‘ভালোবাসা ও ঘৃণা‘
2022-02-19 19:36:03

সুপ্রিয় বন্ধুরা, আজকের সুরের ধারায় অনুষ্ঠানে আপনাদের বিভিন্ন কণ্ঠশিল্পীদের কয়েকটি সুন্দর গান শোনাবো।

আমার প্রিয় গায়িকা তিং ওয়েই কথা আগের অনুষ্ঠানে বলেছিলাম। শ্রোতারা হয়তো জানেন, তিং ওয়েই খুব প্রতিভাবান গায়িকা ও সুরকার। কিন্তু তার স্বামী বেহালাবাদক লিন ছাও ইয়াংয়ের সঙ্গে যৌথভাবে রচিত সংগীত ও গানগুলোই আসলে সবচেয়ে সুন্দর। তারা একসাথে ৩০টিরও বেশি টিভি সিরিয়ালের জন্য সুর ও গান রচনা করেছেন। আজকের অনুষ্ঠানে দু’টি টিভি নাটক ‘রেন চিয়ান জেং তাও শি ছাং সাং’-এর জন্য রচিত গানগুলো আপনাদের শোনাবো।

প্রথম যে সংগীত শুনছেন তার নাম হলো ফেং শিয়ান অর্থাত্ সমর্পণ করা। এ সংগীতে লিন ছাও ইয়াংয়ের বাজানো বেহালা যেন মানুষের মন ছুঁয়ে যেতে পারে।

এখন যে সংগীত শুনছেন তা হলো ইয়ুং পিয়ে অর্থাত আর দেখা হবে না। এ সংগীতটি খুব দুঃখের। শুনুন সংগীতটি।

এ গানটি শুনলে মনে হয়, দু’জন কুটোর আগুনের পাশে বসে নিচু গলায় গল্প করছে। দু’জনের ঘনিষ্ঠতা এ নরম সুরের মাধ্যমে বোঝা যায়। শুনুন সংগীতটি।

চীনে লাল রংয়ের একটি বিশেষ অর্থ আছে তা হলো দেশপ্রেমের অনুভূতি। চীনের জাতীয় পতাকার রং লাল। হাজার হাজার বীর নিজের রক্ত দিয়ে দেশের স্বাধীনতা অর্জন করেছে। তাই তাদের রক্ত পতাকাকে রঙিন করে তুলেছে। দেশের কাছে আত্মসমর্পণ করার জন্য প্রস্তুত যুবক-যুবতীদের অনুভূতি এ সংগীতে প্রতিফলিত হয়েছে।

এ সংগীত ধীর ও গম্ভীর ধরনের। বিপ্লবের জন্য অসংখ্য বীর নিজের জীবন উত্সর্গ করেছে। তাদের কথা আমাদের মনে রাখতে হবে, তাদের জন্য আমাদের গান রচিত হবে।

 ‘ভালোবাসা ও ঘৃণা’ হলো তিং ওয়েই এবং গায়ক শা পাও লিংয়ের একসাথে গাওয়া গান। এ গানটি টিভি নাটক ‘আমাদের বিয়ে’-এর জন্য রচিত হয়। শুনুন গানটি।

প্রিয় শ্রোতা, গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম। তবে বিদায় নেওয়ার আগে তিং ওয়েই-এর আরেকটি সংগীত শোনাবো। ওয়ালজ হচ্ছে ইউরোপের এক ধরনের সামাজিক যোগাযোগের সংগীত। নারী পুরুষ এ সংগীতের তালে একসাথে নাচে। শুনুন তিং ওয়েই ও লিন ছাও ইয়াংয়ের রচিত ওয়ালজ।

(স্বর্ণা/আলিম/ছাই)