বৈদেশিক বাণিজ্য, বিনিয়োগের সুযোগ আরো অবারিত করছে চীন
2022-03-07 15:11:42

গত ২৯ জানুয়ারি একটি চীন-ইউরোপ মালবাহী ট্রেন ধীরে ধীরে ছেংতুয়ের ছেংসিয়াং স্টেশন থেকে রওয়ানা হয়ে জার্মানির নুরেমবার্গে যাচ্ছিল। তখন পর্যন্ত মোট ৫০ হাজার চীন-ইউরোপ মালবাহী ট্রেন চলাচল করেছে। গত কয়েক বছরে “এক অঞ্চল এক পথ”-এর “ইস্পাতের উটদল” ৭৮টি লাইনে ইউরোপের ২৩টি দেশের ১৮০টি শহরে যাতায়াত করে। সবমিলিয়ে ৫০ হাজারেরও বেশি রকম পণ্য পরিবহন হয়ে থাকে। ফলে এটি চীনের বৈদেশিক অর্থনৈতিক আদান-প্রদানের একটি গুরুত্বপূর্ণ দিকে পরিণত হয়েছে।

 

চীনের চন্দ্র পঞ্জিকার বাঘবর্ষের সূচনায় চীনের বিভিন্ন বৈদেশিক বাণিজ্য ও বৈদেশিক পূঁজি প্রতিষ্ঠানের উত্সাহব্যঞ্জক দৃষ্টিভঙ্গী নিয়ে উচ্চমানের উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে এবং চীনের অর্থনীতিকে বিশ্ব অর্থনীতির সঙ্গে আরো ঘনিষ্ঠভাবে সংযুক্ত করছে।

 

২০২১ সালে চীনের বৈদেশিক বাণিজ্যের রিপোর্ট কার্ড উজ্জ্বল ছিল। সারা বছর মালামাল আমদানি-রপ্তানির পরিমাণ ইতিহাসের নতুন রেকর্ড সৃষ্টি করে ৬.০৫ ট্রিলিয়ন মার্কিন ডলারে পৌঁছায়। মাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কাঠামো ও গুণগতমানও উন্নত হয়েছে। ২০২১ সালে উচ্চ প্রযুক্তি ও উচ্চ মূল্য সংযোজন পণ্যদ্রব্যের দ্রুত বৃদ্ধি বজায় ছিল। যন্ত্রপাতি ও বৈদ্যুতিক সামগ্রীর রপ্তানি ২০.৪ শতাংশ বেড়েছে এবং নতুন শক্তির গাড়ির রপ্তানি পরিমাণ ৩ গুণ বেড়েছে। ব্যক্তিগত প্রতিষ্ঠানের আমদানি-রপ্তানি হার অধিকতর উন্নত হয়েছে।

 

বৈদেশিক বাণিজ্যের “বন্ধু চক্র” সম্প্রসারিত হয়েছে। ২০২১ সালে আসিয়ান, ইইউ ও যুক্তরাষ্ট্রে চীনের আমদানি-রপ্তানি যথাক্রমে ১৯.৭, ১৯.১ ও ২০.২ শতাংশ বেড়েছে। “এক অঞ্চল এক পথ” বরাবর দেশগুলোতে চীনের মালামাল বাণিজ্যের পরিমাণ ছিল ১১.৬ ট্রিলিয়ন ইউয়ান, যা গত ৮ বছরে সর্বোচ্চ।

 

বৈদেশিক বাণিজ্য স্থিতিশীল হবার সঙ্গে সঙ্গে অগ্রগতিও হয়েছে। আঞ্চলিক ব্যাপক অর্থনৈতিক অংশীদারিত্ব অর্থাত্ আরসিইপি’র সদস্য দেশগুলোর অর্থনৈতিক প্রবৃদ্ধির সুপ্তশক্তি অনেক। তাই আরসিইপি’র কার্যকারিতা চীনা প্রতিষ্ঠানের রপ্তানি পরিষেবার জন্য আরো বেশি কল্যাণ ডেকে আনবে।

 

