হুয়াং শিয়াও ইয়ুন
2022-02-17 09:24:57

হুয়াং শিয়াও ইয়ুন ১৯৯৮ সালের ২২ ডিসেম্বর কুইচৌ প্রদেশের ছিয়াননান বুই ও মিয়াও জাতি স্বায়ত্তশাসিত প্রিফেকচারে জন্মগ্রহণ করেন। তিনি চীনের মূল-ভূভাগের গায়িকা, চলচ্চিত্র ও টিভি অভিনেত্রী। তিনি সেন্ট্রাল কনজারভেটরি অব মিউজিকে লেখাপড়া করছেন।

 

তিনি একটি সঙ্গীত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা-মা দু’জনই সঙ্গীত শিক্ষক। তাঁর বাবা আগে সবসময় শিল্প পরীক্ষায় অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ দিতেন, হয়তো ছোটবেলা থেকে এমন পরিবেশে থাকার কারণে তিনি সঙ্গীতের প্রতি গভীর আগ্রহী হয়ে ওঠেন। ছোটবেলা ভাষা শিখার শুরুতে তিনি টিভিতে প্রচারিত সঙ্গীত সঠিকভাবে গাইতে পারতেন। দু’বছর বয়স থেকে তিনি ড্রাম সেট শিখতে শুরু করেন। তারপর পিয়ানো ও তারের বাদ্যযন্ত্রবিশেষ শিখতে শুরু করেন। তারপরের কয়েক বছর তিনি প্রতিবছর স্থানীয় সংগীত প্রতিযোগিতায় অংশ নেন এবং ভালো ফলাফল অর্জন করেন। সেন্ট্রাল কনজারভেটরি অব মিউজিকের অধীনে মাধ্যমিক বিদ্যালয়ে প্রবেশ করার জন্য তিনি সাপ্তাহিক ছুটিতে বেল ক্যান্টো শিখতে কুই ইয়াং শহরে যান। 

 

কিছুক্ষণ আগে আপনারা যে গান শুনেছেন, তা হুয়াং শিয়াও ইয়ুনের ২০১৭ সালে প্রকাশিত একক গান। আসলে ২০১১ সালে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে সিসিটিভি’র পরিবার প্রতিভা অনুষ্ঠানে অংশ নিয়েছেন। ২০১৩ ও ২০১৪ সালে তিনি পর পর দু’টো সংগীত প্রতিযোগিতায় অংশ নিয়ে চ্যাম্পিয়ন হন। ২০১৬ সালে তিনি এক ইন্টারনেট নাটকেও অভিনয় করেন। ২০১৮ সালে তিনি তাঁর একক গান “খোলা” প্রকাশ করেন। 

 

২০১৯ সালে হুয়াং শিয়াও ইয়ুন একটি টিভি নাটকের জন্য গান গেয়েছেন, গানের নাম “ফায়ার ভ্যালি থেকে প্রেমের চিঠি”। 

 

২০২০ সালের নভেম্বরে হুয়াং শিয়াও ইয়ুন প্রথম একক অ্যালবাম “হুয়াং শিয়াও ইয়ুনের নেভারল্যান্ড” প্রকাশ করেন। অ্যালবামে অন্তর্ভুক্ত ৬টি গানের মধ্যে রয়েছে একটি ইংরেজী গান “নেভার”। ২০২১ সালে তিনি তাঁর একক গান “তারার মহাসাগর” প্রকাশ করেন। গানটি অনেক জনপ্রিয় ছিল। গানটি পাশাপাশি চন্দ্র অন্বেষণ কর্মসূচির ডকুমেন্টারি সিরিজ “আমাদের যাত্রা”র থিম সং। 

 

“পুরোনো স্বরের সাথে দেখা” এবং “চার ঋতু আর তুমি” হুয়াং শিয়াও ইয়ুনের ২০২০ সালে পর পর প্রকাশিত দু’টো একক গান। এর মধ্যে “পুরানো স্বরের সাথে দেখা” গানটি সঙ্গীত প্রযোজক থাং হান শিয়াও বিশেষ করে হুয়াং শিয়াও ইয়ুনের জন্য রচনা করেন। তুমি আমার চার ঋতু ও আমার তারকাময় আকাশ। তুমি আমার সূর্য ও পৃথীবি কথার “চার ঋতু আর তুমি” গানটি থেকে নেয়া। শুনতে খুব ভালো লাগে, তাইনা? (প্রেমা/এনাম)