‘আমি মহাপুরুষ নই’
2022-02-28 15:48:44

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন সংগীতানুষ্ঠান ‘তোমার জন্য গান’; আপনাদের সঙ্গে আছি আমি মুক্তা।

বন্ধুরা, আজকের অনুষ্ঠানের শুরুতে আমি আপনাদেরকে চীনের হংকংয়ের একজন কণ্ঠশিল্পীর সঙ্গে পরিচয় করিয়ে দেবো। তার নাম ছেন সিয়াও ছুন। তার আগের নাম ছিলো ছেন সিয়াও চেন। তিনি ১৯৬৭ সালের ৮ জুলাই কুয়াংদং প্রদেশের হুইচৌ শহরের হুইইয়াং জেলায় জন্মগ্রহণ করেন। প্রথমে আমি আপনাদেরকে শোনাবো তাঁর কন্ঠে  ‘একে অপরের ওপর নির্ভরশীল’ শীর্ষক গান। গানটি ২০০৪ সালে রিলিজ হয়। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ১)

বন্ধুরা, আপনারা শুনছিলেন ছেন সিয়াও ছুন’র কন্ঠে ‘একে অপরের ওপর নির্ভরশীল’ শীর্ষক গান। ১৯৮০ সালে ১৩ বছর বয়সী ছেন সিয়াও ছুন স্কুল ছেড়ে বাবার সঙ্গে হংকংয়ে যান। তিনি বাবার সঙ্গে বিভিন্ন কাজ করেন। ১৯৮৩ সালে তিনি হংকংয়ের টেলিভিশন ব্রডকাস্টিং লিমিটেডের নৃত্যবিষয়ক কোর্সে ভর্তি হন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘আমি মহাপুরুষ নই’ শীর্ষক গান শোনাবো। গানটি ২০০৮ সালে রিলিজ হয়। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ২)

 বন্ধুরা, আপনারা শুনছিলেন ছেন সিয়াও ছুন’র কন্ঠে ‘আমি মহাপুরুষ নই’ শীর্ষক গান। ১৯৯৪ সালে তিনি একটি চলচ্চিত্রে অভিনয় করেন এবং একই বছর হংকং চলচ্চিত্র প্রতিযোগিতায় শ্রেষ্ঠ পার্শ্ব-অভিনেতার পুরস্কার লাভ করেন। এরপর তিনি অনেকগুলো চলচ্চিত্র ও টিভি সিরিজে অভিনয় করেন এবং অনেক পুরস্কার লাভ করেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘মৈত্রীর সময়’ শীর্ষক গান শোনাবো। গানটি ১৯৯৬ সালে রিলিজ হয়। গানটি একটি চলচ্চিত্রের থিম সং। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ৩)

বন্ধুরা, আপনারা শুনছিলেন ছেন সিয়াও ছুন’র কন্ঠে ‘মৈত্রীর সময়’ শীর্ষক গান। ১৯৯৯ সালে তিনি নিজের দু'টি গানের জন্য হংকংয়ের এক সংগীত প্রতিযোগিতার সবচেয়ে জনপ্রিয় গানের পুরস্কার লাভ করেন। ২০১৪ সালে তিনি হুইচৌ শহরের গণরাজনৈতিক পরামর্শ সম্মেলনের সদস্য হন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘যাকে আমি ভালবাসি’ শীর্ষক গান শোনাবো। গানটি ২০০১ সালে রিলিজ হয়। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ৪)

বন্ধুরা, আপনারা শুনছিলেন ছেন সিয়াও ছুন’র কন্ঠে ‘যাকে আমি ভালবাসি’ শীর্ষক গান। এখন আমি তার কণ্ঠে 'একচেটিয়া স্মৃতি' নামের গান শোনাবো। 'একচেটিয়া স্মৃতি' গানের কথা এমন: 'ভুলে গেছি, আমাদের বিচ্ছিন্ন হওয়ার পর কখন থেকে আমি একা বৃষ্টি দেখতে পছন্দ করি। কোনো যোগাযোগ নেই, আমার আনন্দিত হওয়ার শক্তিও নেই। বজ্রঝড়ে ভরা বিশ্ব একটি দুর্যোগে আক্রান্ত সিনেমার মতো। এখন আমার অনেক দুঃখ। দুঃখিত, কেউ টাইম মেশিন নয়। শেষ হয়েছে, আলোচনা সাপেক্ষে নয়। আশা করি, তুমি হবে আমার একচেটিয়া স্মৃতি, আমার হৃদয়ে লুকিয়ে থাকবে। আমি জানি, তুমি আমাকে কতো আনন্দ দিয়েছিলে। আমি তোমাকে পছন্দ করি, তুমি হলে আমার একচেটিয়া স্মৃতি। কেউ আমার কাছ থেকে তোমার স্মৃতি মুছে ফেলতে পারবে না। আমার শরীরে তোমার অনুভূতির কথা আমি কখনো বলবো না। কোনো সময় সীমা নেই...'।

আচ্ছা, বন্ধুরা, এখন আমরা একসঙ্গে গানটি শুনবো।

(গান ৫)

বন্ধুরা, আপনারা শুনছিলেন ছেন সিয়াও ছুন’র কন্ঠে 'একচেটিয়া স্মৃতি' শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘তুমি দুষ্টু’ শীর্ষক গান শোনাবো। গানটি ২০০৩ সালে রিলিজ হয়। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ৬)

প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। ‘গানের অনুরোধ’ আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারও আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (ছাই/আলিম/রুবী)