০২০২ বসন্ত উত্সব-সংক্রান্ত গান
2022-02-21 14:00:57

চীনের চন্দ্র পঞ্জিকা অনুসারে গতকাল (মঙ্গলবার) শুরু হয়েছে ব্যার্ঘবর্ষ। এখন সারা চীনে চলছে বসন্ত উত্সব। চীনারা পরিবারের সঙ্গে উত্সবটি উদযাপন করছেন। তাহলে আজকের ‘তোমার জন্য গান’ অনুষ্ঠানে আমি আপনাদের শোনাব বসন্ত উত্সব-সংক্রান্ত গান বা বসন্ত উত্সব চলাকালে চীনাদের পছন্দের গানগুলি, কেমন? বেশি কথা না বলি, এখনই আমি আপনাদের শোনাচ্ছি একটি গান, গানের নাম ‘শুভ দিন’। 

এটি নতুন বছরে আপনাদের প্রতি আমার কামনা ও শুভেচ্ছা। এখন আমি আপনাদের আরেকটি গান শোনাই, গানের নাম ‘আনন্দ চীনা বর্ষ’। চীনের মূল-ভূভাগের বিখ্যাত গায়িকা সুন ইউয়ে গানটি গেয়েছেন। তাহলে চলুন, তাঁর সুমধুর কণ্ঠে আমরা বসন্ত উত্সবের আনন্দ উপভোগ করি, কেমন? 

 

‘শুভ কামনা’ বিখ্যাত কণ্ঠশিল্পী জাং ইয়ে’র গাওয়া একটি গান। গত বছরের ঠিক এই দিন তিনি চাইনিজ মিউজিশিয়ান অ্যাসোসিয়েশনের নবম ভাইস-চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। খুব কাকতালীয় ব্যাপার, তাইনা? আচ্ছা, তাহলে গানটি শুনি এখন। 

 

এখন আমি বসন্ত উত্সব সম্পর্কিত দু’টো ক্যান্টনিজ ভাষার গান আপনাদের শোনাতে চাই, একটি গানের নাম ‘শীতকালীন জুঁই’ এবং অপর গানটির নাম ‘আনন্দে ভরপুর’। তাহলে এখন গান দু’টো শুনুন। 

 

‘সবাইকে নববর্ষের শুভেচ্ছা’ তাইওয়ানের গায়িকা লিন শুরোংয়ের গাওয়া একটি গান। যদিও তিনি শোবিজ ত্যাগ করেছেন, কিন্তু তাঁর গান অনেক সুন্দর। যাই হোক, বন্ধুরা, এখন তাঁর গানটি শুনুন। 

 

গান শুনতে শুনতে বিদায়ের সময় চলে এসেছে। আশা করি, আজকের গানগুলোর মধ্য দিয়ে আপনারাও চীনের বসন্ত উত্সবের আনন্দ উপভোগ করেছেন। তাহলে আজকের ‘তোমার জন্য গান’ অনুষ্ঠানের শেষে আমি আরো একটি গান আপনাদের শোনাতে চাই। আশা করি, আজকের গানগুলো আপনাদের ভালো লেগেছে। (গান-৭)

   

 (প্রেমা/এনাম)