রোববারের আলাপন: শেষ হলো বেইজিং শীতকালীন অলিম্পিক
2022-02-27 19:28:02


আকাশ: সুপ্রিয় শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে। আপনাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন ‘রোববারের আলাপন’। আপনাদের সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু এনাম ও আকাশ। 


বন্ধুরা, ২৪তম শীতকালীন অলিম্পিক গেমসের সমাপনী অনুষ্ঠান গত ২০ ফেব্রুয়ারি সন্ধ্যায় বেইজিংয়ের জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। আমরা আজ এ নিয়ে কথা বলবো। 


বন্ধুরা, আপনারা জেনেছেন যে, ২৪তম শীতকালীন অলিম্পিক গেমসের সমাপনী অনুষ্ঠান গত ২০ ফেব্রুয়ারি সন্ধ্যায় বেইজিংয়ের জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং এবং আন্তর্জাতিক অলিম্পিক কমিটির চেয়ারম্যান থমাস বাখ এতে অংশগ্রহণ করেছেন। 


২০০৮ সালে প্রথম এবং ২০২২ সালে দ্বিতীয়বার অলিম্পিক গেমস আয়োজন করে বেইজিং বিশ্বের প্রথম ‘দুই অলিম্পিকের নগরী’তে পরিণত হয়েছে। এবারের অলিম্পিকে বিশ্বের ৯১টি দেশ ও অঞ্চলের প্রায় ৩,০০০  খেলোয়াড়  অংশ নিয়েছেন। খেলায় তারা নিজেদের সীমাবদ্ধতাকে চ্যালেঞ্জ করেছেন এবং নিজেকে অতিক্রম করেছেন। তারা দুটি নতুন বৈশ্বিক রেকর্ড এবং ১৭টি নতুন শীতকালীন অলিম্পিক গেমসের রেকর্ড সৃষ্টি করেছেন। 


চীন মহামারীর প্রভাব মোকাবিলা করে বিশ্ববাসীকে একটি নিরাপদ ও বিস্ময়কর শীতকালীন গেমস উপহার দিতে সফল প্রচেষ্টা চালিয়েছে। এবারের শীতকালীন অলিম্পিক গেমসের স্টেডিয়াম, স্থাপনা , সাংগঠনিক ও সেবা আন্তর্জাতিক সমাজের ব্যাপক প্রশংসা লাভ করেছে। 


এ ছাড়া চীনা প্রতিনিধি দল ৯টি স্বর্ণপদক, ৪টি রৌপপদক, ও ২টি ব্রোঞ্জপদক লাভ করেছে। স্বর্ণপদক জয়ের তালিকায় তৃতীয় স্থান অর্জন করেছে চীন। এটি শীতকালীন অলিম্পিক গেমসে চীনের সবচেয়ে ভাল অর্জন। 


শীতকালীন অলিম্পিক গেমসের সমাপনী অনুষ্ঠান বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটির চেয়ারম্যান ছাই ছি বলেন, অবিস্মরণীয় ১৬ দিনে বিশ্বের বিভিন্ন দেশের খেলোয়াড়গণ অলিম্পিক মটোর প্রতিফলন ঘটিয়েছেন। বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসে অংশগ্রহণ, সমর্থন ও অবদান রাখা সববন্ধুদের ধন্যবাদ জানান তিনি। 


তিনি বলেন, আপনারাও শীতকালীন অলিম্পিক গেমসের বিস্ময় দেখেছেন। বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস সারা বিশ্বে শীতকালীন খেলাধুলার নতুন যুগ শুরু করেছে। এই অবিস্মরণীয় শীতকালীন অলিম্পিকের সময়ে হাতে হাত রেখে মানবজাতির আরো সুন্দর ভবিষ্যত সৃষ্টির আহ্বান জানান তিনি।  

 

‌আন্তর্জাতিক অলিম্পিক কমিটির চেয়ারম্যান তাঁর ভাষণে প্রথমে চীনা ভাষায় ‘শিয়ে শিয়ে চং কুও’ তথা ‘চীনকে ধন্যবাদ’ জানান। 

তিনি জানান, এবারের শীতকালীন অলিম্পিক গেমসের অলিম্পিক গ্রাম অনন্য, স্টেডিয়াম ও স্থাপনা বিস্ময়কর, এবং সাংগঠনিক কাজ শ্রেষ্ঠ হয়েছে। 


তিনি বলেন, “বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটি, চীন সরকার ও চীনের সবসহযোগি অংশীদার ও বন্ধুদের আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। গোটা বিশ্বের সকল শ্রেষ্ঠ খেলোয়াড়দের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাই। ধন্যবাদ, চীনা বন্ধুগণ!” 


তিনি বলেন, “চীনে ইতোমধ্যে ৩০ কোটিরও বেশি লোক শীতকালীন খেলাধুলায় অংশগ্রহণ করেছেন। শীতকালীন খেলাধুলায় চীনা খেলোয়াড়রা দারুন সফলতা অর্জন করেছেন। এবারের শীতকালীন অলিম্পিক গেমস হচ্ছে একটি অতুলনীয় শীতকালীন অলিম্পিক গেমস। শীতকালীন খেলাধুলার বড় দেশে পরিণত হয়েছে চীন। তাকে আমরা স্বাগত জানাই। চীনকে অভিনন্দন জানাই!”


থমাস বাখ অবশেষে ২৪তম শীতকালীন অলিম্পিক গেমসের সমাপ্তি ঘোষণা করেন এবং বিশ্বের যুব সমাজকে চারবছর পর আবারও ইতালিতে ২৫তম শীতকালীন অলিম্পিক গেমসে অংশগ্রহণের আহ্বান জানান।