শীতকালীন অলিম্পিকের অর্জন ও যৌথভাবে সামনে আগানোর বার্তা
2022-02-23 15:11:02

ফেব্রুয়ারি ২৩: চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সি চিন পিং বলেছেন, ক্রীড়া শিল্প উন্নত করা চীনা স্বপ্ন বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ অংশই নয়, বরং এটি চীনা জাতির মহান পুনরুত্থানে একটি শক্তিশালী আধ্যাত্মিক শক্তি দান করে।

বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস সফলভাবে আয়োজনে চীনা জনগণ গৌরব বোধ করে। প্রত্যেকেই বলেছে যে, আরও উচ্চ লড়াকু মনোভাব নিয়ে ভবিষ্যতকে বরণ করতে হবে।

 

২০২২ সালের ৪ ফেব্রুয়ারি চীনের জাতীয় স্টেডিয়াম সারা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে। প্রেসিডেন্ট সি ঘোষণা করেছেন,

 ‘আমি ২৪তম বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের উদ্বোধন ঘোষণা করছি।’

বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের স্টেডিয়ামে চীনের খেলোয়াড়রা সব ইভেন্টে অংশ নিয়েছে এবং পদক অর্জনের জন্য লড়াই করেছে। অবশেষে তারা শীতকালীন অলিম্পিকে অংশ নিয়ে ইতিহাসে সবচে শ্রেষ্ঠ ফলাফল লাভ করেছে এবং তাদের সাফল্য সত্যিই উত্সাহব্যঞ্জক।

বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসে চীনের ক্রীড়া প্রতিনিধি দলের মহাসচিব সি হুই চোং বলেন,

 

 ‘সাধারণ সম্পাদক সি চিন পিং এবং সিপিসি’র কেন্দ্রীয় কমিটির দৃঢ় নেতৃত্বে  চীনা জনগণের ব্যাপক সমর্থনে আমরা দ্রুত উন্নতির মাধ্যমে বেইজিং শীতকালীন অলিম্পিকের কর্তব্য সম্পন্ন করেছি এবং দ্রুত গতিতে চীনের তুষার ও বরফ ক্রীড়ার উন্নয়ন বাস্তবায়ন করেছি।’

বেইজিং শীতকালীন অলিম্পিকে মহিলাদের ফ্রিস্টাইল স্কিইং এরিয়াল স্কি চ্যাম্পিয়ন সুই মোং থাও বলেন,

 ‘মহান মাতৃভূমি নিয়ে আমি গর্বিত। আমরা আরো কঠোর পরিশ্রম করব এবং প্রশিক্ষণ নেবো, যাতে অলিম্পিক স্টেডিয়ামে পঞ্চতারকা খচিত লাল পতাকা আরো বেশি করে ওড়ে। আমরা একসাথে ভবিষ্যতের দিকে এগিয়ে যাবো।’

 

কুইচৌ প্রদেশের ছিশুই শহরের একজন বাসিন্দা মা চাও ইং বলেন,

 

‘স্টেডিয়ামে খেলোয়াড়রা পরিশ্রম করেছেন এবং স্টেডিয়ামের স্বেচ্ছাসেবক ও দর্শকেরা আমাদের দেশের আলো, শক্তিশালী ও উন্নত ভাবমূর্তি দেখিয়েছেন। এটাই হলো চীনা জাতির গৌরব।’

সিনচিয়াং কাশি শহরের একজন বাসিন্দা সুবিনুর এমেইথিচিয়াং বলেন,

 

‘দশাধিক দিনে আমরা প্রত্যক্ষ করেছি সংগ্রাম ও অতিক্রম, হাসি ও কান্না। বেইজিং শীতকালীন অলিম্পিক শুধুমাত্র অসাধারণ ক্রীড়ার চেতনা দেখায়নি বরং ঐক্য ও মৈত্রীর শক্তি একত্রিত করেছে এবং বিশ্ববাসীকে আশার বার্তা দিয়েছে।’

 

কমরেড সি চিন পিং-কেন্দ্রিক সিপিসি’র কেন্দ্রীয় কমিটির দৃঢ় নেতৃত্বে বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস নভেল করোনাভাইরাসের মহামারীর প্রকোপের পর থেকে প্রথম সময়মতো অনুষ্ঠিত বিশ্বব্যাপী সার্বিক ক্রীড়ার সম্মেলন শেষ করেছে। এতে আন্তর্জাতিক সমাজকে দেওয়া চীনের প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়েছে। চমত্কার উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান থেকে বিশ্বের প্রথম শ্রেণীর স্টেডিয়াম এবং ব্যাপক সেবা ও নিশ্চয়তার মাধ্যমে বিশ্বকে একটি নিখুঁত উদাহরণ দেখিয়েছে চীন।

বেইজিং শীতকালীন অলিম্পিকের স্বেচ্ছাসেবক সুই চেং হাং বলেন,

 

‘সমাপনী অনুষ্ঠানে আমি এবং অন্য ৫জন- স্বেচ্ছাসেবকদের পক্ষ থেকে কৃতজ্ঞতা গ্রহণ করেছি। আমরা বুঝতে পেরেছি যে, স্বেচ্ছাসেবক হিসেবে আমাদের কাজ সবার স্বীকৃতি পেয়েছে। চীনের আধুনিক তরুণ হিসেবে আমরা এক ধরনের প্রাণবন্ত শক্তি ও আত্মবিশ্বাস তুলে ধরেছি।’

 

শীতকালীন অলিম্পিক সংগঠিত করে এবং শীতকালীন অলিম্পিকের খেলাধুলা প্রচার করার মাধ্যমে চীন বরফ ও তুষারের ক্রীড়াকে সাধারণ মানুষের ঘরে পৌঁছে দিয়েছে, ৩০ কোটি মানুষের বরফ ও তুষারের খেলায় অংশগ্রহণের লক্ষ্য অর্জন করেছে এবং বিশ্বের তুষার ও বরফের ক্রীড়ার উন্নয়নে আরো বিশাল জায়গা সৃষ্টি করেছে।

 

বরফ ও তুষারের স্বপ্ন থেকে সামনের দিকে এগিয়ে যাওয়া হলো বেইজিং শীতকালীন অলিম্পিক আন্দোলনের একটি বার্তা। যা অবশ্যই চীনা জনগণকে নতুন যুগে কঠোর পরিশ্রম করতে এবং অবিরাম সংগ্রাম করতে অনুপ্রাণিত করবে।

(লিলি/তৌহিদ/শুয়েই)