রাশিয়া ও ইউক্রেন আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে সমর্থন করে চীন: সিএমজি সম্পাদকীয়
2022-02-26 15:04:42

ফেব্রুয়রি ২৫: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং আজ (শুক্রবার)রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপে বলেছেন, চীন ইউক্রেন ইস্যুতে নিজের যোগ্যতার ভিত্তিতে তার অবস্থান নির্ধারণ করে। ঠান্ডা যুদ্ধের মানসিকতা পরিত্যাগ করতে, সমস্ত দেশের বৈধ নিরাপত্তা উদ্বেগের প্রতি মনোযোগ দিতে ও সম্মান করতে এবং একটি ভারসাম্যপূর্ণ, কার্যকর ও টেকসই ইউরোপীয় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করতে হবে।

এবারের ফোনালাপ খুবই গুরুত্বপূর্ণ। এটি ইউক্রেনের সমস্যার রাজনৈতিক সমাধানের জন্য চীনের সর্বশেষ প্রচেষ্টা। ইউক্রেনীয় ইস্যুতে চীন শান্তি সুরক্ষা এবং আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের প্রস্তাব করে।

এবারের দু’নেতার ফোনালাপে আরেকটি তথ্য প্রকাশ করে যে, যদিও রাশিয়া ইউক্রেনের মধ্য সংঘর্ষ ঘটে,তবুও আলোচনার সম্ভাবনা হবে।রাজনৈতিক পদ্ধতিতে সমস্যা সমাধান করতে হবে। সংলাপ ইউক্রেনীয় সংকট সমাধানের জন্য যুক্তিসঙ্গত পদ্ধতি।

ন্যাটোতে যোগ দিতে ইউক্রেনের আবেদন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ন্যাটো বার বার প্রত্যাখ্যান করেছে। রাশিয়াকে নিরস্ত করার জন্য ইউক্রেনকে "প্যাউন" হিসাবে ব্যবহার করছে ন্যাটো। ইউক্রেনকে ত্যাগ করেছে যুক্তরাষ্ট্র।এদিকে এটি মার্কিন সরকারকে রাশিয়ার বিরুদ্ধ আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপের একটি পরিষ্কার অজুহাত দেয়।

চীন রবারবই বিভিন্ন দেশের সার্বভৌমত্ব এবং ভূখন্ডের অখণ্ডতার প্রতি শ্রদ্ধা করতে এবং জাতিসংঘের সংশোধনের উদ্দেশ্য ও নীতিতে মেনে চলতে থাকে।চীন নিজস্ব উপায়ে শান্তি ও আলোচনাকে রাজি করাতে থাকবে এবং ইউক্রেন সমস্যার রাজনৈতিক সমাধান ত্বরান্বিত করবে।