‘শিশুর স্বপ্ন’
2022-03-02 09:45:24

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী ওয়েই লানের সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

 

ওয়েই লান, ১৯৮২ সালের ১৩ এপ্রিল চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনা ভাষার সঙ্গীত মহলের একজন নারী কণ্ঠশিল্পী। ২০০৫ সালের ১৩ এপ্রিল, ওয়েই লান প্রথম অ্যালবাম ‘Day & Night’ প্রকাশ করে আনুষ্ঠানিকভাবে সঙ্গীত মহলে যোগ দেন।

 

২০০৫ সালের ২৫ নভেম্বর ওয়েই লান দ্বিতীয় অ্যালবাম ‘My Love’ প্রকাশ করেন। ২০০৬ সালে তাঁর তৃতীয় অ্যালবাম ‘Do U Know...’ মুক্তি পায়। ২০০৮ সালে ওয়েই লানের চতুর্থ অ্যালবাম ‘Serving You’ বাজারে আসে। ২০১৪ সালের ২৯ নভেম্বর তিনি হংকংয়ে কনসার্ট আয়োজন করেন।

 

প্রিয় বন্ধুরা, এখন শুনুন ওয়েই লানের গান ‘নিষ্ঠুর খেলা’। গানের কথাগুলো এমন: দৃঢ়তা কি ভালোবাসা বিনিময় করতে পারে। দুঃস্বপ্নেও আমি জেগে উঠতে চাই না। প্রাণ ভরে তোমার স্নেহ পেতে চাই। তার চেয়ে অনেক ভালো হলেও তোমার মন জয় করতে পারি না।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, এবারে শুনুন ওয়েই লানের গান ‘শিশুর স্বপ্ন’। গানের কথায় বলা হয়: তোমাকে পেলে অনেক আনন্দ হয়, অতুলনীয় আনন্দ। তোমার হাত ধরে হাঁটি, আনন্দের সঙ্গে এই দুনিয়া ঘুরে বেড়াই। কখনও তোমাকে সন্দেহ করি না। অন্যের কথা এক শব্দও আমি বিশ্বাস না করি।

আচ্ছা, শুনুন এই সুন্দর গান।

 

প্রিয় বন্ধুরা, এখন যে গান আপনাদের শোনাবো, তার নাম ‘It's OK To Be Sad’। গানের কথায় বলা হয়: তুমি তাকে দেখতে চাও, তাকে দেখতে চাও, তাকে দেখতে চাও। কোনো একদিন হঠাত্ ক্লান্ত হও। তারপর তুমি কাঁদো। এত গভীর স্মৃতি, যদিও ভয়াবহ, তবুও তা লুকিয়ে রেখো না। জীবনের কষ্টকে আলিঙ্গন করো, সব কঠিনতাকে গ্রহণ করো।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন শুনুন ওয়েই লানের গান ‘এত কাছে, তবুও হাজার মাইল দূরে’। গানের কথাগুলো এমন: সবচেয়ে দূর থেকে তোমাকে শুভকামনা জানাই। সবসময় স্বপ্ন দেখি, তোমাকে দেখার মুহূর্ত। তোমার জন্য বিয়ের পোশাক পরি। তোমাকে এত ভালোবাসি, আমি তোমার হাত ছেড়ে দিতে পারি। দূরের দিকে তোমাকে দেখে হাসি, তুমি আনন্দিত হলে আমি সব কিছু করতে পারি।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী ওয়েই লানের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)