একুশে বইমেলা-২০২২ উপলক্ষ্যে আলোচনা
2022-02-25 19:31:56

আপনারা জানেন, চীনাদের কাছে ফেব্রুয়ারি মানেই বসন্ত উত্সব। আর বাঙ্গালীর কাছে এ মাস হলো ভাষা দিবস এবং অমর একুশে বইমেলার জন্য বিখ্যাত। চলতি বছরের বইমেলার বিশেষত্বসহ এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হবে আজকের খোলামেলা অনুষ্ঠানে। এ আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা ।

অমর একুশে গ্রন্থমেলাকে কেন্দ্র করে বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠান নতুন নতুন বই প্রকাশ করে থাকে। এবারের মেলাকে কেন্দ্র করে সে রকমই বিভিন্ন প্রত্যাশা নিয়ে আমরা কথা বলবো অ্যাডর্ন পাবলিকেশনের প্রকাশক সৈয়দ জাকির হোসাইনের সঙ্গে। (স্বর্ণা/এনাম/ছাই)