‘তোমার সঙ্গে ভালোবাসা বিনিময় করি’
2022-02-16 19:43:12

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী চৌ হুই মিনের সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

চৌ হুই মিন, ১৯৬৭ সালের ১০ নভেম্বর চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলে জন্মগ্রহণ করেন। তিনি হলেন হংকংয়ের নারী কণ্ঠশিল্পী, অভিনেত্রী ও উপস্থাপিকা। ১৯৮৫ সালে চৌ হুই মিন নতুন কণ্ঠশিল্পীর প্রতিযোগিতায় অংশ নেন। ১৯৮৬ সালে তিনি হংকং বেতারের অপেশাদার ডিজি প্রতিযোগিতায় অংশ নিয়ে দ্বিতীয় পুরস্কার লাভ করেন।

 

১৯৮৮ সালে চৌ হুই মিন নিজের প্রথম অ্যালবাম ‘চৌ হুই মিন’ প্রকাশ করেছেন। এই অ্যালবাম খুব ভালো বিক্রি হওয়ায় সে বছরের ‘সোনালি রেকর্ডস’ মর্যাদা পায়। ১৯৯০ সালে তাঁর আরেকটি অ্যালবাম ‘Vivian’ বাজারে আসে।

 

বন্ধুরা, এখন শুনুন চৌ হুই মিনের গাওয়া ‘সবচেয়ে প্রিয়’। গানের কথাগুলো এমন: আকাশ এত নীল, হাল্কা বাতাস আরো রোম্যান্টিক লাগে। হৃদয়ের সেই স্নেহ অনুভূতি সমুদ্রের মতো গভীর ও অসীম। কবিতার মত সন্ধ্যা, মদের মত সূর্য। এই মুহূর্ত, এই ভালোবাসা, কীভাবে লুকিয়ে থাকে!

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, এবারের গানের নাম ‘বান্ধবী’। গানের কথায় বলা হয়, একই মঞ্চে তোমার সঙ্গে অভিনয় করি। রোম্যান্টিক মঞ্চ আসলে ভিন্ন দুনিয়া। বান্ধবী অপেরায় তাঁকে কেয়ার করা মানুষের সঙ্গে হাজির হয়েছে। জীবন ছোট হলেও নিখুঁত বলা যায়। আমার বেইজিং স্বপ্ন। এভাবে তোমায় কোলে নিতে চাই। আমার সুন্দর স্বপ্ন অপেরায় অভিনয় করতে চাই।

আচ্ছা, শুনুন গানটি।

 

বন্ধুরা, এখন আপনাদের শোনাবো চৌ হুই মিনের গান ‘তোমার সঙ্গে ভালোবাসা বিনিময় করি’। গানের কথায় বলা হয়, এই বিশ্বে হয়তো কেউ আছে, আমি তাকে ভালোবাসতে পারি। তবে তোমাকে ভালোবাসা যেন- নিজেকে আগুনে ফেলা। হয়তো আমার ভালোবাসা তোমার হৃদয়ে দাগ কাটবে। তবে আমার অশ্রু দেখে, তুমি অভ্যস্ত হয়েছো। সেই মর্ম কোথায়। কীভাবে অপেরায় মতো সারা জীবন ভালোবাসতে পারি।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন শুনুন চৌ হুই মিনের গান ‘এই ভালোবাসা অনেক দেরি’। গানের কথায় বলা হয়, সবচেয়ে দুঃখের ব্যাপার হল, এই ভালোবাসা অনেক দেরি। যদি কাউকে ভালোবাসে, তাহলে আর অপেক্ষা করা ঠিক নয়। স্বপ্নেও অভ্যাস হবে, চাপে চেষ্টা করবে। আমার প্রিয়, অপেক্ষা করতে পারে নি, চলে গেছে। এই জীবনে আরো একজনকে খুঁজে পাবো না।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী চাং ইয়ু-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)