এ ছাড়া বৈদেশিক বাণিজ্য স্থিতিশীল হবার সঙ্গে সঙ্গে অগ্রগতি হয়েছে। শক্তিশালী শিল্প চেইন ও সাপ্লাই চেইনের সমর্থন বেড়েছে। হুনান প্রদেশের একটি অগ্নি নির্বাপক সরঞ্জাম প্রতিষ্ঠানের পণ্য বিশ্বের ৪০টিরও বেশি দেশ ও অঞ্চলে বিক্রি হয়। গত বছর প্রতিষ্ঠানটির রপ্তানি প্রায় ৪০ শতাংশ বেড়েছে। বিশ্বব্যাপী মহামারী সত্ত্বেও প্রদেশটির রাজধানী ছাংশা শহরে বিরাট উচ্চমানের নির্মাণ শিল্প প্রতিষ্ঠান টিকে আছে। শিল্প চেইন ও সাপ্লাই চেইনের স্থিতিশীলতা বেড়েছে এবং প্রভাব প্রতিরোধের শক্তিও অনেক বেশি হয়েছে।

 

বাণিজ্য মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যানে দেখা গেছে, চলতি বছরের জানুয়ারিতে চীন ১০ হাজার ২২৮ কোটি ইউয়ানের বৈদেশিক বিনিয়োগ ব্যবহার করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১১.৬ শতাংশ বেশি। তার মানে ২০২১ সালে প্রথমবারের মতো ট্রিলিয়ন ইউয়ান বৈদেশিক বিনিয়োগ ব্যবহারের পর চীন তার বৈদেশিক বিনিয়োগ আকর্ষণের ক্ষমতা অব্যাহত রেখেছে।

 

বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি মানে নানা কার্যক্রমের মাধ্যমে চীন কার্যকরভাবে মহামারী মোকাবিলা করছে। ফুজিফিল্ম (চীন) বিনিয়োগ কোম্পানির প্রেসিডেন্ট বলেন, চীন খুবই কার্যকর প্রতিরোধ ব্যবস্থা নেয়ার কারণে চীনে কোম্পানিটির পরিষেবা অন্যান্য দেশের চেয়ে উজ্জ্বল ফলাফল অর্জন করেছে। ভবিষ্যতে আরো নতুন পণ্য চীনে নিয়ে আসবে তার কোম্পানি।

 

বৈদেশিক বিনিয়োগ বাড়ার মানে চীনের অর্থনীতি ও চীনা বাজারে ধারাবাহিক ভরসা রাখা। গত এক বছর চীনে পরিষেবার উন্নয়ন সম্পর্কে হেনকেল বৃহত্তর চীনের প্রেসিডেন্ট সন্তোষ প্রকাশ করে বলেন, গত বছর কোম্পানিটি ৫০ কোটি ইউয়ান বরাদ্দ দিয়ে বর্তমান জাং চিয়াং অফিসকে বিশ্বে তাদের দ্বিতীয় বৃহত্তম সৃজনশীল কেন্দ্রে পরিণত করেছে। বিভিন্ন মহল ও খাতের জন্য অগ্রণী প্রযুক্তি পণ্য ও সমাধান পরিকল্পনা সরবরাহ করছে তারা। কোম্পানিটি চীনে বিনিয়োগ বাড়ানোর সঙ্গে সঙ্গে দ্রুততার সাথে উদ্ভাবন ত্বরান্বিত করছে।

 

বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধির মানে হলো চীনের উচ্চমানের উন্নয়নের কারণে তৈরি নতুন সুযোগকে আলিঙ্গন করা। গত বছর মন্ডেলেজ ইন্টারন্যাশনালের বেশ কয়েকটি নতুন পণ্য চীনা বাজারে  জনপ্রিয় হয়ে ওঠে। চীনে কোম্পানিটির কারখানা বিশ্বের “দু’টো কার্বন” লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ২০১৮ সালের চেয়ে কোম্পানিটির চীনে উত্পাদন পরিমাণ ২০ শতাংশ বাড়ানোর সঙ্গে সঙ্গে কার্বনডাই-অক্সাইড নিঃসরণ ১৩ শতাংশ কমেছে। কোম্পানির ৯৬ শতাংশ পণ্যদ্রব্যের প্যাকেজিং  পুনর্ব্যবহারযোগ্য। অনুমান করা হচ্ছে, কোম্পানির চীনে পরিষেবা ধারাবাহিক ও স্থিতিশীলভাবে বৃদ্ধি পাবে।

