পরিশ্রমী জীবন গঠনে তরুণ কর্মকর্তাদের উত্সাহ দিলেন সি চিন পিং
2022-03-04 16:05:43

গত ১ মার্চ বেইজিংয়ের আকাশ ছিল স্বচ্ছ নীল। চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এ দিন সিপিসির কেন্দ্রীয় কমিটির পার্টি স্কুলে তরুণ কর্মকর্তাদের প্রশিক্ষণ ক্লাসের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন। প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে এটি তার ষষ্ঠবারের উপস্থিতি। তরুণ কর্মকর্তারা পার্টি ও দেশের উন্নয়নের আশার আলো। তাদের উচ্চাকাঙ্ক্ষা নিশ্চিত করতে হবে এবং দায়িত্ব গ্রহণের চেতনা সম্প্রসারণ করতে হবে। নিজের জীবনে পরিশ্রম কীভাবে প্রভাব ফেলে তা বর্ণনা করে চীনের প্রেসিডেন্ট তরুণদের পরিশ্রমী হতে উত্সাহিত করেছেন।

 

‘এ প্রশিক্ষণের প্রতিটি উদ্বোধনীতে আমি এখানে সবার সাথে বসে মন খুলে কথা বলতে আসি। সবাকে কিছু পরামর্শ দিই। ছয়মাস আগে ২০২১ সালের শরত্কালীন সেমিস্টারের উদ্বোধনী অনুষ্ঠানে সি চিন পিং এ কথা বলেছেন। এবারের ভাষণে সি চিন পিং তরুণ কর্মকর্তাদের বেশ কয়েকটি প্রস্তাব দিয়েছেন। তিনি বলেন, তরুণ কর্মকর্তাদের কিছু বিষয় ধারন করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে, মাক্সবাদের চেতনায় অবিচল থাকা এবং কমিউনিস্টের সুদূরপ্রসারী দর্শনের সঙ্গে চীনের ঐতিহ্যবাহী সমাজতন্ত্রের দর্শন যুক্ত করায় প্রতিজ্ঞ থাকা।

 

  তিনি জোর দিয়ে বলেন, দুর্নীতি থেকে দূরে থাকতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মন পরিষ্কার রাখা। পাশাপাশি, সঠিক রাজনৈতিক কৃতিত্বের চেতনায় অবিচল থাকা। তিনি বলেন, সিপিসি’র সদস্যদের উচিত মানুষের কল্যাণে কাজ করা। আর এটিই হলো সবচেয়ে বড় রাজনৈতিক অর্জন। সিপিসির সাংগঠনিক নীতিতে অবচিল থাকলে এবং ব্যক্তিগত স্বার্থপরতা বাদ দিলেই কেবল রাজনৈতিক অর্জন সম্ভব।

 

সিপিসির ঊনবিশ কংগ্রেসের প্রতিবেদনে সি চিন পিং জোর দিয়ে বলেছিলেন, আটটি স্কিল আয়ত্ত করতে হবে। সেগুলো হচ্ছে: শিক্ষা, রাজনৈতিক নেতৃত্ব, সংস্কার ও সৃজনশীলতা, বৈজ্ঞানিক উন্নয়ন, আইন ও প্রশাসন, জনগণের সঙ্গে জড়িত কাজ, বাস্তবায়নের ক্ষমতা, ঝুকি ও হুমকি মোকাবিলার স্কিল।

 

গত ১ মার্চের অনুষ্ঠানে সি চিন পিং বলেন, তরুণ কর্মকর্তাদের নেতৃত্বের প্রয়োজনে মূলত তাত্ত্বিক মান উন্নত করতে হবে। অনুশীলনের মাধ্যমে নিজেদের সক্ষমতা বাড়াতে হবে। তরুণ কর্মকর্তাদের জন্য দায়িত্বশীল ও সংগ্রামী চেতনা খুব গুরুত্বপূর্ণ। নিঃস্বার্থ ও নির্ভীক মানসিকতা সবচেয়ে জরুরি। নিঃস্বার্থরাই নির্ভীক মানুষ। নির্ভীক হলে দায়িত্বশীল হবে এবং সংগ্রাম চালাতে পারবে।

 


 সি চিন পিং আরও বলেন, মানুষের মন জয় করা ও না করা পার্টির বাঁচা মরার সঙ্গে সম্পৃক্ত। সবার উচিত সাধারণ মানুষের সঙ্গে মিলামেশা করা এবং তাদের কাজ নিজেদের কাজ হিসেবে বিবেচনা করা।

(রুবি/এনাম))