২৪তম শীতকালীন অলিম্পিক সুষ্ঠুভাবে শেষ হয়েছে
2022-02-21 11:32:28

ফেব্রুয়ারি ২১: গতকাল (রোববার) রাতে ২৪তম শীতকালীন অলিম্পিক গেমসের সমাপনী অনুষ্ঠান বেইজিংয়ের জাতীয় স্টেডিয়ামে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। প্রেসিডেন্ট সি চিন পিং-সহ সিপিসি ও দেশের নেতৃবৃন্দ এবং আন্তর্জাতিক অলিম্পিক কমিটির চেয়ারম্যান থমাস বাখ এতে অংশগ্রহণ করেছেন।

২০০৮ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক থেকে ২০২২ সালের শীতকালীন অলিম্পিক পর্যন্ত বেইজিং ইতিহাসের ‘দুটি অলিম্পিক শহরে’ পরিণত হয়। বিগত ১৬ দিনে বেইজিং শহর প্রতিযোগিতামূলক ক্রীড়ার গৌরব ও স্বপ্ন বাস্তবায়নের সাক্ষী হয়ে উঠেছে। ৯১টি দেশ ও অঞ্চলের প্রায় তিন হাজার খেলোয়াড় ২টি বিশ্বরেকর্ড এবং ১৭টি শীতকালীন অলিম্পিকের রেকর্ড সৃষ্টি করেছেন। চীন মহামারীর নেতিবাচক প্রভাব কাটিয়ে সরল, নিরাপদ ও দুর্দান্ত শীতকালীন অলিম্পিক উপহার দিয়েছে। প্রথম শ্রেণীর স্টেডিয়াম এবং চমত্কার সাংগঠনিক কাজ আন্তর্জাতিক সমাজের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। চীনের প্রতিনিধি দল ৯টি স্বর্ণপদক, ৪টি রৌপ্যপদক এবং ২টি ব্রোঞ্জপদক নিয়ে স্বর্ণপদক এবং পদকের সংখ্যার দিক থেকে রেকর্ড সৃষ্টি করেছে এবং স্বর্ণপদকের তালিকার তৃতীয় স্থান অধিকার করেছে। ফলে ১৯৮০ সালে শীতকালীন অলিম্পিকে অংশ নেওয়ার পর থেকে চীনের ইতিহাসে শ্রেষ্ঠ ফল লাভ করেছে বেইজিং।

রাতে জাতীয় স্টেডিয়ামে সংগীতের সুরে প্রেসিডেন্ট সি, তাঁর স্ত্রী ফেং লি ইউয়ান এবং থমাস বাখ হাত নাড়িয়ে দর্শকদের শুভেচ্ছা জানান

রাত ৮টায় সমাপনী অনুষ্ঠানে শিশুরা তুষারকণা-সহ লণ্ঠন বহন করে এবং লণ্ঠন উত্সবে লণ্ঠন তৈরির ঐতিহ্যবাহী অনুষ্ঠানস্থলে ‘শীতকালীন’ প্রতীকটি জ্বালায়। সেসময় সবাই উঠে দাঁড়ায়।

গণপ্রজাতন্ত্রী চীনের জাঁকজমকপূর্ণ জাতীয় সংগীতের মধ্যে, উজ্জ্বল পাঁচতারকা খচিত লাল পতাকাটি ধীরে ধীরে ওঠে।

স্টেডিয়ামের মেঝেতে একটি বিশাল চীনা গিঁটের প্যাটার্ন উপস্থিত হয়। পতাকা বহনকারীরা শীতকালীন অলিম্পিকে অংশগ্রহণকারী ৯১টি প্রতিনিধিদলের পতাকা নিয়ে অনুষ্ঠানস্থলে প্রবেশ করে।

সংগীত বেজে উঠলো এবং প্রতিনিধিরা প্রবেশ করেন।

বড় পর্দায় ‘২০২২, আমার সাথে!’ শিরোনামে এক শর্ট ফিল্মে অ্যাথলেটদের কঠোর পরিশ্রম এবং আবেগময় বিস্ময়কর মুহূর্তগুলো দেখানো হয়। এরপর, ক্রস-কান্ট্রি স্কিইং মহিলাদের ৩০ কিমি গ্রুপ স্টার্ট (ফ্রি টেকনিক) ইভেন্ট এবং ক্রস-কান্ট্রি স্কিইং পুরুষদের ৫০ কিমি গ্রুপ স্টার্ট (ফ্রি টেকনিক) ইভেন্টের বিজয়ীদের পুরষ্কার দেওয়া হয়।

