বৃষ্টির ভালবাসা
2022-02-20 15:20:30

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন সংগীতানুষ্ঠান ‘তোমার জন্য গান’; আপনাদের সঙ্গে আছি আমি মুক্তা।

বন্ধুরা, আজকের আসরে আমি আপনাদেরকে চীনের তাইওয়ানের নারী কন্ঠশিল্পী ইয়াং ছেং লিন’র পরিচয় দেবো এবং তাঁর গান শোনাবো। তিনি ১৯৮৪ সালের ৪ জুন চীনের তাইওয়ান প্রদেশের তাইপেই শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন তাইওয়ানের একজন বিখ্যাত কন্ঠশিল্পী। তিনি একইসঙ্গে একজন অভিনেত্রী, চলচ্চিত্র পরিচালক এবং উপস্থাপিকা। প্রথমে শোনাবো তাঁর কন্ঠে ‘অস্পষ্ট’ শীর্ষক গান। গানটি ২০০৫ সালে রিলিজ হয়। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ১)

বন্ধুরা, শুনছিলেন ইয়াং ছেং লিন’র কন্ঠে ‘অস্পষ্ট’ শীর্ষক গান। ১৯৯৯ সালের শেষ নাগাদ ইয়াং ছেং লিন সঙ্গীত কোম্পানী বিএমজি'র সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন। ২০০০ সালে তিনি টিভি সিরিজ 'উল্কা উদ্যান'-এ অভিনয় করেন। এটি ছিল টিভি ও চলচ্চিত্রের জগতে ইয়াং ছেং লিনের প্রথম পা রাখা। ২০০০ সালে ইয়াং ছেং লিন অন্য তিনটি মেয়ের সঙ্গে 'ফল ইন লাভ' নামের সঙ্গীত ব্যান্ড গঠন করেন। একই বছরের নভেম্বর মাসে ব্যান্ডের প্রথম অ্যালবাম 'ফল ইন লাভ' প্রকাশিত হয়। তখন থেকে ইয়াং ছেং লিন সঙ্গীত ও অভিনয়—দুই ক্ষেত্রেই নিজের দক্ষতা দেখাতে শুরু করেন। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘বৃষ্টির ভালবাসা’ শীর্ষক গান। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ২)

বন্ধুরা, আপনারা শুনছিলেন ইয়াং ছেং লিন’র কন্ঠে ‘বৃষ্টির ভালবাসা’ শীর্ষক গান। ২০০৩ সালে তাইওয়ানের ভয়াবহ ভূমিকম্পের কারণে 'ফল ইন লাভ' ব্যান্ডটি ভেঙে যায়। ২০০৫ সালে ইয়াং ছেং লিন নতুন সঙ্গীত কোম্পানীর সঙ্গে চুক্তি স্বাক্ষর করে তাঁর প্রথম অ্যালবাম প্রকাশ করেন। এতে অন্তর্ভুক্ত রয়েছে 'পরবর্তী হাসি', 'শুধুই তোমাকে ভালোবাসতে চাই'সহ দশটি গান। ২০০৬ সালের ১৭ মার্চ, ইয়াং ছেং লিনের দ্বিতীয় অ্যালবাম 'ভালোবাসার সঙ্গে দেখা করেছি' বাজারে আসে। এতে অন্তর্ভুক্ত রয়েছে 'বাম দিকে', 'উদযাপন'সহ দশটি গান। এই অ্যালবাম বাজারে আসার আগেই ৫০ হাজার কপি বুকিং হয়ে যায়, যেটি একটি রেকর্ড। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘বাম দিক’ শীর্ষক গান শোনাবো।

(গান ৩)

বন্ধুরা, আপনারা শুনছিলেন ইয়াং ছেং লিন’র কন্ঠে ‘বাম দিক’ শীর্ষক গান। ২০০৭ সালের ৭ সেপ্টেম্বর ইয়াং ছেং লিনের তৃতীয় অ্যালবাম প্রকাশিত হয়। এতে অন্তর্ভুক্ত রয়েছে 'একগুঁয়ে' এবং 'অক্সিজেনের ঘাটতি'সহ দশটি গান। ২০০৮ সালে ইয়াং ছেং লিন সোনি মিউজিকের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন। একই বছরের ৭ নভেম্বর তাঁর চতুর্থ চীনা ভাষার অ্যালবাম 'অর্ধেক পরিপক্কের ঘোষণা' রিলিজ হয়। এখন আমি আপনাদেরকে শোনাবো তাঁর কন্ঠে ‘আমাকে নিয়ে যাও’ শীর্ষক গান। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ৪)

বন্ধুরা, আপনারা শুনছিলেন ইয়াং ছেং লিন’র কন্ঠে কয়েকটি গান। এখন আমরা আপনাদেরকে চীনের তাইওয়ানের নারী কন্ঠশিল্পী ফান ওয়েই ছি’র গান শোনাবো। প্রথমে শোনাবো তাঁর কন্ঠে ‘একটি শরত্কালের মতো, আরেকটি গ্রীষ্মকালের মতো’ শীর্ষক গান। গানটি ২০০৬ সালে রিলিজ হয়। গানটিতে দু’বান্ধবীর চমত্কার সম্পর্ক বর্ণনা করা হয়েছে। দু’টি মেয়ে অপরিচিত থেকে ঘনিষ্ঠ বন্ধুতে পরিণত হওয়ার প্রক্রিয়া ব্যাখ্যা করা হয়েছে গানটিতে। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

 (গান ৫)

প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। ‘গানের অনুরোধ’ আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারও আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (ছাই/আলিম/রুবী)