রোববারের আলাপন-বেইজিং শীতকালীন প্যারালিম্পিক গেমসের উদ্বোধন
2022-03-06 06:38:38

আকাশ: সুপ্রিয় শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে। আপনাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন ‘রোববারের আলাপন’। আপনাদের সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু এনাম ও আকাশ। 

               

বন্ধুরা, বেইজিং শীতকালীন প্যারালিম্পিক গেমস ইতোমধ্যে শুরু হয়েছে। এবারের প্যারালিম্পিক গেমস চলবে ৪ থেকে ১৩ মার্চ পর্যন্ত। তাতে মোট ৭৮টি ইভেন্ট বেইজিং ও চাং চা খৌতে অনুষ্ঠিত হবে। আজ আমরা এ নিয়ে আপনাদের সাথে আলাপ করব। 


প্রথমে আমরা এ সম্পর্কিত কিছু খবর আপনাদের সাথে শেয়ার করব। 

সম্প্রতি বেইজিং শীতকালীন প্যারালিম্পিক গেমসের গ্রাম আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। এতে অবাধ যাতায়াত ও যন্ত্রপাতি সহ নানা সুবিধা অন্তর্ভুক্ত করা হয়। বেইজিং শীতকালীন অলিম্পিক গ্রামটিকে প্যারালিম্পিক গেমসের গ্রামে রূপান্তর করা হয়েছে। গ্রামটি বেইজিং, ইয়ান ছিং ও চাং চিয়া খৌতে অবস্থিত। এতে মোট ৪৮টি প্রতিনিধিদল অবস্থান করছে।


আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটির চেয়ারম্যান অ্যান্ড্রু পার্সন্স জানান, বেইজিং শীতকালীন প্যারালিম্পিক গেমস নিয়ে তাঁর অনেক প্রত্যাশা রয়েছে। তিনি বলেন, ‘প্রতিযোগিতার নিরাপদ পরিবেশ নিশ্চিত করার জন্য চীন অনেক কঠোর প্রচেষ্টা চালিয়েছে। এতে খেলোয়াড়গণ প্রতিযোগিতায় গুরুত্ব দিতে পারবে। তারা প্রতিযোগিতায় সর্বোচ্চ চেষ্টা করতে পারবে।’

সম্প্রতি বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটির চেয়ারম্যান ছাই ছি অনলাইনে আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটির চেয়ারম্যান অ্যান্ড্রু পার্সন্সের সঙ্গে এক সাক্ষাত করেছেন। 

আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটির চেয়ারম্যান ও আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটি বেইজিং শীতকালীন প্যারালিম্পিক গেমসকে দেয়া সমর্থনের জন্য বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটির পক্ষ থেকে ছাই ছি ধন্যবাদ জানিয়েছেন। 


তিনি বলেন, ‘প্রেসিডেন্ট সি চিন পিংয়ের নিদের্শনায় ও চীন সরকারের শক্তিশালি নেতৃত্বে, আমরা ‘ সবুজ, ভাগাভাগি, উন্মুক্ত, পরিষ্কার অলিম্পিক গেমসের আয়োজনের ধারণা বাস্তবায়ন করেছি। আমরা শীতকালীন অলিম্পিক গেমস ও শীতকালীন প্যারালিম্পিক গেমসের প্রস্তুতি একসঙ্গে নিয়েছি। বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস শেষ হওয়ার পর তাতে ব্যবহৃত সকল স্থান এবং সরঞ্জামের প্রয়োজনীয় রুপান্তর কাজ অবিলম্বে শুরু করা হয়। ফলে বেইজিং শীতকালীন প্যারালিম্পিক গেমসের সব প্রস্তুতি ইতোমধ্যে শেষ হয়েছে। উভয় গেমসের মহামারী প্রতিরোধ নীতিমালা ও মৌলিক ব্যবস্থা একই। তাতে খেলোয়াড়দের নিরাপত্তাকে প্রাধান্য দেয়া হয়েছে। আমরা আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটির সাথে ঘনিষ্ঠ যোগাযোগা বজায় রাখব, হাতে হাত রেখে একটি নিরাপদ ও বিস্ময়কর শীতকালীন প্যারালিম্পিক পুর্নমিলন উপহার দেব’। 


আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটির চেয়ারম্যান বলেন, ‘চীন বিশ্ববাসীকে একটি সফল শীতকালীন অলিম্পিক গেমস প্রদান করেছে। তার উপর আন্তর্জাতিক সমাজ উচ্চ মানের প্রসংশা করেছে। বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের মহামারী প্রতিরোধ ব্যবস্থা নিরাপদ ও কার্যকর হয়েছে। তা শীতকালীন প্যারালিম্পিক গেমসের ব্যাপারে আমাদের আত্নবিশ্বাস বাড়িয়েছে। আমরা দেখেছি, বেইজিং শীতকালীন প্যারালিম্পিক গেমসের সংশ্লিষ্ট রূপান্তর সুষ্ঠু ও কার্যকর হয়েছে। স্টেডিয়াম ও শীতকালীন প্যারালিম্পিক গ্রামটির অবাধ সুবিধা ও যন্ত্রপাতির নির্মাণকাজ সুসম্পন্ন হয়েছে। তা প্রতিযোগিতা আয়োজনের জন্য নিরাপদ ও সুবিধাজনক পরিবেশ প্রদান করেছে। আমরা বেইজিং শীতকালীন প্যারালিম্পিক গেমসের সাংগঠনিক কমিটির সাথে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখব এবং তাদের আমরা সর্বোচ্চ সমর্থন দেব। একযোগে শীতকালীন প্যারালিম্পিক গেমস সুষ্ঠুভাবে আয়োজন করব’।