ইউক্রেন সংকট সমাধানে সংলাপের বিকল্প নেই: সিএমজি সম্পাদকীয়
2022-02-22 20:04:36

ফেব্রুয়ারি ২২: গতকাল (সোমবার) রাশিয়া পূর্ব ইউক্রেনের দুটি 'প্রজাতন্ত্র'কে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে।

 

এদিকে, যুক্তরাষ্ট্র সময়মতো রাশিয়ার বিরুদ্ধে আর্থিক নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে। কোন কোন পশ্চিমা দেশও যুক্তরাষ্ট্রের পরে রাশিয়ার বিরুদ্ধে আর্থিক নিষেধাজ্ঞা আরাপের কথা জানিয়েছে।

 

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আয়োজিত ইউক্রেন-বিষয়ক জরুরি সম্মেলনে চীন বিভিন্ন পক্ষকে সংযম বজায় রেখে উত্তেজনা বাড়ানোর কোনো কাজ এড়িয়ে চলার আহ্বান জানায়।

 

ইউক্রেনের বিষয়ে যুক্তরাষ্ট্র যা করেছে তা ইউক্রেনের পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ করে তুলছে।

 

সম্প্রতি জার্মানির চ্যান্সেলর ওলাফ স্কলজ বলেন, পুনরায় যুদ্ধের ঝুঁকিতে রয়েছে ইউরোপ। সেজন্য কূটনৈতিক পদ্ধতি হলো ইউক্রেন সমস্যা সমাধানের শ্রেষ্ঠ উপায়।

নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ হিসেবে ইউক্রেনের বিষয়ে চীনের অবস্থান কখনো পরিবর্তন হয়নি। চীন মনে করে, যেকোন দেশের নিরাপত্তা উদ্বেগকে সম্মান করতে হবে। জাতিসংঘ সনদ ও নীতি সুরক্ষা করতে হবে। (ছাই/এনাম)