বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের পর্দা নামলেও তার চেতনা থেকে যাবে
2022-03-04 16:12:47

মশালের আগুন নিভেছে। তবে, আবেগ ও বিস্ময়ের পর্দা নামেনি। অলিম্পিক গেমসের চেতনা মশালের আগুনের মতো প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে যাবে। বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের চেতনা ও বৈষয়িক উত্তরাধিকার অব্যাহত থাকবে। বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস কি দিয়েছে?

গত ১৮ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অলিম্পিক কমিটির চেয়ারম্যান থমাস বাখ এক প্রেস ব্রিফিংয়ে- বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, সংহতির চেতনার আলোকে সবাই অবদান রাখতে পারে। কোভিড-১৯ মহামারির মধ্যে ক্রীড়ার মহাসম্মেলন আয়োজন করা যেতে পারে। বাখ বলেন, পৃথিবীতে সবচেয়ে নিরাপদে অনুষ্ঠিত হয়েছে বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস। আমি খুব সন্তুষ্ট। এখানে কোভিড-১৯’র টেস্টে পজেটিভ হওয়ার হার মাত্র ০.০১ শতাংশ।

 

মহামারির প্রেক্ষাপটে সফলভাবে একটি বৈশ্বিক ইভেন্ট আয়োজন করার জন্য চীন সৃজনশীলতার সঙ্গে বেইজিং, চাং চিয়া খৌ ও ইয়ান ছিং- এই তিনটি ভেন্যু যুক্ত করে ক্লোজ লুপ ব্যবস্থা গঠন করেছে। যাতায়াত, হোটেল, খাওয়া-দাওয়া, প্রতিযোগিতা এবং উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানসহ অলিম্পিক গেমসের সব সংশ্লিষ্ট জায়গা রুদ্ধদ্বার করে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

 

বেইজিং ক্যাপিটাল বিমানবন্দর শীতকালীন অলিম্পিক গেমসের জন্য বিশেষ পার্কিং অঞ্চল স্থাপন করা হয়েছে। বাইরে থেকে আসা লোকদের বিশেষ অঞ্চল, বিশেষ পথ ও লাইন নির্ধারণ করা হয়েছে, যা সাধারণের পথ থেকে আলাদা রাখা হয়। বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসে সেবাকারী বা অন্যান্য ব্যক্তিদের প্রতিদিন নিউক্লিক অ্যাসিড টেস্ট করা হয়েছে এবং তাদের শারীরিক অবস্থার ওপর নজর রাখা হয়েছে। গেমসে ব্যবহৃত হাজার হাজার গাড়ি প্রতিদিন তিনবার জীবাণুমুক্ত করা হয়েছে।

 

এবারের গেমসে উচ্চ প্রযুক্তির প্রয়োগ মহামারি প্রতিরোধে অনেক ভূমিকা পালন করেছে। বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের সময় কয়েকশ ‘স্মার্ট প্রতিরোধক’ বিভিন্ন ভেন্যুতে হাজির করা হয়। এক মিনিটের মধ্যে গেমসে অংশগ্রহণকারীদের পরিচয় নিশ্চিত করা হয়, সে সময় তাদের মাস্ক খোলার প্রয়োজন ছিল না। জীবানুমুক্ত রোবট একবার ১৬ লিটার নির্বীজন জল বহন করেছে। সেগুলো এক মিনিটে ৩৬ বর্গমিটার আয়তনের এলাকা জীবানুমুক্ত করেছে এবং টানা ৪-৫ ঘণ্টা কাজ করেছে; যা এবারের গেমসে মহামারি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

 

সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি আমরা। আজকের অনুষ্ঠান কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে, এবং আপনার কোনো মতামত থাকে, তাহলে আমাদের চিঠি বা ইমেইল লিখতে ভুলবেন না। আমাদের ইমেইল ঠিকানা ben@cri.com.cn এবং wangdanhong@cri.com.cn। আপনারা আমাদের ফেসবুকেও কমেন্ট করতে পারেন। আপনাদের মতামত আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। সবাই ভালো থাকুন এবং সুন্দর থাকুন। আগামী সপ্তাহে আবারও কথা হবে।