সকলের প্রচেষ্টায় বেইজিং শীত্কালীন অলিম্পিক গেমসের সফলতা
2022-02-25 10:00:07

গত ২০ ফেব্রুয়ারি ২০২২ বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস শেষ হয়েছে। অলিম্পিক গেমস সুষ্ঠু আয়োজনের জন্য অনেক সময়, অর্থ ও  মানুষের প্রয়োজন হয়। বেইজিং শীতকালীন অলিম্পিকও এর ব্যতিক্রম নয়। তবে মহামারীর কারণে এবারের বেইজিং শীতকালীন অলিম্পিকের  টিকেট বিক্রি করা যায় নি। ফলে আয়ের ব্যাপক ক্ষতি হয়েছে। কিন্তু ‘নিউইয়র্ক টাইমস’-এ সম্প্রতি প্রকাশিত এক প্রবন্ধে বলা হয়, চীন জাতীয় গর্ববোধ এবং অবকাঠামো নির্মাণের আগ্রহ থেকে অলিম্পিক আয়োজন করেছে। প্রবন্ধে বলা হয়, ২০২২ শীতকালীন অলিম্পিকের মাধ্যমে চীনা জনগণ স্কি, কার্লিং, আইস হকি ইত্যাদি শীতকালীন গেমসের প্রতি আগ্রহী হয়েছে। এসব ক্ষেত্রে জনগণের ব্যয়ের ইচ্ছাও বেড়েছে। তা ছাড়া, অলিম্পিকের মাধ্যমে চীনের অনেক অঞ্চলকে শীতকালীন গেমসের গন্তব্যে পরিণত করা হয়েছে। ফলে আগামিতে বিশ্বের ক্রীড়াপ্রেমীরা চীনে আসতে আগ্রহী হবে।

প্রবন্ধে আরো বলা হয়, এবারের শীতকালীন অলিম্পিকে অনেক ক্ষেত্রে খরচও কমেছে। যেমন, মশাল রিলের সময় কমানো হয়েছে, ২০০৮ সালের পুরনো স্টেডিয়ামগুলো পুনঃব্যবহার করা ইত্যাদি। 

বেইজিং শীত্কালীন অলিম্পিক গেমসের সফল আয়োজনে অনেক সংস্থা ও ব্যক্তিগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এই শীত্কালীন অলিম্পিক গেমসের স্বেচ্ছাসেবকদের আন্তরিক পরিষেবা দেশি-বিদেশি নেটিজেনদের ব্যাপক প্রশংসা পেয়েছে। জানা গেছে, বেইজিং, ইয়ান ছিং, ও চাং চিয়া খৌয়ের তিনটি শীত্কালীন অলিম্পিক ভ্যানুতে মোট ১৯হাজার জনেরও বেশি স্বেচ্ছাসেবক কাজ করেছেন। তাদের মধ্যে ৩৫ বছর বয়সের নিচে যুবকদের পরিমাণ ৯৪ শতাংশ। তা ছাড়া, আরো প্রায় ২ লাখের বেশি স্বেচ্ছাসেবক শহরের যাতায়াতসহ বিভিন্ন সহায়তা কাজে অংশ নিয়েছে।  গত বছরের নভেম্বর মাস থেকে তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।  স্বেচ্ছাসেবক হতে আবেদন করেছেন প্রায় ১০ লাখ জন। এবারের বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের খবর প্রচারে সিএমজি’র খবর প্রচার দল শীতকালীন অলিম্পিক গেমসের ইতিহাসে প্রথমবারের মতো পুরো প্রতিযোগিতা প্রক্রিয়ায় ৪কে- গুণগতমানের প্রচার বাস্তবায়ন করেছে। এ ছাড়া গেমসের উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠানে, ফ্রিস্টাইল স্কিং এবং স্পিড স্কেটিংসহ  বিভিন্ন ইভেন্টে সিএমজি বিশ্বের শীর্ষমানের ৮কে গুণগতমানের সিগনাল সরবরাহ করেছে। এ বিষয়ে আন্তর্জাতিক অলিম্পিক কমিশনের চেয়ারম্যান থমাস বাখ বলেন, চায়না মিডিয়া গ্রুপ শীতকালীন অলিম্পিক গেমসের জন্য অভূতপূর্ব মানের খবর প্রচার করেছে। যা শীতকালীন অলিম্পিক গেমসে বিরাট অবদান রেখেছে। গত কয়েক বছরে সিএমজি ৮কেসহ বিভিন্ন প্রযুক্তি ব্যবহারের চেষ্টা করেছে। আন্তর্জাতিক অলিম্পিক কমিশন সিএমজির সঙ্গে সহযোগিতা জোরদারে আগ্রহী। যাতে সংশ্লিষ্ট প্রতিযোগিতার ক্ষেত্রে নতুন অগ্রগতি অর্জন করা যায়।