চীনের সরকারি কার্যবিবরণী’র তিনটি মূল টার্ম
2022-03-08 10:49:20


মার্চ ৭: শনিবার চীনের ত্রয়োদশ জাতীয় গণ প্রতিনিধি সম্মেলন (এনপিসি)-র পঞ্চম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে চীনা প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং সরকারি কার্যবিবরণী পেশ করেন। কার্যবিবরণীর উল্লেখ করা হয়েছে তিনটি মূল টার্ম: স্থিতিশীল প্রবৃদ্ধি, জনগণের জীবনমান উন্নয়ন এবং সংস্কার গভীরতর করা।

স্থিতিশীল প্রবৃদ্ধি: সরকারি কার্যবিবরণীতে বলা হয়েছে, চলতি বছর চীনে ৫.৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আমরা জানি, ২০২১ সালে চীনের জিডিপি প্রবৃদ্ধির হার ছিল ৮.১ শতাংশ। তাহলে এ বছর প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা কেন কমিয়ে ধরা হয়েছে? কারণ, চলতি বছর স্থিতিশীল কর্মসংস্থান, জনগণের জীবনমান উন্নয়ন এবং ঝুঁকি প্রতিরোধের ওপর আরও বেশি গুরুত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিশেষজ্ঞরা মনে করেন, জনগণের কর্মসংস্থানের সুযোগ ও আয় বৃদ্ধি করতে হলে চীনা অর্থনীতির প্রবৃদ্ধিও তার সঙ্গে সঙ্গতিপূর্ণ হতে হবে। তাই, চলতি বছর চীনের বিভিন্ন প্রদেশ, অঞ্চল ও শহরের জিডিপি প্রবৃদ্ধির গড় প্রত্যাশিত লক্ষ্য ধরা হয়েছে ৬.১ শতাংশ। বিগত চার বছরেই চীনের জিডিপি প্রবৃদ্ধির হার বিভিন্ন প্রদেশ, অঞ্চল ও শহরের জিডিপি প্রবৃদ্ধির গড় হারের চেয়ে ০.৩ থেকে ০.৪ শতাংশ কম হয়েছে। সেজন্য চলতি বছর চীনের জিডিপি প্রবৃদ্ধির প্রত্যাশিত হার ৫.৫ শতাংশ হবে বলে ধরা হয়েছে। এদিকে কোভিড-১৯ মহামারী এখনো বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে। সেজন্য বিভিন্ন ঝুঁকি ও অনিশ্চয়তা রয়েছে। জিডিপি প্রবৃদ্ধির হার নির্ধারণের আগে এ বিষয়টিও বিবেচনায় রাখতে হয়েছে।

জনগণের জীবনমান উন্নয়ন: সরকারি কার্যবিবরণীতে জনগণের জীবনমান উন্নয়নে ধারাবাহিক ব্যবস্থা গ্রহণের কথা উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, কর্মসংস্থান বৃদ্ধি ও সংশ্লিষ্ট প্রশিক্ষণের জন্য চীনা সরকার বেকার-ভাতা তহবিলে ১০০ বিলিয়ন ইউয়ান আরএমবি তথা ১৬ বিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ দেবে। চলতি বছর চীন সরকার ২.৫ ট্রিলিয়ন ইউয়ান তথা প্রায় ৩৯৬ বিলিয়ন ডলারের কর হ্রাস ও ফেরত দেবে। চলতি বছরে চীনে আরও বেশি সাশ্রয়ী মূল্যের আবাসিক-ভবনও নির্মাণ করবে।

সংস্কার গভীরতর করা: লি খ্য ছিয়াং বলেন, সরকারি নিয়ন্ত্রণ ও বাজারের মধ্যে সম্পর্ক মোকাবিলা করতে হবে। অন্য কথায়, সম্পদ বরাদ্দের ক্ষেত্রে বাজারের নিষ্পত্তিমূলক ভূমিকা নিশ্চিত করতে হবে। বাজারে প্রবেশাধিকার সম্প্রসারণ এক্ষেত্রে জরুরি। তাই, চীন সরকার অর্থনীতি, কর ও আর্থিক ব্যবস্থার সংস্কারকাজ গভীরতর করবে। এ ছাড়া, বেসরকারি প্রতিষ্ঠানগুলোর জন্য আর্থিক সমর্থন-ব্যবস্থাও উন্নত করা হবে। এসব ব্যবস্থার উদ্দেশ্য হবে সীমাবদ্ধতা কমানো, স্থিতিশীলতার বাড়ানো, ও আরও বেশি সুস্থ ব্যবসায়ের পরিবেশ গড়ে তোলা। (ছাই/আলিম)