‘বাবা মা’
2022-02-23 10:26:07

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী আ পাও’র সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

আ পাও, আসল নাম চাং সাও ছুন। ১৯৬৯ সালের ২৭ ফেব্রুয়ারি চীনের সান সি প্রদেশের তা থুং শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের মূল ভূভাগের একজন পুরুষ কণ্ঠশিল্পী। ২০০৪ সালে তিনি চায়না মিডিয়া গ্রুপের পশ্চিমাঞ্চলের লোকসংগীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ব্রোঞ্জপদক পান। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সংগীত মহলে যোগ দেন।

 

২০০৫ সালে আ পাও নিজের প্রথম ব্যক্তিগত অ্যালবাম ‘আ পাও’ প্রকাশ করেন। সেই বছর তিনি চায়না মিডিয়া গ্রুপের নতুন কণ্ঠশিল্পীর প্রতিযোগিতা ‘সিং কুয়াং তা তাও’ অনুষ্ঠানে অংশ নিয়ে চ্যাম্পিয়ন হন। ২০১৪ সালে তাঁর চতুর্থ অ্যালবাম ‘কৃষি হেভি মেটাল’ প্রকাশিত হয়। সেই বছর তিনি ‘পাহাড়ের ফুল’ নামে ব্যান্ড গঠন করেন।

 

প্রিয় বন্ধুরা, এখন শুনুন আ পাও-এর গান ‘বাবা মা’। গানের কথাগুলো এমন: মানুষ বাইরে, কিন্তু মন বাসায়। বাসায় যে মানুষ আমার সবচেয়ে বেশি কেয়ার করে, তারাই আমার বাবা মা। আমার বয়স্ক বাবা, ছোটবেলায় তাকে ভয় পেতাম। একদিন আমি বড় হয়ে গেছি, জীবনের জন্য বাসা ছেড়েছি। চোখে অশ্রু আসে। মানুষ বাইরে, কিন্তু মন বাসায়। বাসায় যে মানুষ আমাকে সবচেয়ে কেয়ার করে, তারাই আমার বাবা মা। আমার বয়স্ক মা, প্রতিদিন আমার কথা চিন্তা করে। তাকে দেওয়া টাকা, সে কখনই খরচ করে না।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন শুনুন আ পাও-এর গান ‘তোমার পাশের সেই মানুষ, আমি ছিলাম’। গানের কথায় বলা হয়, তোমার পাশের মানুষ, আমি ছিলাম। এভাবে হাতে হাত রেখে সূর্যাস্ত দেখেছি। সেই ভালোবাসার মানুষ, আমি ছিলাম। তুমি আমাকে ছেড়ে চলে যেও না। সেদিন স্টেশনে, তুমি তার হাত ধরে চলে গেলে- আমি দেখেছি। জিজ্ঞেস করতে চাই, কেন তুমি এত নিষ্ঠুর?

আচ্ছা, শুনুন এই গান।

 

প্রিয় বন্ধুরা, এখন যে গান আপনাদের শোনাচ্ছি, এর নাম ‘ফুল ফোটার সময় আমাকে দেখতে এসো’। গানের কথায় বলা হয়, ফুল ফোটার সময় আমাকে দেখতে এসো। কয়েকটি পাহাড় ও নদী অতিক্রম করতে হয়। এভাবে আমার স্বপ্নের জায়গা খুঁজে পাবো। বাতাস বয়ে যায়, বৃষ্টি পড়ে, এই দুনিয়ায় রঙিন আতশবাজি ফোটে। কয়েক বোতল মদ খাই, কয়েকটি প্রেমের গান গাই, আমাদের মন উষ্ণ হয়ে যায়।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী আ পাও-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)