নববর্ষের গান
2022-02-23 11:31:39

প্রতিবারের মতো এবারও আমরা পুরাতন বছরকে বিদায় জানিয়ে নতুন আরো একটি বছরকে স্বাগত জানিয়েছি। বহুকাল ধরে সারা বিশ্বে নববর্ষকে উত্সবমূখর পরিবেশে বরণ করে নেয়া হয়। তবে প্রাচীনকালে সারা বিশ্বে একই দিন নববর্ষ উদযাপিত হতো না, কারণ তখন বিশ্বের বিভিন্ন দেশে নববর্ষের ভিন্ন ভিন্ন তারিখ ছিল।

কালের পরিক্রমায় বর্তমানে সারা পৃথিবী প্রায় একযোগে ১ জানুয়ারিকে নববর্ষ হিসেবে উদযাপন করে। চীনে এই বিশেষ দিনটিকে ইউরোপীয় পঞ্জিকার নববর্ষ বলা হয়। তবে চীনের নিজস্ব একটি নববর্ষও রয়েছে। তবে সেটি ‘বসন্ত উত্সব’ হিসেবে পালিত হয়, চীনারা একে চন্দ্র পঞ্জিকার নববর্ষ বলে থাকেন। বসন্ত উত্সবের সময় চীনারা বিভিন্ন রীতি-নীতি পালনের মাধ্যমে নতুন বছরকে বরণ করে নেন।

 

আজ চীনের সরকারি ছুটির দ্বিতীয় দিন, তাহলে আজকের ‘তোমার জন্য গান’ অনুষ্ঠানে আমি নববর্ষ নিয়ে কিছু গান আপনাদের শোনাব, কেমন? আশা করি, আপনারা আমাদের মতো নববর্ষের আনন্দ উপভোগ করবেন। শুনুন তাহলে আজকের গানগুলো।


(প্রেমা/এনাম)