বেইজিং শীতকালীন প্যারালিম্পিক গেমসে প্রতিবন্ধী খেলোয়াড়দের নিশ্চয়তা কেমন
2022-03-01 15:36:24


৪ মার্চ বেইজিং শীতকালীন প্যারালিম্পিক গেমস উদ্বোধন করা হবে। সাশ্রয়ী প্রতিযোগিতা আয়োজনের নীতিতে শীতকালীন অলিম্পিক গেমসের স্টেডিয়ামগুলোকে প্যারালিম্পিক গেমসের স্টেডিয়াম হিসেবে ব্যবহার করা হবে। তবে শীতকালীন প্যারালিম্পিক গেমস সাধারণ ক্রীড়া প্রতিযোগিতার তুলনায় ভিন্ন। স্টেডিয়াম থেকে খেলোয়াড়দের ক্যান্টিন পর্যন্ত, ভিন্ন রকম ব্যবস্থাপনা থাকে। সেবার মান ভিন্ন, সবকিছু রূপান্তর করা হবে। বিশ্বের বিভিন্ন দেশের খেলোয়াড়রা এখানে কেমন সুযোগ সুবিধা পাবেন? বিস্তারিত দেখুন আজকের ভিডিওতে।

 

২৫ ফেব্রুয়ারি শীতকালীন প্যারালিম্পিক গেমসের ভিলেজ উদ্বোধন করা হয়। এদিন ১৫০ জনেরও বেশি খেলোয়াড় ভিলেজে পৌঁছান। প্রতিবন্ধী খেলোয়াড়দের সুবিধা দিতে সিকিউরিটি চেক স্টেশন ভিলেজের মেইন গেটে স্থানান্তর করা হয়। যা আগের শীতকালীন অলিম্পিক গেমসের চেয়ে ১২ কিলোমিটার দূরত্ব কমিয়েছে। তাই প্যারালিম্পিক গেমসের খেলোয়াড়দের মাঝপথে গাড়ি থেকে নেমে সিকিউরিটি চেক করার প্রয়োজন নেই।

সিকিউরিটি চেক করার স্থান আরো কাছাকাছি নেওয়া হয়েছে। এ ছাড়া কিছু প্রতিবন্ধী খেলোয়াড় কৃত্রিম অঙ্গ পরেন অথবা হুইলচেয়ারে বসে থাকেন, এতে সিকিউরিটি চেক মেশিন হয়ত ভুল এলার্ম দিতে পারে। তাই বিশেষ করে ম্যানুয়াল সিকিউরিটি চেক করার সেবা দেওয়া হচ্ছে।

 

ইয়ান ছিং শীতকালীন প্যারালিম্পিক ভিলেজের প্রধান ছেং হুং জানান, তাদের সব কাজ খেলোয়াড়দের চাহিদার ভিত্তিতে শুরু হয়েছে। প্রতিযোগিতা ছাড়া আসলে শীতকালীন প্যারালিম্পিক গেমস এক ধরনের মানবিক কার্যক্রম। তাই সেবা নিশ্চিত করতে বিভিন্ন বিষয় থেকে মানবিক যত্নের কাজও বিবেচনা করা হয়।
 

ভালোভাবে মানবিক যত্ন দিতে চাইলে বিভিন্ন কাজ বিস্তারিতভাবে করতে হয়। ভিলেজ উদ্বোধনের আগে সংশ্লিষ্ট কর্মী ও স্বেচ্ছাসেবকরা ভালোভাবে প্রশিক্ষণ নিয়েছেন।

শীতকালীন প্যারালিম্পিক গেমসের খেলোয়াড়দের মধ্যে অনেকের অঙ্গের বা চোখের সমস্যা আছে। ইয়ান ছিং শীতকালীন প্যারালিম্পিক গেমস ভিলেজকে খেলোয়াড়দের বাসার মতো পরিবেশ দেওয়া চেষ্টা করেছে। তাদের যত্ন ও সেবার বিভিন্ন খুঁটিনাটি বিষয় বিবেচনা করা হয়েছে। যেমন টয়লেটের দরজা বন্ধের পদ্ধতিও ভালোভাবে ডিজাইন করা হয়েছে।

