চীনা গণরাজনৈতিক পরামর্শ সম্মেলনের কৃষি পণ্যের গুণগতমানের ওপর গুরুত্বারোপ
2022-02-25 15:16:32

ফেব্রুয়ারি ২৫: চীনের গণরাজনৈতিক পরামর্শ সম্মেলনের জাতীয় কমিটি গতকাল (বৃহস্পতিবার) বেইজিংয়ে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেছে। তাতে ২০২১ সালের কমিটির কার্যক্রমের সার্বিক চিত্র তুলে ধরা হয়। জাতীয় কমিটির পরিচালক লি চি ইয়োং বলেন, কমিটি টানা তিনবছর ধরে ‘কৃষি পণ্যের গুণগতমানের নিরাপত্তা অনুসন্ধানযোগ্যতা ব্যবস্থা নির্মাণকে গুরুত্বপূর্ণ পরামর্শ হিসেবে নির্ধারণ করে আসছে। নীতির গ্যারান্টি গুণগতমানের অনুসন্ধানযোগ্যতা এবং পণ্য পরীক্ষা ইত্যাদির সমস্ত দিক অনুসরণ ও তত্ত্বাবধান করা এবং বাস্তবায়নকে এগিয়ে নিয়ে যায়।

 

কৃষি পণ্যের গুণগতমান এবং নিরাপত্তা হাজার হাজার পরিবারের স্বাস্থ্যের সাথে জড়িত। ‘জিভের ডগায় নিরাপত্তা’ নিশ্চিত করার জন্য চীনের গণরাজনৈতিক পরামর্শ সম্মেলনের সদস্যরা সাম্প্রতিক বছরগুলোতে সক্রিয়ভাবে পরামর্শ দিয়ে আসছেন। ২০২১ সালের গুরুত্বপূর্ণ পরামর্শে ‘কৃষি পণ্যের গুণগতমানের নিরাপত্তা অনুসন্ধানযোগ্যতা ব্যবস্থা নির্মাণ’ টানা তিনবছর ধরে গুরুত্বপূর্ণ পরামর্শ হিসেবে নির্ধারণ করে বাস্তবায়ন করা হচ্ছে।

 

গণরাজনৈতিক পরামর্শ সম্মেলনের সদস্য ও জাতীয় খাদ্য ও পুষ্টি উপদেষ্টা কমিটির পরিচালক ছেন মোং শান বলেন,

রেকর্ড –

‘আমাদের কয়েকজন সদস্যের অভিন্ন লক্ষ্য হলো চীনের ত্রয়োদশ গণরাজনৈতিক পরামর্শ সম্মেলনের পাঁচবছর মেয়াদের মধ্যে ‘কৃষি পণ্যের গুণগতমানের নিরাপত্তা অনুসন্ধান ব্যবস্থা নির্মাণের’ ওপর গুরুত্বারোপ করে ধাপে ধাপে পরামর্শ দেওয়া। প্রতিবছর একটি ফোকাস নির্ধারণ করে ধাপে ধাপে নানা কাজের বাস্তবায়ন এগিয়ে নেয়া হচ্ছে। যেমন: ২০১৮, ২০১৯, ২০২০ ও ২০২১ সালের প্রধান বিষয়গুলো ছিলো যথাক্রমে নীতিগত ও আইনি ব্যবস্থার নিশ্চয়তা,  বরাদ্দের নিশ্চয়তা, বাজার এবং পরিবহন লিঙ্কের অনুসন্ধানযোগ্য তথ্যের ভাঙা চেইন সমস্যার সমাধান করা, এবং কুয়াংতোং-হংকং-ম্যাকাও বৃহত্তম উপসাগরীয় এলাকাসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অঞ্চলে পরীক্ষামূলকভাবে অনুসন্ধান চালু করা। চলতি বছর আমরা অনুসন্ধানের কাজ এবং ভোজ্য কৃষি পণ্যের জন্য সার্টিফিকেশন সিস্টেমের মধ্যে সংযোগ, তৃণমূল কৃষি পণ্য পরীক্ষা প্রতিষ্ঠানের শক্তি জোরালো এবং মূল শিল্পগুলোতে প্রথম পরীক্ষা-নিরীক্ষা চালু করার পরিকল্পনা করছি।’

 

জানা গেছে, গত বছরের জুলাই মাসে কৃষি ও গ্রাম-বিষয়ক মন্ত্রণালয় কৃষি পণ্যের গুণগতমানের নিরাপত্তার তথ্যভিত্তিক অনুসন্ধান ব্যবস্থাপনার জন্য নতুন ব্যবস্থা ঘোষণা করেছে। তা ছাড়া, বাজার তত্ত্বাবধান এবং অন্যান্য বিভাগের সাথে একত্রিত করে কৃষি পণ্যের সন্ধানযোগ্যতার জন্য প্রাথমিক তথ্য সূচক এবং অনুসন্ধান লেবেল ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা একীভূত করেছে। ফলে উৎপত্তিস্থলে কৃষি পণ্যের অনুসন্ধানযোগ্যতা ম্যানেজমেন্টকে আরও উন্নত করা হয়েছে।

 

কৃষি পণ্যের গুণগতমানের নিরাপত্তা সন্ধানযোগ্যতা কৃষি পণ্যের গুণগতমানের নিরাপত্তা আইনের সংশোধিত খসড়াতে অন্তর্ভুক্ত করা হয়েছে। গত বছরের অক্টোবরে আলোচনার জন্য জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটিতে তা জমা দেওয়া হয়েছিল। এর মধ্য দিয়ে এটি চীনের আইন প্রণয়নের প্রক্রিয়ায় প্রবেশ করেছে।

 

বর্তমানে কৃষি পণ্যের অনুসন্ধানযোগ্যতা-বিষয়ক জাতীয় প্ল্যাটফর্ম সারা দেশে ৩১টি প্রদেশের কৃষি পণ্য অনুসন্ধানযোগ্যতা প্ল্যাটফর্মের সাথে সংযোগ সম্পন্ন করেছে। ফলে কৃষি পণ্য অনুসন্ধানযোগ্যতার জন্য একটি ‘পূর্ণাঙ্গ নেটওয়ার্ক’ তৈরি হয়েছে। এ প্লাটফর্মে শাকসবজি, ফল, চা, ডিম, শুকরের মাংস, জলজ পণ্য এবং অন্যান্য জনপ্রিয় কৃষি পণ্যের সংখ্যা তিন লাখ ছাড়িয়ে গেছে।

 

সাম্প্রতিক বছরগুলোতে ইন্টারনেট-প্লাস এবং শেয়ার অর্থনীতির মতো নতুন ব্যবসায়িক ফার্মগুলোর বিকাশের সাথে সাথে প্রচুর সংখ্যক নতুন পেশা তৈরি হয়েছে। এসব কর্মসংস্থানের প্রধান চরিত্র হল যুবকরা। এ প্রসঙ্গে চীনের গণরাজনৈতিক পরামর্শ সম্মেলনের সদস্য ওয়াং ফেং ‘নতুন পেশাদার সঙ্গে জড়িত যুবকদের বিকাশকে প্রচার করার এক পরামর্শ উত্থাপন করেছেন। যেটিও চীনের মূল প্রস্তাবগুলির মধ্যে একটি।

লিলি/এনাম/শুয়ে