‘পিনহাই প্রেমের গান’
2022-02-25 19:21:07

সঙ্গীত কোনো দেশের সীমানা মানে না। আপনি কি এখন গাড়ি চালাচ্ছেন, নাকি বাসার কোনো কাজ করছেন? আপনি এখন একা, নাকি সাথে সঙ্গী আছে? আপনার মন আজকে বেইজিংয়ের বসন্তকালের নীল আকাশের মতো স্বচ্ছ, নাকি ঢাকার কালবৈশাখী সময়ের মতো মেঘলা? যে যেখানে যেভাবেই থাকুন না কেন, আসুন সঙ্গীত উপভোগ করি। সঙ্গীতের জগতে ডুব দেওয়ার আনন্দই আলাদা। কী বলেন?

বন্ধুরা, এখন যে-গানটি আপনারা শুনছেন, সেটা হল গায়ক লিউ মেং চ্য’য়ের গাওয়া ‘রঙিন লাল লিলি ফুল’ গান। লিউ মেং চ্য চীনের একজন তরণ গায়ক এবং টেলিভিশনের উপস্থাপক। তিনি চীনের কেন্দ্রীয় টেলিভিশন-সিসিটিভি’র ‘গ্রামীণ বিশ্ব’, হেইলুংচিয়াং স্যাটোলাইট টিভির ‘জাতীয় সার্ভে’, বেইজিং টিভির ‘হ্যাপি লাইফ’, সারা চীন ক্যাম্পাস বসন্ত উত্সব গালা এবং অন্যান্য টিভি অনুষ্ঠান উপস্থাপন করেন। তিনি নিজের সঙ্গীত অ্যালবাম ‘স্কুল ডে’ এবং ‘সুন্দর বসন্ত’ প্রকাশ করেছেন।

লিউ মেং চ্য চীনের পাবলিক কল্যাণ অনুষ্ঠান দলের কাছে ‘চীনের পাবলিক ওয়েলফেয়ার অ্যাওয়ার্ড’ পুরষ্কার পান। তা ছাড়া, তিনি চীনের কমিউনিস্ট পার্টির যুব শাখার কেন্দ্রীয় কমিটির ‘অটিস্টিক শিশুদের যত্নের জাতীয় দূত’ হিসেবে কাজ করেন। তিনি চীনের গণমৈত্রী সমিতির ‘ভালবাসা দূত’ এবং জাতীয় স্বাস্থ্য কমিশনের বিজ্ঞান জনপ্রিয়করণ চলচ্চিত্রের উপস্থাপক।

প্রথমে যে গানটি শুনেছেন তা হলো তার গাওয়া ‘রঙিন লিলি ফুল ফুটে’। গানে বলা হয়েছে: লাল ফৌজ অনেক দূর থেকে আমাদের শানপেইয়ে চলে আসে। তাদের দল শক্তিশালী। তাদের লাল পতাকা বাতাসে উড়ে। আমরা দরজা খুলে তাদের স্বাগত জানাই। সুখাবার খাওয়াই। তাদের সাথে অনেক মনের কথা বলি। চেয়ারম্যান মাও আসলে আকাশেও রোদ উঠে। চেয়ারম্যান মাও দেশ জয় করতে আমাদের নেতৃত্ব দেন।

এখন শুনুন তার আরেকটি দেশ প্রেমের গান ‘ইং শান হোং’। গানে বলা হয়: মধ্যরাতে ভোরের দিকে তাকাই। ঠান্ডা শীতে বসন্তের বাতাসের অপেক্ষায় থাকি। লাল ফৌজের আসার অপেক্ষায়। তারা আসলে যেন পুরো পাহাড়ে লাল ফুল ফুটে।

শুধু দেশ প্রেমের গানগুলো নয়, লিউ মেং চ্য অনেক প্রেমের গানও গেয়েছিলেন। যেমন: ‘প্রাচীন শহরে থাকা তোমার জন্য’। গানে বলা হয়: প্রাচীন শহরের আকাশ কি আগের মত নীল? আমার পাঠানো চিঠি কি তুমি পেয়েছো? সময় উড়ে যায়, মনে পড়ে কি আমায়? বিদায় না বলে পৃথিবীতে ঘুরে বেড়াই।

শুনুন তার আরেকটি প্রেমের গান ‘আমি বসন্তে তোমার জন্য অপেক্ষা করছি’। গানে বলা হয়: নিঃশব্দে সময় বয়ে যায়। যে জায়গাগুলো অতীত হয়ে গেছে, সেগুলো সুন্দর এবং বিষাদময়। ঠিক তারার রাতের মতো, মৃদুমন্দ বাতাস স্বপ্নকে মৃদু নাড়া দেয়।

প্রেমের গান ছাড়া লিউ মেং চ্যয়ের নিজের মাতৃভূমির জন্য অনেক গান গেয়েছিলেন। যেমন: ‘ইয়ান ছেং’ গানটি। ইয়ান ছেং চিয়াংসু প্রদেশের একটি ছোট জেলা। এখানে তাঁর জন্মভূমি। গানে বলা হয়: জ্বলন্ত রোদের নিচে সমুদ্রের পানি সিদ্ধ করে লবণ হয়ে যায়। চোখের পলকে জীবনে বড় পরিবর্তন ঘটে। তোমার চিত্র হাজার হাজার বছর ধরে পার হয়ে যায়। বাতাসে ও বৃষ্টিতে এবং বিশাল ঢেউয়ের মধ্যে তুমি আকাশের দিকে তাকিয়ে আছো। বীরত্বপূর্ণ সাহস তোমার, সুন্দর দৃশ্য তোমার। সব মিলে হলো তুমি, আমার সুন্দর ইয়ান ছেং, আমার জন্মভূমি।

শুনুন জন্মভূমির জন্য তার আরেকটি গান ‘পিন হাই লিয়ান ক্য’ তথা সমুদ্রের জন্য প্রেমের গান। গানে বলা হয়, ঝর্ণার জলের নদী ফিরে আসে না। হাজার বছর ধরে ঢেউ বয়ে যায়। বাতাস ও বৃষ্টি হৃদয়কে সিক্ত করে। কিন্তু তোমার মুখ কখনো ভুলে যাইনি।

এবার তার আরেকটি দেশ-প্রেমের গান শুনুন ‘ছাং চি শান ক্য কেই তাং থিং’, অর্থাত্ আমার প্রিয় পার্টির জন্য একটি লোকসঙ্গীত গাই। গানে বলা হয়: পার্টির জন্য একটি লোক গান গাই। পার্টি আমার মায়ের মত। আমার মা আমাকে জন্ম দিয়েছে। পার্টির তেজ আমার হৃদয়কে উষ্ণ করে।

প্রিয় শ্রোতা, গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম। তবে বিদায় নেওয়ার আগে লিউ মেং চ্যয়ের আরেকটি গান শোনাবো। ‘পু ওয়াং ছু শিন’ গানটিতে দেশের প্রতি গভীর ভালবাসা প্রকাশ পেয়েছে। গানের কথাগুলো এমন: হাজার পাহাড় ও নদী পার হয়েও আসার পথ ভুলবো না। রক্ত জলে ফুল ফুটে আমার দেশ। সেই একটি প্রতিশ্রুতির জন্যই বেঁচে থাকি বা মরে যাই। তোমার ভালবাসা শোধ করাই আমার একমাত্র আশা।

(স্বর্ণা/এনাম)