 

২০২২ সালে চীনের বৈদেশিক বাণিজ্য ও বৈদেশিক বিনিয়োগের স্থিতিশীল বৃদ্ধির চ্যালেঞ্জ উপেক্ষা করা যাবে না। কিন্তু বহির্বিশ্ব চীনের উন্মুক্তকরণ ও উন্নয়নে ভরসা রাখছে।

 

থাইল্যান্ডের কাসিকর্ন ব্যাংকের উর্ধ্বতন ভাইস-প্রেসিডেন্ট বলেন, চীনের বিশাল সুপ্তশক্তির অভ্যন্তরীণ বাজার, সমৃদ্ধ মানব সম্পদ, পূর্ণাঙ্গ অবকাঠামো এবং সম্পূর্ণ সংশ্লিষ্ট শিল্পের সুবিধা রয়েছে। চীনা অর্থনীতি বৈদেশিক বিনিয়োগকে আস্থা জোগাচ্ছে।

 

নতুন নীতি প্রণয়ন অব্যাহত রয়েছে। আংশিক গুরুত্বপূর্ণ কাঁচামাল ও মাঝারি পণ্য সরবরাহের অভাবে বৈদেশিক বাণিজ্যিক প্রতিষ্ঠান শিল্প চেইন সাপ্লাই চেইনের সংযুক্তি জোরদারকে সমর্থন দেয়, বৈদেশিক বাণিজ্যের রূপান্তর ও উন্নত ঘাঁটি ও দেশের আমদানি বাণিজ্য ত্বরান্বিতকরণ ও উদ্ভাবন দৃষ্টান্তমূলক অঞ্চলসহ বিভিন্ন প্ল্যাটফর্ম লালন-পালন করে, বৈদেশিক বিনিয়োগ প্রতিষ্ঠানের আন্তর্জাতিক লজিস্টিক চাপ প্রশমিত করে এবং সুষ্ঠু আন্তর্জাতিক বন্দোবস্তকে ত্বরান্বিত করছে চীন।

 

বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েন থাও বলেন, চলতি বছর আরো বেশি সবুজ নিম্ন-কার্বন, ডিজিটাল অর্থনীতিসহ নবোদিত ক্ষেত্র ও মধ্য ও পশ্চিমাঞ্চলের প্রাধান্য শিল্প “বিদেশী বিনিয়োগ উত্সাহিত শিল্প তালিকায়” অন্তর্ভুক্ত করে বিদেশী বিনিয়োগ উত্সাহিত করবে। এ ছাড়া, অবাধ বাণিজ্য পরীক্ষামূলক অঞ্চল, হাইনান অবাধ বাণিজ্য বন্দর ও জাতীয় পর্যায়ের অর্থনৈতিক ও প্রযুক্তিগত উন্নয়ন অঞ্চলসহ বিভিন্ন প্ল্যাটফর্মের ভূমিকা পালন করে, আরো বেশি বৈদেশিক বিনিয়োগ প্রকল্প আকর্ষণ করবে। চীনে বিনিয়োগের অভিষ্ট ও প্রত্যয় স্থিতিশীল করার জন্য বৈদেশিক বিনিয়োগের বৈধ অধিকার সংরক্ষণের মাত্রাও বাড়বে।

 

অভ্যন্তরীণ প্রচলন আন্তর্জাতিক প্রচলনকে নিয়ে যায়, আন্তর্জাতিক প্রচলন অভ্যন্তরীণ প্রচলনকে ত্বরান্বিত করে। চীনের উন্মুক্তকরণের প্রাণবন্ত দৃশ্য বিশ্ব অর্থনীতির জন্য উষ্ণ পরিবেশ তৈরি করছে।

 

(প্রেমা/এনাম)