বসন্তকাল হল চাষাবাদের ঋতু। এই সময়ে ফসল সংগ্রহের আনন্দ ছড়িয়ে পড়ে সারা চীনে।
ক্যাপশন-১: বুধবার চিয়াং সু প্রদেশের সিং হুয়া শহরের কৃষকরা সুগন্ধি পিয়াজ সংগ্রহ করেন।
ক্যাপশন-২: কুই চৌ প্রদেশের সান লিয়ান গ্রামের কৃষকরা মুলা তুলছেন।
ক্যাপশন-৩: ছুং ছিং শহরের থু চিয়া চাই গ্রামের লোকজন সবজি তুলছেন।
ক্যাপশন-৪: হাই নান প্রদেশের থান মেন থানার কৃষকরা গাড়িতে চাল কুমড়া উঠাচ্ছেন।
ক্যাপশন-৫: সি ছুয়ান প্রদেশের ছাই চিয়া বা গ্রামের কৃষরা বাজারে সবজি পাঠাতে ব্যস্ত।