ধী। ১৯৭৬ সালে পঞ্চম প্যারালিম্পকি গেমস কানাডার টরন্টোয় অনুষ্ঠিত হয়। তখন দৃষ্টিশক্তিহীন এবং অঙ্গহীন ক্রীড়াবিদরা অংশগ্রহণ করে। ১৯৮২ সালে প্রতিষ্ঠিত হয় আন্তর্জাতিক প্রতিবন্ধী ক্রীড়া সমন্বয় কমিটি। আন্তর্জাতিক আলিম্পিক কমিটি (আইওসি) তাকে প্রতিবন্ধীদের ক্রীড়া প্রশাসন সংস্থা হিসেবে স্বীকৃতি দেয়। ১৯৮৯ সালে এ সংস্থা এবং আরো ৫টি সংস্থা নিয়ে গঠিত হয় আইপিসি। ২০০০ সালে আইপিসি ও আইওসির মধ্যে একটি সহযোগিতা চুক্তি হয়। চুক্তি অনুযায়ী, যেখানে অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে, সেখানে প্যারালিম্পিক গেমসও অনুষ্ঠিত হয়।(শিশির/এনাম/রুবি)