চৌ সিংজে
2022-03-03 09:30:43

চৌ সিংজে বা এরিক ১৯৯৫ সালের ২২ জুন চীনের তাইওয়ান প্রদেশে জন্মগ্রহণ করেন। তিনি হচ্ছেন তাইওয়ানের সংগীত শিল্পী এবং গীতিকার। ২০১৪ সালে তিনি একটি টিভি নাটকের জন্য শেষ গান “ভালোবাসার দূরত্ব” গেয়েছেন। গানটি ইউটিউবে ১০ কোটি বার দেখা হয়েছে।

কই বছর এরিক প্রথম একক অ্যালবাম “আমার ভালবাসার পথ” প্রকাশ করেন। অ্যালবামটি দিয়ে তিনি সঙ্গীত অগ্রগামী তালিকার বার্ষিক অগ্রগামী সৃজনশীল নতুন শিল্পী পুরস্কার জিতেন। গানটিতে আসলে এরিক তাঁর কিশোরকালের একাকীত্ব ও অনুতাপের কথা প্রকাশ করেছেন। তিনি পরিবারের সদস্য, বন্ধু ও প্রেমিকার সাথে থাকার অভিজ্ঞতা দিয়ে ভালোবাসাকে উপলব্ধি করেছেন। তিনি আশা করেন, গানটি সবসময় অন্যকে ভালোবাসার গুরুত্ব মনে করিয়ে দেবে। 

 

২০০৬ সালে ১১ বয়সের এরিক লেখাপড়ার জন্য যুক্তরাষ্ট্রের  বোস্টনে যান। অতিরিক্ত সময় তিনি চেকার শিখে গ্রেডের চ্যাম্পিয়ন জিতেন। স্কুলে পড়াশোনার সময় তিনি প্রথম পিয়েনো সঙ্গীত সৃষ্টি করেন। ২০১৩ সালে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে স্নাতক হবার পর তিনি তাইওয়ানে ফিরে এসে বিখ্যাত সঙ্গীতজ্ঞ লি জোংশেংয়ের সুপারিশে সনি মিউজিক এন্টারটেইনমেন্টের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন। “তোমার কানের কাছে বলি” গানটি তাঁর একই নামের সঙ্গীত চলচ্চিত্র থেকে নেয়া। চলচ্চিত্রটি ২০১৪ সালের ডিসেম্বরে প্রকাশিত হয়। 

 

২০১৬ সালের এপ্রিলে তিনি পর পর দু’টো টিভি নাটকের জন্য কয়েকটি গান গেয়েছেন। একই বছরের অগাস্ট মাসে তিনি দ্বিতীয় একক অ্যালবাম “ভালবাসা, যা আমাদের শেখায়” প্রকাশ করেন। অ্যালবামে মোট দশটি গান অন্তর্ভুক্ত হয়। অ্যালবামে প্রচারে তিনি সিঙ্গাপুর, মালয়েশিয়া ও চীনের ম্যাকাওসহ বিভিন্ন জায়গায় ৯টি সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করেন। “তুমি কি ভালো আছো?” অ্যালবামের একটি গান। 

 

“তোমার পরে বিশৃঙ্খলা” এরিকের তৃতীয় একক অ্যালবামের নাম। অ্যালবামে তিনি প্রথমবারের মতো প্রযোজকের দায়িত্ব গ্রহণ করেন। সঙ্গীতের স্টাইল তাঁর বৈদ্যতিক সঙ্গীত সৃষ্টির পথের সূচনা করেছে। অ্যালবামে অন্তর্ভুক্ত “অটুট ভালোবাসা” গানটি একটি ইন্টারনেট নাটকের থিম সং এবং একটি টিভি নাটকের মধ্যবর্তী গান। এরিক নিজেই গানের সঙ্গীত সৃষ্টি করেন। 

 

২০১৯ সালের জানুয়ারি মাসে এরিক “অবশেষে স্বাধীনতা বুঝতে” নামক ইপি প্রকাশ করেন। ইপি’তে মোট ৫টি গান অন্তর্ভুক্ত হয়। বন্ধুরা, আজকের ‘তোমার জন্য গান’ অনুষ্ঠানের শেষে আমি আপনাদের জন্য ইপি থেকে দু’টো গান বাছাই করেছি। গানের নাম ‘কী হয়েছে?” এবং ইপি’র শিরোনাম সংগীত “অবশেষে স্বাধীনতা বুঝতে”। 


 (প্রেমা/এনাম)