চীনে বার্ষিক ‘দুই অধিবেশন’ শুরু; চলছে নিয়মিত কার্যক্রম
2022-03-05 17:28:27

শুক্রবার চীনের রাজধানী বেইজিংয়ে চলতি বছরের ‘দুই অধিবেশন’ শুরু হয়েছে। চীনের জাতীয় গণকংগ্রেস বা এনপিসি এবং চীনের গণরাজনৈতিক পরামর্শ সম্মেলন বা সিপিপিসিসি’র জাতীয় কমিটির বার্ষিক অধিবেশনকে বলা হয় ‘দুই অধিবেশন’। বছরে সাধারণত একবার আয়োজন করা হয় ‘দুই অধিবেশন’। শনিবার সকালে

এনপিসিসি’র পঞ্চম অধিবেশন উদ্বোধন করা হয়। চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং এতে সরকারি কার্যবিবরণী পেশ করেন। আর শুক্রবার বিকেলে সিপিপিসিসি’র ত্রয়োদশ জাতীয় কমিটির পঞ্চম অধিবেশন উদ্বোধন করা হয়।

 

শনিবার সকালে চীনের গণরাজনৈতিক পরামর্শ সম্মেলন বা এনপিসি’র পঞ্চম অধিবেশন উদ্বোধন করা হয়। চীনের কমিউনিষ্ট পার্টি-সিপিসি’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, দেশের প্রেসিডেন্ট ও কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিন পিংসহ সিপিসি ও দেশের নেতৃবৃন্দ তাতে উপস্থিত ছিলেন।

চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং সরকারি বিবরণী পেশ করেছেন। তিনি বলেন, গত বছরটি ছিল চীনের কমিউনিস্ট পার্টি এবং দেশের ইতিহাসে মাইলফলক একটি সময়। চীন সময়মত দারিদ্র্যমুক্তকরণের লক্ষ্য বাস্তবায়ন করেছে, যথাসময় সার্বিক সচ্ছল সমাজ গঠনের লক্ষ্য পূরণ করেছে। সার্বিক সমাজতান্ত্রিক আধুনিক দেশ গঠনের মহান যাত্রা শুরু করেছে। কার্যবিবরণীতে ২০২২ সালে সরকারের কাজ সম্পর্কে বলা হয়, বিদেশি পুঁজির ব্যবহার করা হবে এবং চীনের উন্মুক্ত বৃহত্ বাজার সারা বিশ্বের কোম্পানিকে উন্নয়নের জন্য আরও সুযোগ দেবে।

কার্যবিবরণীতে বলা হয়, বিদেশি বিনিয়োগে উত্সাহমূলক কাজ বাড়ানো উচিত, এবং মধ্য-উচ্চ পর্যায়ের উত্পাদন, গবেষণা ও আধুনিক সেবাসহ বিভিন্ন ক্ষেত্রে এবং মধ্য-পশ্চিম ও উত্তর-পূর্ব অঞ্চলের বিদেশি বিনিয়োগকারীদের সমর্থন দেবে। অবাধ বাণিজ্যের পরীক্ষামূলক অঞ্চল এবং হাইনান অবাধ বাণিজ্য বন্দর নির্মাণের কাজ দৃঢ়ভাবে এগিয়ে নেওয়া হবে, আঞ্চলিক সংস্কার ও উদ্ভাবন এগিয়ে নেওয়া হবে।

 

সরাকারি কার্যবিবরণীতে তিনি বলেন, গত বছর চীনের জিডিপি’র পরিমাণ ছিল ১১৪ ট্রিলিয়ন ইউয়ান; বৃদ্ধির হার ৮.১ শতাংশ। চলতি বছর জিডিপি উন্নয়নের লক্ষ্যমাত্রা ৫.৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এতে দেশজুড়ে ১.১ কোটিরও বেশি কর্মসংস্থান সৃষ্টি হবে, প্রাকৃতিক পরিবেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করা হবে। কার্যবিবরণীতে জোর দিয়ে বলা হয়, চীন বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে পারস্পরিক কল্যাণকর সহযোগিতা জোরদার করতে আগ্রহী এবং উভয়ের জয় ও বহু-জয়ের বাস্তবায়ন চায়। সেইসঙ্গে, নারী ও শিশু পাচারের অপরাধ কঠোরভাবে দমন করতে হবে এবং নারী ও শিশুদের বৈধ অধিকার ও স্বার্থ দৃঢ়ভাবে রক্ষা করতে হবে। জনগণের শান্তিপূর্ণ বসবাস এবং সমাজের স্থিতিশীলতা ও শৃঙ্খলা গড়ে তোলা উচিত্। তৃণমূল পর্যায়ে সামাজিক প্রশাসন সৃজনশীলভাবে গড়ে তোলা ও পূর্ণাঙ্গ করা উচিত এবং পরিচালনার দক্ষতা বাড়ানো উচিত্। সামাজিক কাজ উন্নত করা এবং সামাজিক সংস্থা, মানবিক ত্রাণ, স্বেচ্ছাসেবকের সেবা ও জনকল্যাণকর দাতব্যের সুস্থ বিকাশে সমর্থন করা উচিত্।

এর আগে শুক্রবার বিকেলে সিপিপিসিসি’র ত্রয়োদশ জাতীয় কমিটির পঞ্চম অধিবেশন উদ্বোধন করা হয়। বেইজিয়ের গণ-মহাভবনে অনুষ্ঠিত এই অধিবেশনে মোট ১,৯৮৭জন সদস্য অংশগ্রহণ করেছেন। গণরাজনৈতিক পরামর্শ সম্মেলনের ভাইস চেয়ারম্যান অধিবেশনের উদ্বোধন ঘোষণা করেন।

সাধারণত প্রতিবছরের বসন্তে বা মার্চ মাসে চীনে ‘দুই অধিবেশন’ বসে; চলে ১০ থেকে ১৪ দিন। এবারের ‘দুই অধিবেশন’ হচ্ছে ত্রয়োদশ এনপিসি’র পঞ্চম অধিবেশন ও সিপিপিসিসি’র ত্রয়োদশ জাতীয় কমিটির পঞ্চম অধিবেশন। চীনের আর্থ-সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ক্ষেত্রে দুই অধিবেশনের এর গুরুত্ব অপরিসীম।

এবারের দুই অধিবেশনে চীনের গণস্বাস্থ্য খাতের বিদ্যমান স্থিতিশীলতা ধরে রাখা ও আরও উন্নত করা এবং আগামী ১২ মাসের জন্য বিভিন্ন খাতের পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন অধিক গুরুত্ব পাবে। বস্তুত, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীনের ‘দুই অধিবেশন’ বাকি বিশ্বের জন্যও গুরুত্বপূর্ণ।