‘তুমি ভাল আছো’
2022-02-19 19:48:54

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন সংগীতানুষ্ঠান ‘তোমার জন্য গান’; আপনাদের সঙ্গে আছি আমি মুক্তা।

 

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে নারী কন্ঠশিল্পী দিং শুয়াংয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তাঁর গান শোনাবো। তিনি ১৯৮৪ সালের ৬ নভেম্বর লিয়াওনিং প্রদেশের শেনইয়াং শহরে জন্মগ্রহণ করেন। তিনি একজন সংগীতজ্ঞ ও কন্ঠশিল্পী। তিনি শেনইয়াং সংগীত একাডেমি থেকে স্নাতক হন। প্রথমে শোনাবো তাঁর কন্ঠে ‘তুমি ভাল আছো’ শীর্ষক গান। গানটি ২০১২ সালে রিলিজ হয়। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ১)

বন্ধুরা, আপনারা শুনছিলেন দিং শুয়াংয়ের কন্ঠে ‘তুমি ভাল আছো’ শীর্ষক গান। ২০০৪ সালে তিনি সিসিটিভি’র চতুর্থ ‘চীনা মানুষের কন্ঠে বিদেশি গান’ নামের প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেন। ২০০৬ সালে তিনি শাংহাইয়ের ড্রাগন টিভি’র একটি সংগীত প্রতিযোগিতায় তৃতীয় স্থান লাভ করেন। ২০১০ সালে তিনি নিজের প্রথম ইপি প্রকাশ করেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘All Is Found’ শীর্ষক গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ২)

বন্ধুরা, আপনারা শুনছিলেন দিং শুয়াংয়ের কন্ঠে ‘All Is Found’ শীর্ষক গান। তিনি ২০১০ সালে মিউজিক রেডিও’র টপ তালিকায় চীনের মূল ভূভাগের সবচেয়ে প্রতিভাবান নতুন কন্ঠশিল্পীর পুরস্কার লাভ করেন। ২০১২ সালে তিনি নিজের প্রথম অ্যালবাম প্রকাশ করেন। তিনি বেশ কয়েকটি চলচ্চিত্র ও টিভি সিরিজের থিম সংয়েও কন্ঠ দিয়েছেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘Show Yourself’ শীর্ষক গান শোনাবে। গানটি হলো ডিসনি’র কার্টুন চলচ্চিত্র ‘ফ্রোজন ২’-এর একটি সংগীত। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ৩)

বন্ধুরা, আপনারা শুনছিলেন দিং শুয়াংয়ের কন্ঠে ‘Show Yourself’ শীর্ষক গান। ২০০৩ সালে দিং শুয়াং শেনইয়াং সংগীত একাডেমির পপ সংগীত বিভাগে ভর্তি হন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘মৃদু বর্ম’ শীর্ষক গান শোনাবো। গানটি ২০২০ সালে রিলিজ হয়। গানটি একটি টিভি সিরিজের থিম সং। চলুন, আমরা গানটি শুনবো।

(গান ৪)

বন্ধুরা, আপনারা শুনছিলেন দিং শুয়াংয়ের কন্ঠে ‘মৃদু বর্ম’ শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘ক্র্যানবেরি ফুল ফোটে’ শীর্ষক গান শোনাবো। গানটি ২০২০ সালে প্রকাশিত চলচ্চিত্র ‘লস্ট ইন রাশিয়া’-র থিম সং। গানটি আসলে রাশিয়ার একটি লোকসংগীত। হয়ত অনেক বন্ধু রুশ ভাষায় গানটি শুনেছেন। এখন আমরা দিং শুয়াংয়ের কন্ঠে চীনা ভাষায় গানটি শুনবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ৫)

বন্ধুরা, আপনারা শুনছিলেন দিং শুয়াংয়ের কন্ঠে ‘ক্র্যানবেরি ফুল ফোটে’ শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘মিস লাভ’ শীর্ষক গান শোনাবো। গানটি ২০১৭ সালে রিলিজ হয়। গানটি একটি ইন্টারনেট সিরিজের থিম সং। গানটিতে বলা হয়েছে: আমার শ্বাস তুমি নিয়ন্ত্রণ করো, আমার হাত তোমার হাতে আছে। তুমি আমার দিকে তাকাও, আমার কথা শুধু তুমি শোনো। আই লাভ ইউ, আই লাভ ইউ।

চলুন, বন্ধরা, আমরা গানটি শুনবো।

(গান ৬)

প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। ‘গানের অনুরোধ’ আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারও আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (ছাই/আলিম/রুবী)