টয়লেট ছাড়া, বিছানা, আলমারি, আয়নাসহ বিভিন্ন দৈনন্দিন যন্ত্রের উচ্চতা কমানো হয়েছে। যেমন, শীতকালীন অলিম্পিক গেমসের বিছানাগুলো এখান ১০ সেন্টিমিটার নিচু করা হয়েছে। যদিও এটি ছোট একটি পরিবর্তন, তবে শীতকালীন প্যারালিম্পিক গেমসের খেলোয়াড়দের জন্য বিরাট সুবিধা দেবে।

 

শীতকালীন প্যারলিম্পিক গেমস ভিলেজে, সব কিছুই খেলোয়াড়দের চাহিদা বিবেচনা করে প্রস্তুত করা হয়েছে। হুইলচেয়ারে বসা খেলোয়াড়দের ক্যান্টিনে যাওয়ার জন্য ক্যান্টিনের সব চেয়ার, টেবিলের স্থান, টেবিলের উচ্চতা  পরিবর্তন করা হয়েছে। দৃষ্টি প্রতিবন্ধী খেলোয়াড়ের জন্য বিশেষ করে ব্রেইল লিপি মেনু প্রস্তুত করা আছে।

এ ছাড়া শীতকালীন প্যারালিম্পিক গেমস ভিলেজে হুইলচেয়ার এবং কৃত্রিম অঙ্গ মেরামতের স্থানও আছে। যাতে খেলোয়াড়দের বিশেষ সেবা দেওয়া যায়।

 

২৩ ফেব্রুয়ারি দুপুর ১২ টা থেকে ইয়ানছিং শীতকালীন অলিম্পিক গেমস ভিলেজ আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়। আর ২৫ ফেব্রুয়ারি সকাল ৮টায় আবার তা উদ্বোধন করা হয়। ৪৪ ঘণ্টার মধ্যে প্রতিবন্ধী খেলোয়াড়দের জন্য ৯৫টি বিষয় যুক্ত করা হয়েছে।

ইয়ান ছিং শীতকালীন প্যারলিম্পিক গেমস ভিলেজের প্রধান ছেং হুং জানান, প্রতিবন্ধী খেলোয়াড়দের জন্য, তাদের সেবা দেওয়া মানুষের সংখ্যা বেশি হলে ভালো নয়। তাদের সবচেয়ে প্রয়োজনীয় বিষয় হল, অন্যের সাহায্য ছাড়া তারা ইচ্ছামতো ভিলেজের সব যন্ত্র ও ব্যবস্থা উপভোগ করতে পারেন।

 

খেলোয়াড়দের কেন্দ্র করে তৈরি প্রতিটি খুঁটিনাটি বিষয় বিবেচনা করা হয়েছে। বেইজিং শীতকালীন প্যারালিম্পিক গেমসে মোট ৩০টি স্টেডিয়াম ব্যবহার করা হয়েছে। এতে রাষ্ট্রীয় স্টেডিয়ামসহ ৫টি স্টেডিয়াম এবং শীতকালীন প্যারালিম্পিক ভিলেজসহ ২৫টি স্থানকে শীতকালীন প্যারালিম্পিক গেমসের জন্য রূপান্তর করা হচ্ছে।

বেইজিং শীতকালীন প্যারালিম্পিক গেমসের বিভিন্ন ব্যবস্থাপনা খেলোয়াড়দের আসল চাহিদার আলোকে প্রস্তুত করা হয়েছে, সবখানে খেলোয়াড়-কেন্দ্রিক চিন্তাধারা বোঝা যায়। বিশ্বাস করি, বেইজিং নিশ্চয়ই একটি অবাধ ও অতুলনীয় শীতকালীন প্যারালিম্পিক গেমস আয়োজন করতে পারবে।