প্রেসিডেন্ট সি’র সঙ্গে গ্রামীণ পুনরুত্থানের এক বছরে গ্রামাঞ্চলের পরিবর্তন
2022-03-02 16:19:57


মার্চ ২: এক বছর আগে ২৫ ফেব্রুয়ারি চীনের প্রেসিডেন্ট সি চিন পিং জাতীয় দারিদ্র্যবিমোচনের অনুষ্ঠানে ঘোষণা করেন যে, চীন দারিদ্র্যবিমোচনের লড়াইয়ে সার্বিক বিজয় অর্জন করেছে। বিদ্যমান মানদণ্ড অনুযায়ী ৯ কোটি ৮৯ লাখ ৯০ হাজার গ্রামীণ মানুষ সম্পূর্ণ দারিদ্র্যমুক্ত হয়েছে। ৮৩২টি দরিদ্র জেলা এবং ১২৮ হাজার দরিদ্র গ্রাম দারিদ্র্যমুক্ত হয়েছে। আঞ্চলিক দারিদ্র্যমোচন কাজ সম্পন্ন হয়েছে। চীন সার্বিকভাবে চরম দারিদ্র্যমোচনের কঠিন কাজ শেষ করেছে; যা মানব ইতিহাসে বিস্ময় সৃষ্টি করেছে।

সি চিন পিং বলেন, দারিদ্র্যমুক্তকরণের সাফল্য রক্ষার  পাশাপাশি গ্রামীণ পুনরুত্থানের কাজ করতে হবে। যাতে দারিদ্র্যমুক্তকরণের ভিত্তি আরও সুসংহত ও টেকসই হয়।

২০২১ সালের ২৫ ফেব্রুয়ারি বেইজিংয়ে গঠিত হয় ‘চীনের জাতীয় গ্রামীণ পুনরুত্থান ব্যুরো’।

চীনের ‘দ্বিতীয় একশ বছরের লক্ষ্য’ বাস্তবায়নের যাত্রা শুরুর পর থেকে সার্বিকভাবে গ্রামীণ পুনরুত্থান বাস্তবায়নে ‘কৃষি, কৃষক ও গ্রাম’বিষয়ক কার্যক্রম প্রাধান্য পায়।

গত এক বছরে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং গ্রামীণ পুনরুত্থানের ওপর গুরুত্ব দিয়েছেন। তিনি পাহাড়ে উঠেছেন ও নদনদী অতিক্রম করে নানা গ্রামের কৃষকদের আয়, গ্রামীণ পরিবর্তন ও কৃষির উন্নয়ন সম্পর্কে খোঁজখবর নিয়েছেন। গ্রামবাসীদের কথা সবসময় মনে রাখেন সি চিন পিং।