লি খ্যছিন
2022-02-21 13:45:16

লি খ্যছিন বা হ্যাকেন লি ১৯৬৭ সালের ৬ ডিসেম্বর চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলে জন্মগ্রহণ করেন। চীনের কুয়াং তোং প্রদেশের চিয়াংমেন শহরের ইয়া সি জেলা তাঁর পূর্বপুরুষদের জন্মস্থান। তিনি চীনা ভাষার পপসঙ্গীত গায়ক, অভিনেতা, উপস্থাপক ও সুরকার।

 

১৯৮৫ সালে তিনি এক সংগীত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে আনুষ্ঠানিকভাবে শোবিজে প্রবেশ করেন। ১৯৮৬ সালে তিনি প্রথম একক ইপি ‘লি খ্যছিন’ প্রকাশ করেন। ১৯৮৭ সালের নভেম্বরে তিনি প্রথম একক অ্যালবাম ‘ভাগ্যের প্রতীক’ প্রকাশ করেন। অ্যালবামে অন্তর্ভুক্ত গান ‘হাফ মুন সেরেনেইড’ তাঁর ক্যারিয়ারের প্রতিনিধিত্বমূলক গানগুলোর অন্যতমে পরিণত হয়।

 

১৯৮৮ সালে হ্যাকেন হংকংয়ের টিভিবি’র একটি টিভি নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেন, পাশাপাশি তিনি নাটকের থিম সং গান। তারপর তিনি দ্বিতীয় অ্যালবাম ‘গ্রীষ্মের মিথ’ প্রকাশ করেন।  ১৯৮৯ সালের মার্চ মাসে তিনি ক্যান্টোনিজ অ্যালবাম প্রকাশ করেন। অ্যালবামে “গভীর গভীর” ও “নীল চাঁদ”সহ দশটি গান অন্তর্ভুক্ত হয়। 

 

একই বছরের সেপ্টেম্বর মাসে হ্যাকেন ক্যান্টোনিজ অ্যালবাম ‘বেগুনি স্বপ্ন’ প্রকাশ করেন। অ্যালবামে অন্তর্ভুক্ত গান ‘আজীবন অপরিবর্তিত’ টিভি নাটক ‘নীল চাঁদ’-এর ক্যান্টোনিজ থিম সং। গানটি পাশাপাশি টপ টেন চীনা গোল্ডেন গান পুরস্কার এবং টিভিবি’র জেড সলিড গোল্ড অ্যাওয়ার্ডস প্রেজেন্টেইশনে গোল্ডেন মেলোডি অ্যাওয়ার্ডস জিতে। বন্ধুরা, তাহলে এখনই আমরা একসঙ্গে ‘আজীবন অপরিবর্তিত’ গানটি শুনি, কেমন? 

 

১৯৯০ সালের জুন মাসে হ্যাকেন ‘এক হাজার এক রাত’ নামক অ্যালবাম প্রকাশ করেন। অ্যালবামে অন্তর্ভুক্ত ‘সংযুক্তি’ গানটি সে বছর জেড সলিড গোল্ড অ্যাওয়ার্ডস প্রেজেন্টেইশনে গোল্ডেন মেলোডি অ্যাওয়ার্ডস জিতে। একই বছরের অক্টোবরে তিনি প্রথম একক সিলিক্টেড অ্যালবাম ‘ভালোবাসা’ প্রকাশ করেন। বন্ধুরা, এখন আমি ‘এক হাজার এক রাত’ অ্যালবামের শিরোনাম সংগীত আপনাদের শোনাব, কেমন? 

 

১৯৯১ সালের মার্চ এবং অক্টোবরে হ্যাকেন পর পর দু’টো অ্যালবাম প্রকাশ করেন। এর মধ্যে ‘ফুলের বার্তাবাহক’ নামক গান অনেক জনপ্রিয় ছিল এবং পুরস্কার জিতে। গানটি খুবই দ্রুত গতির। 

 

১৯৯২ সালের অক্টোবর মাসে তিনি ‘লাল সূর্য’ নামক অ্যালবাম প্রকাশ করেন। অ্যালবামের শিরোনাম সংগীত জাপানিজ সঙ্গীতদলের একটি গানের কাভার সংস্করণ। হ্যাকেন নিজেই চীনা ভাষার লিরিক্স করেন, এবং গানটি তাঁর ক্যারিয়ারের প্রতিনিধিত্বমূলক গানগুলোর অন্যতম। বন্ধুরা, বেশি কথা না বলি, এখনই আমি গানটি আপনাদের শোনাই। 

 

গান শুনতে শুনতে বিদায়ের সময় চলে এসেছে। তাহলে হ্যাকেনের আরেকটি গান দিয়ে আজকের ‘তোমার জন্য গান’ অনুষ্ঠানটি শেষ করছি। গানের নাম ‘কনসার্ট হল’। আশা করি, আজকের গানগুলো আপনাদের ভালো লেগেছে। (প্রেমা/এনাম)