ডঃ মোঃ ইশরাত ই এলাহীর সঙ্গে বাতচিত
2022-02-25 15:55:43


 

 আজকের ‘ঊর্মির বৈঠকখানা’-য় আমার সাথে যোগ দিচ্ছেন ডঃ মোঃ ইশরাত ই এলাহী । তিনি বাংলাদেশের রাজধানী ঢাকায় জন্মগ্রহণ করেন। ২০০৭ সালে ঢাকার মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) থেকে তিনি তড়িৎ প্রকৌশলে স্নাতক ডিগ্ৰী লাভ করেন। এরপর তিনি জার্মানির ব্রেমেন বিশ্ববিদ্যালয় থেকে ২০১৩ সালে অটোমেশন ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরবর্তীতে  তিনি গবেষণায় আগ্রহী হয়ে ২০১৮ সালে অস্ট্রেলিয়ার ম্যাককুয়ারি ইউনিভার্সিটি থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। তিনি বর্তমানে চীনের চাইনিজ একাডেমি অব সায়েন্সেসের শেনচেন ইনস্টিটিউট অব অ্যাডভান্সড টেকনোলজিতে সহকারী অধ্যাপক হিসেবে কাজ করছেন।

 

 তার বর্তমান গবেষণা প্রকল্পটি মস্তিষ্কের পৃষ্ঠ থেকে নিউরাল সংকেত রেকর্ড করার জন্য একটি ইমপ্লান্টযোগ্য ইলেক্ট্রোড দ্বারা ক্রনিক নিউরাল রেকর্ডিংয়ের সাথে জড়িত। এই গবেষণা দীর্ঘস্থায়ী নিউরোডিজেনারেটিভ রোগের কারণগুলো বুঝতে সাহায্য করবে এবং সেই রোগগুলোর জন্য একটি ক্লিনিক্যাল সমাধান খুঁজে বের করতে সাহায্য করবে। তিনি বিভিন্ন আন্তর্জাতিক জার্নাল, সম্মেলন এবং বইয়ে প্রায় ৬০টি  গবেষণামূলক প্রবন্ধ প্রকাশ করেছেন।

 

 তিনি চীনের শীর্ষ গবেষণা তহবিল প্রদানকারীদের কাছ থেকে গবেষণা তহবিল পেয়েছেন এবং প্রিন্সিপাল ইনভেস্টিগেটর হিসেবে সেই গবেষণা প্রকল্পগুলো পরিচালনা করছেন। শীৰ্ষ গবেষণা তহবিল প্রদানকারী প্রতিষ্ঠান গুলোর মধ্যে চীনের ন্যাশনাল ন্যাচারাল সায়েন্স ফাউন্ডেশন, চাইনিজ একাডেমি অব সায়েন্সেস, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, এবং শেনজেন পৌর বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবন কমিশন অন্যতম।   

 

পরিবেশগত পর্যবেক্ষণ, বায়োমেডিকেল অ্যাপ্লিকেশন, এবং নির্ভুল কৃষির মতো অনেক অ্যাপ্লিকেশনের জন্য সেন্সর ডিজাইন এবং ফ্যাব্রিকেশন, স্মার্ট সেন্সিং ডিভাইস, ব্রেন-কম্পিউটার ইন্টারফেস ডিভাইস, বায়োসেন্সর এবং ইন্টারনেট অব থিংস বিষয়ে তাঁর গবেষণার আগ্রহ রয়েছে।

 

চীন, অস্ট্রেলিয়া, জার্মানি এবং নরওয়ে থেকে অনেক গবেষণা সহযোগী বিভিন্ন গবেষণা প্রকল্পে তাঁর সাথে সক্রিয়ভাবে কাজ করছে। তো চলুন, কথা বলি তাঁর সঙ্গে।