রোং জু এর
2022-03-01 11:19:06

রোং জু এর বা জোই ইউং ১৯৮০ সালের ১৬ জুন চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলে জন্মগ্রহণ করেন। তিনি হংকংয়ের পপসঙ্গীত গায়িকা ও অভিনেত্রী। ১৯৯৫ সালে ১৫ বছর বয়সের জোই একটি কারাওকে প্রতিযোগিতায় অংশ নিয়ে চ্যাম্পিয়ন হন। তখন তিনি  গো ইস্ট এন্টারটেইনমেন্টের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে আনুষ্ঠানিকভাবে শোবিজে প্রবেশ করেন। ১৯৯৬ সালে তিনি প্রথম একক গান প্রকাশ করেন। গানটি পাশাপাশি চলচ্চিত্র “সেই দিনগুলো”র থিম সং। 

১৯৯৯ সালের সেপ্টেম্বর মাসে জোই প্রথম ইপি “জোই” প্রকাশ করেন। একই বছর তিনি সেই বছরের জেড সলিড গোল্ড অ্যাওয়ার্ডস প্রেজেন্টেইশনের সেরা জনপ্রিয় নতুন শিল্পী পুরস্কার জিতেন। ২০০০ সালের এপ্রিলে তিনি দ্বিতীয় ইপি “মিস করতে দেয় না” প্রকাশ করেন। ইপি’র শিরোনাম বা প্রধান গান “মিস করতে দেয় না” তাঁর প্রথম চারটি টিভি ও বেতারের চ্যাম্পিয়ন গানে পরিণত হয়। এছাড়া ইপি’তে অন্তর্ভুক্ত হয় “তুমিই আমার শক্তিশালী হবার একমাত্র কারণ” নামক গান। 

 

২০০০ সালের সেপ্টেম্বর মাসে জোই প্রথম একক অ্যালবাম “কে আমাকে ভালোবাসবে?” প্রকাশ করেন। একই বছরের নভেম্বরে তিনি প্রথমবারের মতো সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করেন। 

 

২০০১ সালের ডিসেম্বরে জোই প্রথম ম্যান্ডারিন ভাষার অ্যালবাম “সত্যি বলতে” প্রকাশ করেন। একই বছর তিনি পর পর তিনটি চলচ্চিত্রে অভিনয় করেন। ২০০২ সালের অক্টোবরে তিনি দ্বিতীয় ম্যান্ডারিন অ্যালবাম “একজনের প্রেমের গান” এবং দ্বিতীয় সিলেক্টিড অ্যালবাম “জোই-২” প্রকাশ করেন। এর মধ্যে প্রধান গান “ক্রেডিট আনার চেষ্টা” প্রথম আলটিমেইট সং চার্ট অ্যাওয়ার্ডস প্রেজেন্টেইশনের পেশাগত পরিচিতিমূলক গানে পরিণত হয়। 

 

২০০৩ সালে জোই প্রকাশিত “আমার গর্ব” গানটির ম্যান্ডারিন সংস্করণ “যে মেয়েটি ডানা নাড়ছে”  পর পর অনেক পুরস্কার জিতে। ২০০৫ সালে তিনি সিসিটিভি’র বসন্ত উত্সব গালায় গানটি পরিবেশন করেছেন। গানটি চীনের মূল-ভূভাগে অনেক জনপ্রিয় ছিল। অনেকের মুখে শুনা যেতো এই গান। 

 

যদি ভালোবাসা হয় একটি গান। সে গান কি সুন্দর? আসলে এটা গায়কের ওপর নির্ভর করে। ভালোবাসার গান দু:খের সঙ্গে জড়িত। বন্ধুরা, এ কথাগুলি জোই-এর “প্রেমের গানের প্রেমের গান” থেকে নেয়া। গানটি তাঁর মোরাভিয়া সিম্ফনি অর্কেস্ট্রা সঙ্গীতানুষ্ঠানের থিম সং এবং তাঁর “টেন মোস্ট ওয়ান্টেড” নামক অ্যালবামে অন্তর্ভুক্ত হয়। গানটি ২০০৬ সালের মে মাসে প্রকাশিত হয়। 

 

গান শুনতে শুনতে বিদায়ের সময় চলে এসেছে। তাহলে আজকে ‘তোমার জন্য গান’ অনুষ্ঠানের শেষ গান হিসেবে আমি আপনাদের জোই-এর আরেকটি গান শোনাতে চাই। গানের নাম ‘পুরনো স্মৃতির পাহাড়’। গানটি জোই ২০০৫ সালে প্রকাশিত “তোমার সম্পর্কে কিছু” নামক অ্যালবাম থেকে নেয়া। 

 

 (প্রেমা/এনাম)