এক একজন স্বেচ্ছাসেবকের হাসিমুখ বড় স্ক্রিনে হাজির হতে থাকে। ২০০৮ সালে বেইজিং অলিম্পিক গেমসে ‘স্বেচ্ছাসেবকদের শ্রদ্ধা জানানো’ এই অংশ নতুন করে যোগ করা হয়। তখন থেকে এটি সমাপনী অনুষ্ঠানের ঐতিহ্য হয়ে উঠেছে।

তারপর বড় স্ক্রিনে ‘বিশ্বাসের শক্তি’ নামে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির শর্ট ফিল্ম প্রচারিত হয় এবং এতে প্রাণবন্তভাবে ‘আরো দ্রুত, আরো উচ্চ, আরো শক্তিশালী এবং আরো ঐক্য’ অলিম্পিকের চেতনা ফুটে ওঠে।

অলিম্পিকের পতাকা শিশুদের গানের সঙ্গে ধীরে ধীরে নামানো হয়।

তারপর অলিম্পিক পতাকা স্থানান্তর অনুষ্ঠান শুরু হয়। জাতীয় স্টেডিয়ামে ইতালির জাতীয় সংগীত বাজানো হয় এবং ইতালির জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

বেইজিং শীতকালীন অলিম্পিকের সাংগঠনিক কমিটির চেয়ারম্যান ছাই ছি তার ভাষণে বলেন, অবিস্মরণীয় ১৬ দিনে বিশ্বের বিভিন্ন জায়গার খেলোয়াড়রা নানা প্রতিযোগিতায় ক্রীড়ার আকর্ষণীয় শক্তি প্রকাশ করেন। যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, অবদান রাখেন এবং একে সমর্থন করে, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

থমাস বাখ তার ভাষণে বলেন,

 ‘আমি বেইজিং শীতকালীন অলিম্পিকের সাংগঠনিক কমিটি, চীন সরকার এবং চীনে আমাদের সব সহযোগিতামূলক অংশীদার ও বন্ধুদের আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আমি বিশ্বের শ্রেষ্ঠ তুষার ও বরফ খেলোয়াড়দের প্রতিনিধিত্ব করায় আপনাদেরকে ধন্যবাদ দিতে চাই। চীনে ৩০ কোটিরও বেশি মানুষ তুষার ও বরফ খেলায় অংশ নিয়েছেন এবং চীনের খেলোয়াড়রা বিশাল সাফল্য অর্জন করেছেন। এটি সত্যিই অতুলনীয় শীতকালীন অলিম্পিক। তুষার ও বরফ ক্রীড়ার বড় দেশে পরিণত হওয়ায় চীনকে স্বাগত জানাই আমরা।’

অবশেষে বাখ ২৪তম শীতকালীন অলিম্পিক গেমসের সমাপনী ঘোষণা করেন এবং বিশ্বের তরুণ-তরুণীদের চার বছর পর ইতালির মিলান ও কর্টিনা ডি'অ্যাম্পেজোতে ২৫তম শীতকালীন অলিম্পিকে অংশ নেওয়ার আহ্বান জানান।

রাত ৯টা ৩৫ মিনিটে ২০০৮ সালে গ্রীষ্মকালীন অলিম্পিকের থিম সং বাজানো হয়। গ্র্যান্ড আতশবাজি আকাশে উড়ে যায়। স্টেডিয়ামের উপরে পাঁচটি রিংয়ের আকার এবং চীনা ও ইংরেজিতে ‘ওয়ান ওয়ার্ল্ড, ওয়ান ফ্যামিলি’ শব্দগুলো দেখা যায়। গান, করতালি এবং উল্লাস আকাশে ভেসে ওঠে। জাতীয় স্টেডিয়াম একটি আনন্দের সমুদ্রে পরিণত হয়।

লিলি/তৌহিদ/শুয়ে