চীনের চান্দ্রপঞ্জিকার বাঘবছরে জন্মগ্রহণকারী খেলোয়াড়দের বাঘের মতো শক্তি কামনা
2022-02-18 15:53:09

ফেব্রুয়ারি ১৮: চীনের চান্দ্রপঞ্জিকার বাঘবছরে উন্মোচিত হয়েছে বেইজিং শীত্কালীন অলিম্পিক গেমস, যা খুব উত্সাহময় ও প্রাণবন্ত। এই  গেমসের মাঠে দেখা যায় বেশ কয়েকজন খেলোয়াড় বাঘবর্ষে জন্মগ্রহণ করেছেন।

গত ১৪ ফেব্রুয়ারি ফরাসি দলের খেলোয়াড় লুইস লেভ ‘বাঘের পোশাক পরে বেইজিং শীত্কালীন অলিম্পিক গেমসের মহিলাদের স্নোবোর্ড বিগ জাম্পের যোগ্যতা অর্জনের প্রতিযোগিতায় অংশ নেন। প্রতিযোগিতার পর তিনি বলেন, চলতি বছর চীনের বাঘবছর। তাই আমি এভাবে সেজেছি। অনেকে আমার সঙ্গে ছবি তুলতে চান। খুব মজা লেগেছে। সম্ভবত অধিকাংশ খেলোয়াড়দের চরিত্র বাঘের মতো শক্তিশালী। কিছু খেলোয়াড় বাঘের ছবি নিজের হেলমেট ও পোষাকে লাগিয়েছেন। চীনের বাঘবছরে প্রত্যেক খেলোয়াড় বাঘের মতো শক্তিশালী হয়ে উঠতে চায়। যারা বাঘবছরে জন্মগ্রহণ করেছিলেন, তাদের জন্য আরও তাত্পর্যপূর্ণ ও স্মৃতিবহুল এ বছর।

 

গত ১২ ফেব্রুয়ারি, শীতকালীন অলিম্পিক গেমস মহিলাদের স্কেলেটন ফাইনাল ন্যাশনাল স্লাইডিং সেন্টারে অনুষ্ঠিত হয়। ওই ফাইনালে চীনা দলের খেলোয়াড় লি ইয়ু সি চীনা নারীদের প্রথম স্কেলেটন যাত্রা উন্মোচন করেছে। লি ইয়ু সি একজন ট্র্যাক ও ফিল্ড ক্রীড়াবিদ ছিলেন। ২০১৮ সালে চীনের স্লেড জাতীয় দল  এবং স্কেলেটন জাতীয় দল লি ইয়ু সিকে-ও বাছাই করেছে। লি ইয়ু সি নিজেই ইস্পাত স্কেলেটন আইটেম বাছাই করেন। চীনের সিছুয়ান প্রদেশে জন্মগ্রহণ করেছেন লি ইয়ু সি। তিনি কখনো তুষার দেখেন নি। তবে বরফ ও তুষার ক্রীড়া পছন্দ করেছেন এবং তাতে যোগ দিয়েছেন। ১৯৯৮ সালের বাঘবছরে জন্মগ্রহণ করা লি ইয়ু সি বলেন, তার বাছাই ভুল হয় নি এবং হবে না। তিনি বলেন,‘আসলে প্রথমে দুটি আইটেম আমাকে বাছাই করেছে। তবে আমি এটি পছন্দ করেছি। বেইজিং শীত্কালীন অলিম্পিক গেমসে আমার বাছাই সঠিক বলে মনে হয়েছে। প্রত্যেক খেলোয়াড়ের অলিম্পিক গেমসের মাঠে লড়াই করার স্বপ্ন দেখে। তাই আমি সঠিক পথ বাছাই করেছি।

 

লি ইয়ু সি’র মতো প্রথমবার শীত্কালীন অলিম্পিক গেমসে হাজির হয়েছেন চীনা হকি দল। গত ১৫ ফেব্রুয়ারি যোগ্যতা অর্জনের ফাইনালে চীনা হকি দল ২:৭ পয়েন্টে কানাডার কাছে হেরে যায়। শীর্ষ আট দলের মধ্যে স্থান পায়নি চীনা হকি দল। শীর্ষ ৫টি প্রতিযোগী দলের মুখে পড়লেও চীনা দল শিক্ষা গ্রহণের মনোভাব থেকে  প্রচেষ্টা চালায়। দর্শকরা সেই প্রতিযোগিতার ভূয়সী প্রশংসা করেছেন। খেলোয়াড় ইং রু ডি বেইজিং শীত্কালীন অলিম্পিক গেমসের মাঠে উপস্থিতি থাকতে পেরে নিজেকে খুব ভাগ্যবান বলে মনে করেন। তিনি বলেন, মোবাইল দিয়ে ছবি তোলেন নি তিনি। তিনি এ মাঠের প্রতিটি মুহূর্ত ধরে রাখতে চান। ১৯৯৮ সালের বাঘবছরে জন্মগ্রহণ করেছেন ই রু ডি। তিনি চীনের আইস হকি দলের যাত্রা স্মরণ করে বলেন,“সামগ্রিকভাবে বলতে গেলে, এ প্রতিযোগিতা চমৎকার হয়েছে। চীনা দর্শকরা এ প্রতিযোগিতার বিস্ময় দেখতে পেয়েছে। আমি উদ্বোধনী অনুষ্ঠানসহ প্রতিটি মুহূর্ত ভালোভাবে উপভোগ করতে চাই। তাই আমি মোবাইল দিয়ে বেশি ছবি তুলি না। যখন আমি আইস হকি খেলতে শুরু করি, তখন আমি ভাবি নি যে, ২০২২ সালে বেইজিং শীত্কালীন অলিম্পিক গেমসের মাঠে চীনের পক্ষে এ খেলা খেলব। আমি এ সুযোগের জন্য কৃতজ্ঞতা জানাতে চাই।

 

গত ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পুরুষের বায়াথলনের ২০ কিলোমিটার প্রতিযোগিতায় চীনা খেলোয়াড় চাং ছুন ইয়ু ৯২ স্থান পান। তিনিও ১৯৯৮ সালে বাঘবছরে জন্মগ্রহণ করেছেন।  চাং ছুন ইয়ু সোশাল মিডিয়ায় বলেন, পুরুষের বায়াথলন আইটেমে অংশগ্রহণকারী খেলোয়াড়রা এ শীত্কালীন অলিম্পিক গেমসে অংশগ্রহণের মাধ্যমে বাঘবছরে আরও শক্তি দেখাবে এবং এ ইভেন্টের উন্নয়নে ভূমিকা রাখবে।

(রুবি/তৌহিদ/শিশির)