ফেব্রুয়ারি ২৮: আগামি ৪ মার্চ বেইজিং শীতকালীন প্যারালিম্পিক গেমস শুরু হবে। গেমস আয়োজনের সাশ্রয়ী চেতনাকে কাজে লাগিয়ে শীতকালীন অলিম্পিক গেমসের সব স্টেডিয়াম শীতকালীন প্যারালিম্পিক গেমসে ব্যবহৃত হবে। তবে শীতকালীন অলিম্পিক গেমসের নিজস্ব বিশেষত্ব রয়েছে; প্রতিযোগিতার স্টেডিয়াম থেকে খেলোয়াড়দের ডাইনিংরুম পর্যন্ত সবকিছুতেই অনেক পার্থক্য রয়েছে। তাই সবকিছুতেই পরিবর্তন আনতে হবে।
গত ২৫ ফেব্রুয়ারি বেইজিং শীতকালীন প্যারালিম্পিক গেমসের গ্রাম আনুষ্ঠানিকভাবে চালু হয়। এদিন ১৫০ জনেরও বেশি খেলোয়াড় ‘ইয়ান ছিং’ প্যারালিম্পিক গেমসের গ্রামে পৌঁছান। এটি বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের গ্রাম হিসেবে ব্যবহৃত হয়েছিল। প্রতিবন্ধীদের আরও সুবিধা দেওয়ার জন্য নিরাপত্তা চেকপয়েন্ট ১২ কিলোমিটার দূর থেকে সরিয়ে এনে গ্রামটির দরজার সামনে বসানো হয়েছে। একইভাবে বিমানবন্দর থেকে খেলোয়াড়দের সরাসরি গাড়ীতে তুলে আনা হয়েছে। পথিমধ্যে কোথাও পরিবহন পরিবর্তন করতে হয়নি তাদের।
এ ছাড়া, নিরাপত্তা পরীক্ষা প্রক্রিয়ায় আরও অনেক পরিবর্তন আনা হয়েছে। কৃত্রিম অঙ্গধারী বা হুইলচেয়ার ব্যবহারকারী খেলোয়াড়দের জন্য বিশেষ নিরাপত্তা চ্যানেলের ব্যবস্থা করা হয়েছে।
মানবিক দৃষ্টিকোণ থেকে শীতকালীন প্যারালিম্পিক গ্রামের সকল সেবার সুনিশ্চয়তা দেয়া হয়েছে। নিরাপত্তা পরীক্ষায় প্রস্থানের বেলায় প্রবেশযোগ্য ঢাল স্থাপন করা হয়েছে, এটি হুইলচেয়ার ব্যবহারের জন্য সুবিধাজনক। এটি অনেক নিরাপদও বটে।
সকল প্রস্তুতি প্রতিবন্ধীদের সুবিধার কথা মাথায় রেখে সম্পন্ন করা হয়েছে। টয়লেটের দরজারসহ সবই প্রতিবন্ধী-বান্ধব করে ডিজাইন করেছেন গ্রামের চীনা কর্মীরা। এগুলো ছাড়াও, শারীরিকভাবে অক্ষম খেলোয়াড়দের জন্য তাদের থাকার রুমে অত্যাধুনিক ব্যবস্থা রাখা হয়েছে।
শীতকালীন প্যারালিম্পিক গ্রামে বসবাসের ভবন ছাড়া, ডাইনিং রুমকেও সেভাবেই সাজানো হয়েছে। এটি বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের ডাইনিং রুম ছিল। হুইলচেয়ার ব্যবহারকারী খেলোয়াড়দের জন্য টেবিলের উচ্চতাসহ সবই পরিবর্তন করা
হয়েছে। দৃষ্টি প্রতিবন্ধী ক্রীড়াবিদদের জন্য বিশেষ ব্রেইল মেনুও প্রদান করা হয়েছে।
গত ২৩ ফেব্রুয়ারি দুপুর ১২টায় ‘ইয়ান ছিং’ শীতকালীন অলিম্পিক গ্রাম বন্ধ হয়ে যায়। এটি ২৫ ফেব্রুয়ারি সকাল ৮টায় আবারও শীতকালীন প্যারালিম্পিক গ্রাম হিসেবে চালু হয়। মাঝখানের ৪৪ ঘন্টায় সংশ্লিষ্ট কর্মকর্তারা ৯৫টি প্রকল্পের পরিবর্তনকাজ সম্পন্ন করেছেন।
খেলোয়াড়দের কেন্দ্র করে প্রত্যেকটি বিষয়ের ওপর গুরুত্বারোপ করা হয়েছে এবারের শীতকালীন প্যারালিম্পিক গ্রামে। ২০১৮ সালের সেপ্টেম্বরে বেইজিং শীতকালীন অলিম্পিক গেমেসর সাংগঠনিক কমিটি, চীনের প্যারালিম্পিক ফেডারেশন, বেইজিং পৌর সরকার এবং হ্য পেই প্রাদেশিক সরকার যৌথভাবে ‘বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস এবং বেইজিং শীতকালীন প্যারালিম্পিক গেমস ২০২২-এর প্রবেশযোগ্য নির্দেশনা’ প্রকাশ করে। এই নির্দেশনা আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটির অনুমোদন পেয়েছে।
বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের সমাপনী অনুষ্ঠান থেকে শীতকালীন প্যারালিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠান পর্যন্ত ১০ দিন সময় আছে। এই সময়ে সংশ্লিষ্ট পরিবর্তন ও স্থানান্তরকাজ সুশৃঙ্খলভাবে করা হয়। এর কারণ হচ্ছে বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস আয়োজনের আগে, বেইজিং শীতকালীন প্যারালিম্পিক কমিটি বহু বিভাগের সঙ্গে সকল প্রতিবন্ধী খেলোয়াড়দের সম্ভাব্য প্রবেশযোগ্য ব্যবস্থা, বসবাসের ভবন এবং ডাইনিংরুমসহ বিভিন্ন বিষয়ে অনেক পরীক্ষা-নিরীক্ষা করেছে। এমন কি, সাফল্যের সঙ্গে প্যারালিম্পিক গেমসের পরীক্ষামূলক প্রতিযোগিতাও আয়োজন করেছে। (ওয়াং হাইমান/এনাম/ছাই)