চিয়াং ইয়ুহেং
2022-02-21 09:23:11

চিয়াং ইয়ুহেং বা জনি ১৯৫৮ সালের ১৫ নভেম্বর দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে জন্মগ্রহণ করেন। শান তোং প্রদেশের রোং ছেং শহর তাঁর পূর্বপুরুষদের জন্মস্থান। অনেক বছর আগে তাঁর বাবা-মা দক্ষিণ কোরিয়ায় গিয়েছেন। কিন্তু প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করার সময় তাঁর পরিবারের আর্থিক অবস্থা খারাপ হয়ে পড়ে। সেজন্য চীনা ভাষা শিখার জন্য তিনি বিভিন্ন কাজ করেন। তিনি তাইওয়ানের গায়ক। ছেলেবেলার কষ্টের কারণে পরে তিনি তাইওয়ানে ফিরে ক্যারিয়া উন্নয়ন করার জন্য ভিত্তি স্থাপন করেছে।

 

উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে লেখাপড়া করার সময় তিনি সঙ্গীতের প্রেমে পড়েন। তিনি সহপাঠীর সঙ্গে সঙ্গীতদল গঠন করেন এবং যা তাঁর মা মারা যাওয়া পর্যন্ত স্থায়ী ছিল। যখন তাঁর বয়স ২৪ বছর, বাবা-মা না থাকার কারণে তিনি তাইওয়ানে বড় বোনের কাছে চলে যান। মাঝখানে তিনি বিভিন্ন ধরনের কাজ করেছেন। চব্বিশ বছর বয়সে তিনি রেকর্ড কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর করে আনুষ্ঠানিকভাবে শোবিজে প্রবেশ করেন। ১৯৮৯ সালে তাঁর প্রকাশিত অ্যালবামে “আবার ফিরে তাকান” নামক গান  অনেক জনপ্রিয় হয়ে উঠে এবং ১৯৯১ সালে সিসিটিভি’র বসন্ত উত্সব গালায় গানটি গাওয়ার জন্য চীনের মূল-ভূভাগে তিনি অনেক সুনাম পান। সত্যি খুবই সুন্দর একটি গান। 

 

“এলোমেলো হৃদয়” জনি’র পঞ্চম অ্যালবামের শিরোনাম সংগীত। আগের অ্যালবামের ২০ মাস পর এই অ্যালবাম প্রকাশিত হয়। পাশাপাশি, এটি তাঁর নতুন রেকর্ড কোম্পানিতে যোগ দেয়ার পর প্রথম শিল্প-কর্ম। অ্যালবাম প্রকাশ করতে তিনি চরম বিচক্ষণতা প্রদর্শন করেন। তিনি স্বীকৃত নিজের স্টাইল বৃদ্ধির পাশাপাশি তখনকার স্পন্দিত সঙ্গীত বৈশিষ্ট্য জাপটে ধরার চেষ্টা করেন। সুতরাং “এলোমেলো হৃদয়” গানটিতে বিরক্ত ও আকাঙ্ক্ষা রয়েছে। 

 

১৯৯২ সালের নভেম্বরে তিনি “এক ব্যক্তি” অ্যালবাম দিয়ে তৃতীয় গোল্ডেন মেলোডি অ্যাওয়ার্ডসে শ্রেষ্ঠ পরিবেশনা অ্যালবাম পুরস্কার জিতেন। এক ব্যক্তি যে কোনোভাবে বেঁচে থাকতে পারেন, কারণ বর্তমানে এক ব্যক্তি হচ্ছে এক পরিবার। কিন্তু এক ব্যক্তির উচিত বাস্তবভাবে জীবনযাপন ও ভালোভাবে কাজ করা, কারণ ভবিষ্যতে এক পরিবারে শুধু এক ব্যক্তি থাকবে না। খুব যুক্তিসঙ্গত কথা, তাইনা? 

 

 

“আমাকে একা মাতাল হতে দেবেন না” এবং “বরই ফুলের তিনটি স্তবক” এই দু’টো গান জনি’র “আমাকে একা মাতাল হতে দেবেন না” নামক অ্যালবাম থেকে নেয়া। এর মধ্যে “বরই ফুলের তিনটি স্তবক” গানটি তাইওয়ানের খুব বিখ্যাত এক টিভি নাটকের থিম সং। দু’টো গানই মূল-ভূভাগেও অনেক জনপ্রিয় ছিল।

 

 কেমন লেগেছে গানগুলি? গান শুনতে শুনতে বিদায়ের সময় চলে এসেছে। তাহলে আজকের ‘তোমার জন্য গান’ অনুষ্ঠানের শেষ গান হিসেবে আমি আপনাদের জনি’ চিয়াংয়ের অন্য একটি গান শোনাই। গানের নাম “অতীতের জন্য চিয়ার্স”। আশা করি, আজকের গানগুলো আপনাদের ভালো লেগেছে। (প্রেমা/এনাম)