চাইলে গান গাইবো
2022-03-08 11:02:48

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন সঙ্গীতানুষ্ঠান ‘তোমার জন্য গান’। আর এ অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি মুক্তা।

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে কন্ঠমিল্পী ওয়াং জুন খাই’র পরিচয় দেবো। প্রথমে এমন একটি গান শোনাবো যেটি তিনি অন্য দু’জন তরুণের সঙ্গে গেয়েছেন।

গানটি আমার প্রিয়। এখন আমি আপনাদেরকে গানের কথাগুলো শোনাবো। গানটির কিছু কথা প্রায় এরকম: '...এ গান তোমাকে আনন্দ দিতে পারে। তুমি কি আমাকে ভালোবেসেছো? আমার সঙ্গে নাক, চোখ এবং কান চলাফেরা করে। চতুর ও সুদর্শন বিভিন্ন শৈলী রয়েছে। ক্রমবর্ধমান যন্ত্রণা কী? জুতা পরিষ্কার করি, নতুন পোশাক পরি। আমি সাহসী, শক্তিতে ভরপুর। আমি সাহস নিয়ে প্রতিটি জায়গায় যাচ্ছি। আস্থা এ বিশ্বে আমাকে উজ্জ্বল করে। এ মঞ্চ আমার অবস্থানের কারণে উজ্জ্বল। আমার জন্য বিশ্ব উজ্জ্বল হয়। সাহস নিয়ে আগামীকালে প্রবেশ করি। আমার সঙ্গে তুমি থাকায় আমার চলার পথ সাহসে ভরপুর।...আচ্ছা, এখন আমরা একসঙ্গে গানটি শুনবো।

(গান ১)

বন্ধুরা, আপনারা শুনছিলেন ওয়াং জুন খাই-এর গান। মূলত তিন জন কিশোর এ গানটি গেয়েছেন। তাদের একটি ব্যান্ড আছে। ব্যান্ডের নাম টিএফবয়েস। তিন জন সদস্যের নাম হল ওয়াং জুন খাই, ওয়াং ইউয়ান ও ই ইয়াং ছিয়ান সি। ওয়াং জুন খাই হলেন ব্যান্ডটির প্রধান। এখন শোনাবো তাঁদের কন্ঠে ‘নতুন সেমিস্টারের প্রথম ক্লাস’ শীর্ষক গান। গানটি ২০১৪ সালে রিলিজ হয়। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ২)

বন্ধুরা, শুনছিলেন ‘নতুন সেমিস্টারের প্রথম ক্লাস’ শীর্ষক গান। TFBOYS-এর ওয়াং জুন খাই ১৯৯৯ সালের ২১ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন, ওয়াং ইউয়ান ২০০০ সালের ৮ নভেম্বর জন্মগ্রহণ করেন। আর ই ইয়াং ছিয়ান সি ২০০০ সালের ২৮ নভেম্বরে জন্মগ্রহণ করেন। ২০১৩ সালে ব্যান্ডটি প্রতিষ্ঠিত হয়। ২০১৩ সালের ১৮ অক্টোবরে তারা প্রথম অ্যালবাম প্রকাশ করেন। এখন শোনাবো তাঁদের কন্ঠে ‘চাইলে গান গাইবো’ শীর্ষক গান। গানটি ২০১৪ সালে রিলিজ হয়। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ৩)

বন্ধুরা, আপনারা শুনছিলেন টিএফবয়েসের ‘চাইলে গান গাইবো’ শীর্ষক গান। ২০১৭ সালে ওয়াং জুন খাই বেইজিং চলচ্চিত্র একাডেমি থেকে স্নাতক হন। ২০১৫ সালে জুলাই মাসে তিনি ‘চীনের জাতীয় শিক্ষার্থী ফেডারেশনের ২৬তম প্রতিনিধি সম্মেলন’-এ অংশ নেন। ২০১৬ সালের অগাষ্ট মাসে তিনি নিজের রচিত গান প্রকাশ করেন। এখন আমি আপনাকে গানটি শোনাবো। গানটির শিরোনাম ‘গাছ পড়ি’। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ৪)

বন্ধুরা, আপনারা শুনছিলেন ওয়াং জুন খাই’র কন্ঠে ‘গাছ পড়ি’ শীর্ষক গান। ২০১৭ সালে তিনি নিজের জনকল্যাণ প্রতিষ্ঠান গড়ে তুলেন। একই বছরের ডিসেম্বরে তিনি চায়নিজ নিউজউইকের  (China Newsweek) বার্ষিক পারফর্মিং শিল্পী পুরস্কার লাভ করেন। ২০১৮ সালের অগাষ্ট মাসে তিনি প্রথম ইন্টারনেট সিরিজে অভিনয় করেন। এখন শোনাবো তাঁর কন্ঠে ’১৫ বছর বয়সী নিজের জন্য’ শীর্ষক গান।

(গান ৫)

বন্ধুরা, আপনারা শুনছিলেন ওয়াং জুন খাই’র কন্ঠে ’১৫ বছর বয়সী নিজের জন্য’ শীর্ষক গান। ২০১৯ সালে ওয়াং জুন খাই বেইজিংয়ে নিজের প্রথম একক কনসার্ট আয়োজন করেন। ২০১৯ সালে তিনি প্রথম চলচ্চিত্রে অভিনয় করেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘পেঁয়াজ’ শীর্ষক গান শোনাবো। গানটি হলো তাইওয়ানের কন্ঠশিল্পী ইয়াং জং ওয়েই’র গান। ওয়াং জুন খাই ও ওয়াং ইউয়ান পুনরায় গানটি গেয়েছেন। আমা করি, দু’জনের কন্ঠে গানটি পছন্দ করবেন।

(গান ৬)

প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আপনারা আমাদের অনুষ্ঠানে কোনো পছন্দের গান শুনতে চান,তাহলে আমাদের জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা হচ্ছে ben@cri.com.cn এবং আমার নিজস্ব ইমেইল ঠিকানা হলো caiyue@cri.com.cn। ‘গানের অনুরোধ’ সম্পর্কিত ইমেইল আমার নিজস্ব ইমেইল ঠিকানায় পাঠালে ভালো হয়।

টুটুল: আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিনে, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন।

চাই চিয়ান। (ছাই/আলিম)