আপন আলোয় ৫৮
2022-03-04 19:21:39

 

 

এ পর্বে অন্তরঙ্গ আলাপনে থাকছেন: কবি কামাল চৌধুরী

 

 

অন্তরঙ্গ আলাপন

‘স্বদেশের জল মাটি’র কবি কামাল চৌধুরী

কবি কামাল চৌধুরী। পুরো নাম ড. কামাল আবদুল নাসের চৌধুরী। ছিলেন ডাকসাইটে আমলা। তথ্যসচিব, শিক্ষাসচিব, জনপ্রশাসন সচিব এবং প্রধানমন্ত্রী কার্যালয়ে মুখ্যসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বর্তমানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটির সদস্যসচিব এবং জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করছেন তিনি।

কাব্যপ্রেমি ও সাহিত্যবোদ্ধা মহলে তিনি ‘স্বদেশের জল মাটি’র কবি কামাল চৌধুরী। সত্তরের দশকের অন্যতম প্রধান কবি তিনি।


চীন আন্তর্জাতিক বেতারের সঙ্গে অন্তরঙ্গ আলাপনে কবি কামাল চৌধুরী।    ছবি: তানজিদ বসুনিয়া

 

১৯৮১ সালে প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ মিছিলের সমান বয়সী- দিয়েই সবার নজর কাড়েন কামাল চৌধুরী। বাংলা, ইংরেজি, হিন্দি মিলিয়ে তাঁর গ্রন্থ সংখ্যা ২৬। যার মধ্যে ১২টি তার মৌলিক গ্রন্থ।

এ সব কাব্যগ্রন্থে কবি কামাল চৌধুরী দেশ, গ্রাম, নাগরিক জীবন, শ্রমিক শ্রেণির জীবন সংগ্রাম এবং সর্বোপরী বাংলাদেশের মুক্তিযুদ্ধের অপূর্ব, সাহসী এক কাব্যভাষ্য রচনা করেছেন।

কাব্যকৃতির জন্য বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ও একুশে পদকসহ দেশ-বিদেশে অসংখ্য পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন কবি কামাল চৌধুরী। 

চীন আন্তর্জাতিক বেতারের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে বললেন, তার আমলাজীবন ও কাব্যজগতের পরস্পরবিরোধী দুই ধারার সমন্বয়ের কথা। জানালেন সরকারি চাকরিটাও ছিল তার কাছে একটা সেবা; সাধারণ মানুষকে সেবা করা। পাশাপাশি সৃজন জগতের সঙ্গে থাকার আকাঙ্খাও লালন করেছেন সমান গুরুত্বে। বললেন- কবিতায় বাংলাদেশের হৃদয়কে আবিষ্কারের চেষ্টা করেন তিনি। তাঁর কবিতা নিয়ে ড. সাইমন জাকারিয়ার গবেষণাগ্রন্থ ‘কামাল চৌধুরী: স্বদেশের জল মাটি’কে একটি বড় কাজ বলে মনে করেন তিনি।

আগামী ১৭ মার্চ টুঙ্গিপাড়ায় ‘হৃদয়ে পিতৃভূমি’ নামে অনুষ্ঠানের মাধ্যমে মুজিব জন্মশতবর্ষের অনুষ্ঠানের সমাপ্তি টানা হবে বলেও জানালেন কামাল চৌধুরী। চীন সফর নিয়ে বঙ্গবন্ধুর স্মৃতিকথা ‘আমার দেখা নয়াচীনের ভূঁয়সী প্রশংসা করেছেন। বললেন- চীনের সঙ্গে বাংলাদেশে বন্ধুত্বপূর্ণ সহযোগিতার সম্পর্ক ভবিষ্যতে আরও জোরালো হবে।

 

প্রিয় বন্ধুরা, আপনাদের মূল্যবান পরামর্শ আমাদের সমৃদ্ধ করবে। চীন আন্তর্জাতিক বেতার-সিআরই বাংলা’র ফেসবুক পাতা facebook.com/cmgbangla আপনার মন্তব্য করতে পারেন।

 

সিএমজি বাংলা’র ফেসবুক পাতা facebook.com/cmgbangla এবং ইউটিউব লিঙ্ক youtube.com/cmgbangla তে গিয়েও আমাদের অনুষ্ঠান সম্পর্ক জানাতে পারেন আপনার মূল্যায়ন।

 

পরবর্তী অনুষ্ঠানে আমরা বাংলাদেশ-চীনের সংস্কৃতিক অঙ্গনের আরো কিছু খবর এবং গুণিজনের অন্তরঙ্গ আলাপন নিয়ে হাজির হবো আপনাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকুন।

 

সাক্ষাৎকার গ্রহণ, গ্রন্থনা ও উপস্থাপনা: মাহমুদ হাশিম।

 

অডিও সম্পাদনা: তানজিদ বসুনিয়া।