চীনে প্রতিবন্ধীদের বরফ ও তুষার ক্রীড়ার অব্যাহত অগ্রগতি
2022-03-04 16:09:23

আজ (শুক্রবার) শুরু হয়েছে বেইজিং শীত্কালীন প্যারালিম্পিক গেমস। এটি আগামী ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। তাতে থাকবে চেয়ার সার্লিং, প্যারালিম্পিক আইস হকি, প্যারালিম্পিক ক্রস-কান্ট্রি স্কিইং, প্যারালিম্পিক শীত্কালীন বাইয়াথলন, প্যারালিম্পিক আলপাইন স্কিইং,  এবং স্নোবার্ডিং স্কিইংসহ ৬টি ইভেন্টের ৭৮ আইটেম।

সম্প্রতি চীনের প্রতিবন্ধী অ্যাসোসিয়েশনের  ক্রীড়া বিভাগের উপপরিচালক ইয়োং চি চুন বলেন, চীনে প্যারালিম্পিক গেমস দেরিতে শুরু হয়েছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে এ ক্ষেত্রে চীনের ব্যাপক অগ্রগতি অর্জিত হয়েছে। বেইজিং শীত্কালীন অলিম্পিক গেমস ও প্যারালিম্পিক গেমসের আয়োজনের প্রচেষ্টা সফল হয়েছে, যা চীনের প্যারালিম্পিক ক্রীড়ার মান পরীক্ষার পাশাপাশি চীনের প্যারালিম্পিক গেমসের অগ্রগতি আরও বেগবানের ভালো সুযোগ।

 

২০১৫ সালের আগে প্যারালিম্পিক গেমসের ৬টি বড় আইটেমের মধ্যে চীনে কেবল ক্রস কান্ট্রি স্কিইং ও চেয়ার সালিং আইটেম চালু হয়। ২০০২ সালে চীন প্রথমবারের মতো চারজন ক্রীড়াবিদকে মার্কিন সল্ট লেক প্যারালিম্পিক গেমসে পাঠিয়েছে। ২০১৪ সালের সোচি প্যারালিম্পিক গেমসে চীন ১০ জন ক্রীড়াবিদ পাঠিয়েছে। এ গেমসে চেয়ার সালিং আইটেমে চীন চতুর্থ হয়েছে। ২০১৫ সালের জুলাই মাসে বেইজিং ও চাং চিয়া খৌতে ২০২২ বেইজিং শীত্কালীন অলিম্পিক ও প্যারালিম্পিক গেমসের আয়োজনের যোগ্যতা অর্জন করেছে। এরপর থেকে কয়েক বছরের অবিরাম প্রচেষ্টায় চীনে প্যারালিম্পিক গেমসের ব্যাপক সাফল্য অর্জিত হয়েছে।

 

২০১৬ সালে চীন বেশ কয়েকটি প্যারালিম্পিক ইভেন্টে অংশগ্রহণ করেছে এবং বেশ কয়েকটি পদকও জয় করেছে। ২০১৮ সালে পিয়োংছাং প্যারালিম্পিক গেমসে চীনের চেয়ার কার্লিং দল চ্যাম্পিয়ন হয়, যা চীনের প্যারালিম্পিকের ইতিহাসে প্রথম স্বর্ণপদক ও প্রথম পদক।

 

২০১৬ সাল থেকে চীন টানা ছ’বছর ধরে প্রতিবন্ধীদের বরফ ও তুষার ক্রীড়া ইভেন্টের আয়োজন করে আসছে। প্রথম ইভেন্টে কেবল ১৪টি প্রদেশ ও অঞ্চলের প্রতিবন্ধী ক্রীড়াবিদরা অংশগ্রহণ করেছে। বর্তমানে এ সংখ্যা বেড়ে ৩১টি প্রদেশ ও অঞ্চল ছাড়িয়েছে। চীন বৈচিত্র্যময় ও সমৃদ্ধ ক্রীড়া ইভেন্ট আয়োজন করেছে, যা প্রতিবন্ধীদের শীত্কালীন ক্রীড়ায় অংশগ্রহণের আগ্রহ বাড়িয়েছে। এটি ৩০ কোটি মানুষের বরফ ও তুষার ক্রীড়ায় অংশগ্রহণের লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।