বেইজিং দুই অলিম্পিকের সাক্ষী তারেকুল ইসলামের সঙ্গে গল্প
2022-02-19 19:44:15

সুপ্রিয় শ্রোতা, আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা। সাপ্তাহিক ‘কফি হাউসের আড্ডা’-য় আপনাদের স্বাগত জানাচ্ছি। বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস এখনো চলছে। বিভিন্ন দেশের ক্রীড়াবিদ বিভিন্ন ইভেন্টের মাধ্যমে তাদের চমত্কার পারফোমেন্স এবং অলিম্পিক চেতনা সারা বিশ্বের দর্শকের কাছে তুলে ধরছেন। তারেকুল ইসলাম, ২০০৫ সালে তিনি চীনে অধ্যয়ন করতে আসেন। বর্তমানে তিনি জেনারেল ইলেকট্রিক কোম্পানিতে অ্যাপ্লিকেশন অপারেশন ইঞ্জিনিয়ার হিসেবে বেইজিংয়ে কর্মরত আছেন। কর্মজীবনের বাইরে আলোকচিত্র তাঁর নেশা। ২০০৮ সালে তিনি স্বেচ্ছাসেবক হিসেবে বেইজিং গ্রীষ্মকালীন অলিম্পিকে যোগ দিয়েছেন। ২০২২ বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এক জীবনে দুইবার অলিম্পিক গেমসের সঙ্গে জড়িত থাকা সহজ ব্যাপার নয়। চলুন তাহলে, তাঁর গল্প শুনি।  (স্বর্ণা/তৌহিদ/ছাই)