“বীমা খাতের প্রথম কাজ ইমেজ সংকট দূর করা”
2022-03-04 16:47:00

ব্যবসাপাতির ৬৩তম পর্বে যা থাকছে:

# প্রতি ইঞ্চি জমির নিখুঁত পরিমাপ ও বৈশিষ্ট্য জানাবে চীনের স্যাটেলাইট

# বাংলাদেশের বীমা খাতের পথচলার ইতিবৃত্ত

 

এ সপ্তাহের সাক্ষাৎকার:

“যতোক্ষণ পর্যন্ত না বীমার ইমেজ সংকট দূর হবে, ভালো-মেধাবী ছেলে-মেয়ে বীমাতে যোগ দিতে চাইবে না। কাজেই আমাদের প্রথম দরকার ইমেজ সংকট দূর করা, ভালো একটা শিল্প হিসেবে দাঁড় করানো। আর দ্বিতীয় হলো অর্থনৈতিক সুবিধা নিশ্চিত করা। আমাদের বীমা খাতে বেতন-ভাতার যে অবস্থা তাতে খুব মেধাবীরা এখানে আসতে চাইবে না। কাজেই কেবল কোম্পানিকে এককভাবে দোষ না দিয়ে বরং সার্বিকভাবে অর্থনীতিতে বীমা খাতের অংশগ্রহণ বাড়াতে হবে। এজন্য সরকারের পৃষ্ঠপোষকতা খুব দরকার।”

                        

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. শফিক শামীম
ব্যবস্থাপনা পরিচালক ও সিইও
সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড