সুপ্রিয় শ্রোতা, আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা। সাপ্তাহিক ‘কফি হাউসের আড্ডায়’ আপনাদের স্বাগত জানাচ্ছি। বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস ইতোমধ্যে শেষ হয়েছে। শুরু হয়েছে বেইজিং শীতকালীন প্যারালিম্পিক গেমস। আমরা চমত্কার অনেক ইভেন্ট উপভোগ করেছি এবং করবো। কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না যে, চমত্কার এ আয়োজনের সাথে জড়িত আছে হাজার হাজার স্বেচ্ছাসেবকের পরিশ্রম ও অবদান।
বাংলাদেশের তাহমিনা সুলতানা তাদের একজন। তিনি বর্তমানে বেইজিং ইনস্টিটিউট অব টেকনোলজিতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে পড়াশোনা করছেন। তিনি পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ধরনের স্বেচ্ছাসেবী কর্মে নিযুক্ত আছেন। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো এবারের অলিম্পিক গেমসে দায়িত্ব পালন। তিনি মূলত সৌগাং স্কি প্ল্যাটফর্মে প্রযুক্তিগত সাহায্য-সহযোগিতা করেছেন। চলুন, তাঁর গল্প শুনি। (স্বর্ণা/এনাম/ছাই)