মার্চ ৭: সিপিসির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, দেশের প্রেসিডেন্ট ও কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিন পিং গতকাল (রোববার) চীনা গণরাজনৈতিক পরামর্শ সম্মেলনের (সিপিপিসিসি) ত্রয়োদশ জাতীয় কমিটির পঞ্চম অধিবেশনের সামাজিক কল্যাণ ও নিরাপত্তা খাতের সদস্যদের সাথে বৈঠক করেছেন। এ সময় তিনি তাঁদের মতামত ও প্রস্তাব শুনেন।
সি চিন পিং বলেন, গ্রামীণ পুনরুজ্জীবন বাস্তবায়ন করার জন্য গুরুত্বপূর্ণ কৃষি পণ্য, বিশেষ করে গম সরবরাহকে প্রধান মিশন হিসেবে নিশ্চিত করতে হবে এবং কৃষি খাতের সামগ্রিক উত্পাদন সক্ষমতা উন্নয়নে বিশেষ গুরুত্ব দিতে হবে। পাশাপাশি, সামাজিক নিরাপত্তা খাতের উচ্চ গুণগত মানের উন্নয়ন এগিয়ে নেয়ার বিষয়ে তিনি গুরুত্বারোপ করেন।
সিপিসি কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য ওয়াং ইয়াং বৈঠকে উপস্থিত ছিলেন। ইয়াং ফেং চিসহ মোট সাতজন সদস্য তখন গ্রামীণ পুনরুজ্জীবনসহ একাধিক খাতে জোর দিয়ে বক্তব্য রাখেন। সি চিন পিং সবার মতামত শুনার পর তাঁর গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছেন।
তিনি বলেন, বিশ্ব এখন নতুন পরিবর্তনশীল সময়ে প্রবেশ করেছে। দেশের সংস্কার, উন্নয়নসহ নানা খাতের মিশনও অনেক কঠিন হয়ে ওঠেছে। তবে দেশের উন্নয়নে একাধিক কৌলশলগত সুবিধাও রয়েছে। তিনি বলেন, “আমদেরকে কঠোরতা মোকাবিলা করার পাশাপাশি আত্নবিশ্বাসকে আরো দৃঢ় করতে হবে। আমাদের উচিত সমস্যাসমূহ মোকাবিলা করে সামনে এগিয়ে যাওয়া। আমাদের বাস্তব কর্মকাণ্ডের মাধ্যমে সিপিসির বিংশতম জাতীয় কংগ্রেসের সাফল্যকে স্বাগত জানাতে হবে।”
কৃষি হচ্ছে দেশের মূল চালিকাশক্তি। সিপিসির অষ্টাদশ জাতীয় কংগ্রেসের পর সি চিন পিং সবসময় গমের নিরাপত্তায় গুরুত্ব দিয়ে আসছেন। এবারের বৈঠকে তিনি বলেন, “গমের নিরাপত্তা হচ্ছে দেশের গুরুত্বপূর্ণ বিষয়। জনগণের খাদ্য নিশ্চিত করা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। কঠোর পরিশ্রম ও প্রচেষ্টার মাধ্যমে চীন বিশ্বের ৯ শতাংশ চাষের জমি ও ৬ শতাংশ সতেজ পানি সম্পদ ব্যবহার করে বিশ্বের প্রায় ২০ শতাংশ জনসংখ্যার খাদ্য সরবরাহ করছে। আগে চীনের ৪০ কোটি জনসংখ্যার পর্যাপ্ত খাদ্য ছিল না। তবে এখন চীনের ১৪০ কোটিরও বেশি জনসংখ্যার পর্যাপ্ত খাবার রয়েছে। এত বড় সফলতা সহজে অর্জিত হয়নি। তবে তাকে আরো মজুবত ও সম্প্রাসরণ করতে হবে।”
সি চিন পিং জানান, গমের নিরাপত্তা নিশ্চিত করার সংশ্লিষ্ট ব্যবস্থা সার্বিকভাবে জোরদার করতে হবে। গমের বার্ষিক উত্পাদন ০.৬৫ ট্রিলিয়ন কেজির বেশি নিশ্চিত করতে হবে। চীনের জনগণের থালাকে চীনে উত্পাদিত গম দিয়ে পূর্ণ করতে হবে। তাই চীনে গমের চাষ নিশ্চিত করতে হবে।
সি চিন পিং বলেন, চাষের জমি নিশ্চিত করার ব্যবস্থা বাস্তবায়ন করতে হবে। বিভিন্ন পর্যায়ের সিপিসির কমিটি ও সরকারের এ সংক্রান্ত দায়িত্ব পালন জোরদার করতে হবে।
তিনি আরো বলেন, দেশের বীজ খাতের উন্নয়ন করতে হবে ।
সি চিন পিং বলেন, গম সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি মাংস, শাকসবজি, ফল, ইত্যাদির কার্যকর সরবরাহ নিশ্চিত করতে হবে।
চীনে ইতোমধ্যে বিশ্বের সবচেয়ে বড় আকারের সামাজিক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলেছে। সি চিন পিং বলেন, এর উচ্চ গুণগত মানের উন্নয়ন অব্যাহত গতিতে এগিয়ে নিতে হবে। তিনি বলেন, “সার্বিকভাবে পেনশন ব্যবস্থা আরো উন্নত করতে হবে। আরো বেশি লোককে সামাজিক নিরাপত্তা ব্যবস্থার আওতায় আনতে হবে। সামাজিক নিরাপত্তা তহবিলের রক্ষণাবেক্ষণ আরো উন্নত করতে হবে। জনগণের পেনশন ও সামাজিক নিরাপত্তার অর্থকে সুরক্ষা দিতে হবে”।
সি চিন পিং বলেন, জনগণের জীবন হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমস্যাগ্রস্ত জনগোষ্ঠীকে আরো বেশি গুরুত্ব দিতে হবে এবং যত্ন নিতে হবে। তিনি বলেন, “তাদেরকে সাহায্য করতে হবে, সামাজিক সহায়তা ব্যবস্থার সংস্কারকে উরো গভীর করতে হবে। সমস্যাগ্রস্ত জনগোষ্ঠীর সমস্যা অনুসারে প্রকৃত সহায়তার নীতি বাস্তবায়ন করতে হবে এবং সময় মত সব ধরনের ত্রাণ বরাদ্দ দিতে হবে। গ্রামাঞ্চলের সামাজিক কল্যাণ আরো উন্নয়ন করতে হবে। মহামারী বা প্রাকৃতিক দুর্যোগ-সৃষ্ট সমস্যার সম্মুখীণ জনগোষ্ঠীকে অস্থায়ী সাহায্য প্রদান জোরদার করতে হবে। প্রতিবন্ধীদের পুনর্বাসন, শিক্ষা এবং কর্মসংস্থান নিশ্চিত করতে হবে। নারী, শিশু, প্রবীণ এবং অক্ষমদের অসাধাচরণ থেকে রক্ষা করতে হবে।”
(আকাশ/এনাম/রুবি)