গত এক বছরে বিশ্বকে কি দিয়েছে চীনের অর্থনীতি? সিআরআই সম্পাদকীয়
2022-02-28 19:55:42

ফেব্রুয়ারি ২৮: “বিশ্বব্যাপী অনিশ্চয়তা বৃদ্ধির প্রেক্ষাপটে চীন বিশ্ব অর্থনীতি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।” ব্রিটেনের রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক-বিষয়ক পণ্ডিত টম ফুডি সম্প্রতি এক নিবন্ধে এ কথা বলেছেন। আজ (সোমবার) চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর প্রকাশিত ‘২০২১ সালের অর্থনীতি ও সামাজিক উন্নয়ন সংক্রান্ত পরিসংখ্যান বিজ্ঞপ্তি’ প্রকাশিত হয়, তাতে পণ্ডিত টম ফুডির কথা প্রমাণিত

হয়। সোমবার চীন আন্তর্জাতিক বেতারের এক সম্পাদকীয়তে এ মন্তব্য করা হয়েছে।

সম্পাদকীয়তে বলা হয়, ২০২১ সালে চীনের অর্থনীতি দেশি-বিদেশি বহুবিধ চাপে ৮.১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। মাথাপিছু জিডিপি প্রবৃদ্ধির হার ছিল ৮ শতাংশ। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক সত্ত্বা হিসেবে এই প্রবৃদ্ধি বিশ্ব অর্থনীতি পুনরুদ্ধারে শক্তিশালী চালিকাশক্তি যুগিয়েছে। বিশ্ব অর্থনীতির প্রতি আস্থা বৃদ্ধির পাশাপাশি বাস্তব ভূমিকা রেখেছে চীনের অর্থনীতি। ২০২১ সালে মুদ্রার বিনিময়ের ক্ষেত্রে চীনা অর্থনীতির গড় পরিমাণ ছিল ১৭.৭ ট্রিলিয়ন মার্কিন ডলার, যা বিশ্বের আর্থিক পরিমাণে ১৮ শতাংশ ছাড়িয়েছে এবং বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধিতে ২৫ শতাংশ অবদান রেখেছেন। আন্তর্জাতিক মহলে চীনা অর্থনীতির প্রভাব বৃদ্ধি পেয়েছে। 

সম্পাদকীয়তে আরও বলা হয়, বৈশ্বিক প্রতিষ্ঠানের জন্য চীনের বাজারে অনেক সুযোগ আছে। চীনে বিনিয়োগ সুবিধা বৃদ্ধি এবং ব্যবসার পরিবেশ সুবিন্যস্ত হওয়ার কারণে চীন অব্যাহতভাবে বিনিয়োগের আকর্ষণীয় ক্ষেত্রে পরিণত হয়েছে।

(রুবি/তৌহিদ/শিশির)