মার্কিন নারী ফুটবলারদের ২.৪ কোটি ডলারের ক্ষতিপূরণ মার্কিন সকার অ্যাসোসিয়েশনের
2022-03-09 16:38:41

কিছুদিন আগে খবর বের হয় যে, টানা ৬ বছর আইনি লড়াইয়ের পর মার্কিন সকার অ্যাসোসিয়েশন অবশেষে স্বীকার করেছে যে, মার্কিন জাতীয় নারী ফুটবল দল ও পুরুষ দলের মধ্যে বেতনগত অসাম্য বিদ্যমান এবং সংস্থা নারী ফুটবলারদের জন্য ২.৪ কোটি ডলার বরাদ্দ করে। সকার অ্যাসোসিয়েশন প্রতিশ্রুতি দিয়েছে যে, পরবর্তী বিশ্বকাপসহ সমস্ত প্রতিযোগিতায় পুরুষ ও নারী ফুটবলারদের জন্য সমান বেতনের ব্যবস্থা করা হবে।  এ ঘনটা কেন্দ্র করে সিএনএন একটি প্রমাণ্যচিত্র তৈরীও করেছে। 

যুক্তরাষ্ট্রের মতো ক্রীড়া শিল্পে উন্নত দেশে কেবল নারী ও পুরুষদের বেতন সমান হতে যাচ্ছে। বিশ্বের অন্যান্য দেশের কী অবস্থা? অন্য চাকরিতে? 

(স্বর্ণা/আলিম/ছাই)