‘গ্রীষ্মকালের ঋতু’
2022-02-22 10:02:30

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী ফেই সিয়াং-এর সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

 

ফেই সিয়াং, ১৯৬০ সালের ২৪ ডিসেম্বর চীনের তাইওয়ান প্রদেশে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনা ভাষা সংগীত মহলের বিখ্যাত পুরুষ কন্ঠশিল্পী; তিনি একই সঙ্গে একজন অভিনেতাও বটে।

 

১৯৮২ সালে ফেই সিয়াং তাইওয়ান প্রদেশে নিজের প্রথম অ্যালবাম প্রকাশ করেন এবং তা নিয়ে সেই বছরের সোনালী রেকর্ডস পুরস্কার জয় করেন। ১৯৮৩ সালে তিনি দক্ষিণ-পূর্ব এশিয়ায় সংগীত নিয়ে কাজ শুরু করেন। তাইওয়ান প্রদেশ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় তিনি ৮টি অ্যালবাম প্রকাশ করেন।

 

১৯৮৭ সালে ফেই সিয়াং চায়না মিডিয়া গ্রুপের বসন্ত উত্সবের গালায় ‘জন্মস্থানের মেঘ’ এবং ‘শীত্কালের আগুন’ গানটি গেয়ে ব্যাপক বিখ্যাত হয়ে ওঠেন। ২০১২ সালে ফেই সিয়াং চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। ২০১৪ সালের ২০ মার্চ তিনি বেইজিংয়ে নতুন গান ‘মিথ্যা’ প্রকাশ করেন।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন আপনাদের শোনাচ্ছি ফেই সিয়াং-এর প্রতিনিধিত্ব গান ‘শীত্কালের আগুন’। গানের কথাগুলো এমন: তুমি যেন শীতকালের আগুণ, অগ্নিশিখা আমার হৃদয়কে উষ্ণ করেছে। প্রতিবার তুমি চুপ করে আমার কাছে আসো, আগুন আমাকে উজ্জ্বল করেছে। তোমার চোখ বড় এবং ঝিকমিক করে, যেন আকাশের সবচেয়ে উজ্জ্বল তারা। তুমি যেন শীত্কালের আগুন, আমাকে উষ্ণ করেছো।

আচ্ছা, শুনুন এই সুন্দর গান।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন শুনুন ফেই সিয়াং-এর কন্ঠে আরেকটি গান। গানের নাম ‘জন্মস্থানের মেঘ’। গানের কথায় বলা হয়, আকাশ থেকে ভেসে আসে জন্মস্থানের মেঘ। সে আমাকে ডাকছে। যখন পাশে হাল্কা বাতাস বয়ে আসে, একটি কণ্ঠ আমাকে ডাকে: ফিরে আসো, ফিরে আসো, চারদিকে ঘোরা ছেলে। ফিরে আসো, ফিরে আসো, আর ভ্রাম্যমাণ জীবন ছেড়ে দাও। গভীর পা দিয়ে জন্মস্থানে ফিরে আসো। এই পথ দীর্ঘ।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন শুনুন ফেই সিয়াং-এর গান ‘গ্রীষ্মকালের ঋতু’। গানের কথাগুলো এমন: তোমার পা থামবে না, থামবে না। গ্রীষ্মকাল ভুলে যাও, ভুলে যাও। যদিও তুমি, আমি, মাঝে মাঝে দুঃখের কথা ভাবি, তবুও সুখের কথা অস্বীকার কোরো না। দেখো, সমুদ্রে সুন্দর বাতাস, সব দুঃখ ভুলে যাও। নিজের পথ খুঁজে নাও।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী ফেই সিয়াং-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)